কলকাতা, 6 সেপ্টেম্বর: আবারও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর বই ছাপতে চেলেছ এনবিএ বা ন্যাশনাল বুক এজেন্সি । আসন্ন দুর্গাপুজো উপলক্ষ্যেই বুদ্ধবাবুর লেখা 'নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যু' এবং 'স্বর্গের নীচে মহাবিশৃঙ্খলা' -সহ সমস্ত বই ছাপা শুরু হয়েছে । রাজ্যজুড়ে সিপিএমের 700 বেশি শারদীয়া বুক স্টলে সেই বই থাকবে । একইসঙ্গে ওই স্টলগুলোতে থাকবে মহাত্মা গান্ধীর সাম্প্রদায়িকতা ভেদাভেদের বিরুদ্ধে লড়াই মতাদর্শ নিয়ে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, ইতিহাসবিদ ইরফান হাবিবের লেখার সংকলন ।
এছাড়াও সিপিএমের তরফে প্রকাশিত একাধিক পুরনো বই আবারও ছাপা হবে চাহিদা অনুযায়ী ৷ জানানো হয়েছে আলিমুদ্দিন স্ট্রিট সূত্রে ৷ ন্যাশনাল বুক এজেন্সির ডিরেক্টর অনিরুদ্ধ চক্রবর্তী ইটিভি ভারতকে বলেন, "চাহিদা অনুযায়ী সব ধরনের বই ছাপা হচ্ছে । তবে 'নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যু' এবং 'স্বর্গের নীচে মহাবিশৃঙ্খলা' এই বইদু’টির চাহিদা বেশি থাকায় বেশি চর্চা হচ্ছে ৷ নতুন বইয়ের তালিকায় মহাত্মা গান্ধীর সাম্প্রদায়িকতা ভেদাভেদের বিরুদ্ধে লড়াই মতাদর্শ নিয়ে পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, ইতিহাসবিদ ইরফান হাবিবের লেখাও থাকবে। কিন্তু কত সংখ্যা ছাপা হবে তা এখনই বলা সম্ভব নয় ।" বিগত কয়েক বছর ধরে অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । তাঁর লেখা, তাঁর বই, তাঁর বক্তব্যের জন্য অধীর অগ্রহে থাকেন সকলে । এক কথায় তাঁর লেখা, বক্তব্য, বই এখনো 'হটকেক'। স্বাভাবিকভাবেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেখা বই এবার শারদীয় বুক স্টলেও থাকবে ৷
আরও পড়ুন: মমতার বিরুদ্ধে কোমর বাঁধছে সিপিএমের মহিলা ব্রিগেড, প্রশ্নের মুখে ‘ইন্ডিয়া’ জোট
2011 সালে পালাবদলের পর রাজ্যে অস্তিস্ব সংকটে সিপিএমের। ভোট ব্যাংক কার্যত নেই বললেও ভুল হয় না। কিন্তু আশ্চর্যজনকভাবে দুর্গোৎসব কিংবা বইমেলায় ন্যাশনাল এজেন্সি বা সিপিএমের অন্যান্য সংগঠনের তরফে আয়োজিত বই বিক্রির সংখ্যা নজর কেড়েছে । যদিও গত এক-দু'বছরে শারদোৎসবের বুক স্টল গুলির দু-একটি বাদে বাকি স্টলগুলোতে ততটা পাঠকের ভিড় দেখা যায়নি । তবে এবারের শারদোৎসবে সিপিএমের বুক স্টলগুলোতে কতটা ভিড় হয়, সেটাই দেখার ।