ETV Bharat / state

5 মে জঙ্গলমহলে জোড়া সভা মোদির - barackpotre'

জঙ্গলমহলে জোড়া জনসভা করবেন নরেন্দ্র মোদি। ৫ মে পুরুলিয়া ও ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে জনসভা করবেন তিনি।

ফাইল ফোটো
author img

By

Published : Apr 27, 2019, 2:04 PM IST

কলকাতা, 27 এপ্রিল : নির্বাচনী প্রচারে এবার BJP-র নজর জঙ্গলমহলে। জঙ্গলমহলে জোড়া জনসভা করবেন নরেন্দ্র মোদি। ৫ মে পুরুলিয়া ও ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে জনসভা করবেন তিনি।

পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলে BJP ভালো ফল করেছে। তাই জঙ্গলমহলের এই দুটি লোকসভা কেন্দ্রকেই বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে, ২৯ এপ্রিল ব্যারাকপুর ও শ্রীরামপুরে জনসভা করবেন মোদি।

এদিকে, ১ মে BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ একই দিনে ৪ টি জনসভা করবেন। হুগলি, আরামবাগ, হাওড়া, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সভা করবেন তিনি।

কলকাতা, 27 এপ্রিল : নির্বাচনী প্রচারে এবার BJP-র নজর জঙ্গলমহলে। জঙ্গলমহলে জোড়া জনসভা করবেন নরেন্দ্র মোদি। ৫ মে পুরুলিয়া ও ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে জনসভা করবেন তিনি।

পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলে BJP ভালো ফল করেছে। তাই জঙ্গলমহলের এই দুটি লোকসভা কেন্দ্রকেই বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে, ২৯ এপ্রিল ব্যারাকপুর ও শ্রীরামপুরে জনসভা করবেন মোদি।

এদিকে, ১ মে BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ একই দিনে ৪ টি জনসভা করবেন। হুগলি, আরামবাগ, হাওড়া, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সভা করবেন তিনি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.