ETV Bharat / state

Heavy Rain Alert: বাংলায় ভারী বৃষ্টিপাতের ভ্রুকুটি, জেলা প্রশাসনকে সতর্ক করল নবান্ন - নবান্ন

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে নিম্নচাপের কারণে ভারী বৃষ্টি হতে পারে ৷ এই পরিস্থিতি মোকাবিলায় আগে থেকেই জেলাপ্রশাসনকে সতর্ক করল নবান্ন ৷ মঙ্গলবার এই বিষয়ে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷

Etv Bharat
ভারী বৃষ্টিপাতের ভ্রুকুটি, সতর্ক করল নবান্ন
author img

By

Published : Aug 1, 2023, 10:34 PM IST

Updated : Aug 1, 2023, 10:59 PM IST

কলকাতা, 1 অগস্ট: বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। এই অবস্থায় জেলা প্রশাসনকে সতর্ক করা হল নবান্নের তরফে । সতর্ক থাকতে বলা হয়েছে কলকাতা পৌরনিগমকেও। আবহাওয়া দফতরের পূর্বাভাস পাওয়ার পরেই নবান্নে জেলা আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ভার্চুয়াল এই বৈঠকে দক্ষিণবঙ্গের জেলাগুলিকেও সতর্ক করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বুধবার অর্থাৎ 2 অগস্ট রাজ্যের 16টি জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশও দিয়েছেন মুখ্যসচিব। একইসঙ্গে বিপর্যয় মোকাবিলা দফতরকেও প্রস্তুত থাকার কথা বলেছেন তিনি।

জানা গিয়েছে, নিম্নচাপটি উত্তর বঙ্গোপসাগরে মাঝামাঝি এলাকায় অবস্থান করছে ৷ ক্রমশ সরে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে চলে যাবে ঘণ্টায় 6 কিলোমিটার গতিবেগে ৷ ক্রমশ নিম্নচাপটি বাংলাদেশ উপকূলের দিকে সরে যাবে বলে জানা গিয়েছে ৷ এর প্রভাবে উপকূল সংলগ্ন এলাকায় হাওয়ার গতিবেগ বাড়বে ৷ উত্তর বঙ্গোপসাগর এলাকার সমুদ্র উপকূলে 45 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে ৷

উল্লেখ্য, এই নিম্নচাপের জেরে মঙ্গলবার দুপুর থেকেই কলকাতা, দুই 24 পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে ৷ ইতিমধ্যেই, পূর্ব মেদিনীপুরে বজ্রপাতের কারণে মৃত্যু হয়েছে তিন জনের ৷ গুরতর আহত হয়েছেন আরও একজন ৷ ফলে দুর্যোগ এড়াতে বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে ৷ পাশাপাশি বুধবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হুগলি, দুই বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতেও । বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও ৷

আরও পড়ুন: শহরজুড়ে মেঘের ঘনঘটা, নামল ঝমঝমিয়ে বৃষ্টি

কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে অনুমান হাওয়া অফিসের। বৃহস্পতিবার থেকে নিম্নচাপটি ক্রমশ সরে যাবে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে। এই অবস্থায় সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতে বৃহস্পতিবারও ঝড়-বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷

কলকাতা, 1 অগস্ট: বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। এই অবস্থায় জেলা প্রশাসনকে সতর্ক করা হল নবান্নের তরফে । সতর্ক থাকতে বলা হয়েছে কলকাতা পৌরনিগমকেও। আবহাওয়া দফতরের পূর্বাভাস পাওয়ার পরেই নবান্নে জেলা আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ভার্চুয়াল এই বৈঠকে দক্ষিণবঙ্গের জেলাগুলিকেও সতর্ক করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বুধবার অর্থাৎ 2 অগস্ট রাজ্যের 16টি জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশও দিয়েছেন মুখ্যসচিব। একইসঙ্গে বিপর্যয় মোকাবিলা দফতরকেও প্রস্তুত থাকার কথা বলেছেন তিনি।

জানা গিয়েছে, নিম্নচাপটি উত্তর বঙ্গোপসাগরে মাঝামাঝি এলাকায় অবস্থান করছে ৷ ক্রমশ সরে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে চলে যাবে ঘণ্টায় 6 কিলোমিটার গতিবেগে ৷ ক্রমশ নিম্নচাপটি বাংলাদেশ উপকূলের দিকে সরে যাবে বলে জানা গিয়েছে ৷ এর প্রভাবে উপকূল সংলগ্ন এলাকায় হাওয়ার গতিবেগ বাড়বে ৷ উত্তর বঙ্গোপসাগর এলাকার সমুদ্র উপকূলে 45 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে ৷

উল্লেখ্য, এই নিম্নচাপের জেরে মঙ্গলবার দুপুর থেকেই কলকাতা, দুই 24 পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে ৷ ইতিমধ্যেই, পূর্ব মেদিনীপুরে বজ্রপাতের কারণে মৃত্যু হয়েছে তিন জনের ৷ গুরতর আহত হয়েছেন আরও একজন ৷ ফলে দুর্যোগ এড়াতে বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে ৷ পাশাপাশি বুধবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হুগলি, দুই বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতেও । বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও ৷

আরও পড়ুন: শহরজুড়ে মেঘের ঘনঘটা, নামল ঝমঝমিয়ে বৃষ্টি

কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে অনুমান হাওয়া অফিসের। বৃহস্পতিবার থেকে নিম্নচাপটি ক্রমশ সরে যাবে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে। এই অবস্থায় সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতে বৃহস্পতিবারও ঝড়-বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷

Last Updated : Aug 1, 2023, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.