ETV Bharat / state

করোনা বিধি না মানলে প্রার্থীর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021

করোনা বিধি অমান্যে এবার প্রার্থীর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন ৷ বাকি দু'দফার নির্বাচনের আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এমনটাই বার্তা দেওয়া হল কমিশনের তরফে ৷

করোনা বিধি না মানলে প্রার্থীর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন
করোনা বিধি না মানলে প্রার্থীর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন
author img

By

Published : Apr 23, 2021, 10:44 PM IST

কলকাতা , 23 এপ্রিল : কোনও প্রার্থী করোনা বিধি না মানলে তাঁর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন । সপ্তম ও অষ্টম দফার প্রস্তুতি পর্ব ও বর্ধিত সংক্রমণ পরিস্থিতির মধ্যে শেষ দু'দফা ভোট নিয়ে ফুল বেঞ্চের ভিডিও কনফারেন্সে শুক্রবার এমনটাই নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন ।
এদিনের ভিডিও কনফারেন্সে মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র বলেন , " হাইকোর্টকে কেন হস্তক্ষেপ করতে হচ্ছে ? আপনারা নিজে থেকে কেন কোনও পদক্ষেপ নিচ্ছেন না ? যাঁরা এই কোভিড বিধি মানবে না তাঁদের বিরুদ্ধে এফআইআর করুন এবং তার কমপ্লায়েন্স রিপোর্ট আমাদেরকে পাঠান ।"
সূত্রের খবর , করোনা বিধা না মানায় মালদায় আটজন প্রার্থীকে শোকজ করা হয়েছে ।

আরও পড়ুন : ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিশ্বস্বাস্থ্য সংস্থা

কোভিড বিধি অমান্য করার জন্য বীরভূমেও ছয়জন প্রার্থীর বিরুদ্ধে এফআইআর করেছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন । শুক্রবারের বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার করোনা বিধি না মানা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ।

কলকাতা , 23 এপ্রিল : কোনও প্রার্থী করোনা বিধি না মানলে তাঁর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন । সপ্তম ও অষ্টম দফার প্রস্তুতি পর্ব ও বর্ধিত সংক্রমণ পরিস্থিতির মধ্যে শেষ দু'দফা ভোট নিয়ে ফুল বেঞ্চের ভিডিও কনফারেন্সে শুক্রবার এমনটাই নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন ।
এদিনের ভিডিও কনফারেন্সে মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র বলেন , " হাইকোর্টকে কেন হস্তক্ষেপ করতে হচ্ছে ? আপনারা নিজে থেকে কেন কোনও পদক্ষেপ নিচ্ছেন না ? যাঁরা এই কোভিড বিধি মানবে না তাঁদের বিরুদ্ধে এফআইআর করুন এবং তার কমপ্লায়েন্স রিপোর্ট আমাদেরকে পাঠান ।"
সূত্রের খবর , করোনা বিধা না মানায় মালদায় আটজন প্রার্থীকে শোকজ করা হয়েছে ।

আরও পড়ুন : ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিশ্বস্বাস্থ্য সংস্থা

কোভিড বিধি অমান্য করার জন্য বীরভূমেও ছয়জন প্রার্থীর বিরুদ্ধে এফআইআর করেছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন । শুক্রবারের বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার করোনা বিধি না মানা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.