ETV Bharat / state

CAA নিয়ে তপ্ত আবহের মধ্যেই এক মঞ্চে মোদি -মমতা - programme of Port Trust

পোর্ট ট্রাস্টের আমন্ত্রণে 12 জানুয়ারি 150 বছর পূর্তির অনুষ্ঠানে হাজির থাকবেন মোদি । একইরকমভাবে আমন্ত্রণপত্র পৌঁছেছে মুখ্যমন্ত্রীর দরবারেও । মুখ্যমন্ত্রীও পোর্ট ট্রাস্টের আমন্ত্রণ রক্ষা করবেন বলে জানা গেছে ।

modi and mamata
ছবি
author img

By

Published : Jan 3, 2020, 3:23 AM IST

কলকাতা, 3 জানুয়ারি : নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019 নিয়ে কেন্দ্র ও রাজ্যের মতবিরোধ জারি । দিল্লি, উত্তরপ্রদেশের মতো এরাজ্যেও চলেছে বিক্ষোভ, প্রতিবাদ মিছিল । মিছিলে পা মিলিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বারবার স্পষ্ট করে দিয়েছেন এরাজ্যে NRC ও CAA করতে দেবেন না তিনি । এদিকে কেন্দ্রও অনড় । এই পরিস্থিতিতে 12 জানুয়ারি পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে এক মঞ্চে দেখা যেতে পারে নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়কে ।

দু'দিনের সফরে কলকাতায় আসছেন নরেন্দ্র মোদি । উত্তরবঙ্গে একটি জনসভা করতে পারেন । এছাড়া রাজারহাটে ক্যান্সার হাসপাতালেরও উদ্বোধন করার কথা রয়েছে তাঁর । কলকাতা পোর্ট ট্রাস্ট কর্তৃপক্ষ অনেক আগে থেকেই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে রেখেছিলেন । পোর্ট ট্রাস্টের আমন্ত্রণে 12 জানুয়ারি 150 বছর পূর্তির অনুষ্ঠানে হাজির থাকবেন মোদি । একইরকমভাবে আমন্ত্রণপত্র পৌঁছেছে মুখ্যমন্ত্রীর দরবারেও । মুখ্যমন্ত্রীও পোর্ট ট্রাস্টের আমন্ত্রণ রক্ষা করবেন বলে জানা গেছে ।

এই মুহূর্তে কেরালা, পশ্চিমবঙ্গ সহ মোট ন'টি রাজ্য নাগরিকত্ব (সংশোধনী) আইন লাগু করার বিপক্ষে । ইতিমধ্যেই কেরালা বিধানসভায় পাশ হয়েছে CAA বাতিলের প্রস্তাব । এদিকে রাজ্যের প্রতিবাদ মিছিল থেকেও মমতা জানিয়ে দিয়েছিলেন, এর শেষ দেখেই ছাড়বেন তিনি৷ NRC, CAA বন্ধ না করা পর্যন্ত লড়াই চলবে৷ আইন করতে হলে তাঁর দেহের উপর দিয়ে করতে হবে ৷ কিন্তু, লড়াই থামাবেন না তিনি ৷ এমনকি এই ইশুতে বিরোধীদেরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান । NRC, CAA ইশুতে যখন কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে, তখনই পোর্ট ট্রাস্টের 150 বছর পূর্তির অনুষ্ঠানে দেখা যেতে পারে মোদি-মমতাকে । তাই 12 জানুয়ারির সরকারি অনুষ্ঠানে এই দুই রাজনৈতিক ব্যক্তিত্বের মঞ্চভাগের দিকে তাকিয়ে থাকবে গোটা রাজনৈতিক মহল ।

কলকাতা, 3 জানুয়ারি : নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019 নিয়ে কেন্দ্র ও রাজ্যের মতবিরোধ জারি । দিল্লি, উত্তরপ্রদেশের মতো এরাজ্যেও চলেছে বিক্ষোভ, প্রতিবাদ মিছিল । মিছিলে পা মিলিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বারবার স্পষ্ট করে দিয়েছেন এরাজ্যে NRC ও CAA করতে দেবেন না তিনি । এদিকে কেন্দ্রও অনড় । এই পরিস্থিতিতে 12 জানুয়ারি পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে এক মঞ্চে দেখা যেতে পারে নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়কে ।

দু'দিনের সফরে কলকাতায় আসছেন নরেন্দ্র মোদি । উত্তরবঙ্গে একটি জনসভা করতে পারেন । এছাড়া রাজারহাটে ক্যান্সার হাসপাতালেরও উদ্বোধন করার কথা রয়েছে তাঁর । কলকাতা পোর্ট ট্রাস্ট কর্তৃপক্ষ অনেক আগে থেকেই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে রেখেছিলেন । পোর্ট ট্রাস্টের আমন্ত্রণে 12 জানুয়ারি 150 বছর পূর্তির অনুষ্ঠানে হাজির থাকবেন মোদি । একইরকমভাবে আমন্ত্রণপত্র পৌঁছেছে মুখ্যমন্ত্রীর দরবারেও । মুখ্যমন্ত্রীও পোর্ট ট্রাস্টের আমন্ত্রণ রক্ষা করবেন বলে জানা গেছে ।

এই মুহূর্তে কেরালা, পশ্চিমবঙ্গ সহ মোট ন'টি রাজ্য নাগরিকত্ব (সংশোধনী) আইন লাগু করার বিপক্ষে । ইতিমধ্যেই কেরালা বিধানসভায় পাশ হয়েছে CAA বাতিলের প্রস্তাব । এদিকে রাজ্যের প্রতিবাদ মিছিল থেকেও মমতা জানিয়ে দিয়েছিলেন, এর শেষ দেখেই ছাড়বেন তিনি৷ NRC, CAA বন্ধ না করা পর্যন্ত লড়াই চলবে৷ আইন করতে হলে তাঁর দেহের উপর দিয়ে করতে হবে ৷ কিন্তু, লড়াই থামাবেন না তিনি ৷ এমনকি এই ইশুতে বিরোধীদেরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান । NRC, CAA ইশুতে যখন কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে, তখনই পোর্ট ট্রাস্টের 150 বছর পূর্তির অনুষ্ঠানে দেখা যেতে পারে মোদি-মমতাকে । তাই 12 জানুয়ারির সরকারি অনুষ্ঠানে এই দুই রাজনৈতিক ব্যক্তিত্বের মঞ্চভাগের দিকে তাকিয়ে থাকবে গোটা রাজনৈতিক মহল ।

Intro:CAA নিয়ে যুদ্ধ আবহের মধ্যেই একমঞ্চে মোদি মমতা

কলকাতা, ২ জানুয়ারি : CAA নিয়ে কেন্দ্র ও রাজ্যের সঙ্গে যুদ্ধ আবহের মধ্যেই একই মঞ্চে থাকতে চলেছেন নরেন্দ্র মোদি এবং মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১২ জনুয়ারি কলকাতার পোর্ট ট্রাস্টের ১৫০ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে পারেন তাঁরা। সরকারি অনুষ্ঠানে এই দুই যুযুধান রাজনৈতিক ব্যক্তিত্বের মঞ্চ ভাগের দিকে তাকিয়ে থাকবে গোটা রাজনৈতিক মহল।




Body:CAA নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে যুদ্ধ জারি রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদস্বরূপ লাগাতার মিটিং-মিছিল করে চলেছেন তিনি। মোদি সরকারের বিরুদ্ধে এক হয়ে আন্দোলন চালানোর জন্য অন্যান্য রাজ্যগুলিকেও আহ্বান জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। এমতাবস্থায় একমঞ্চে মোদি - মমতার উপস্থিতি বেশ তাৎপর্যপূর্ণ।
মাত্র দু'দিনের ঝটিকা সফরে কলকাতায় আসছেন নরেন্দ্র মোদি। উত্তরবঙ্গে একটি জনসভা করতে পারেন তিনি। এছাড়া রাজারহাটে ক্যান্সার হাসপাতালেরও উদ্বোধন করতে পারেন মোদি। জানা গেছে, কলকাতা পোর্ট ট্রাস্ট কর্তৃপক্ষ অনেক আগে থেকেই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে রেখেছিলেন। প্রোট ট্রাস্টের আমন্ত্রণে ১২ জানুয়ারি ১৫০ বছর পূর্তির অনুষ্ঠানে হাজির থাকবেন মোদি। একইরকমভাবে আমন্ত্রণপত্র পৌঁছেছে মুখ্যমন্ত্রীর দরবারেও । পোর্ট ট্রাস্টের আমন্ত্রণ মুখ্যমন্ত্রীও রক্ষা করবেন বলে জানা গিয়েছে । সেইমতো, কলকাতা পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানের একই মঞ্চে হাজির থাকতে পারেন মোদি - মমতা।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.