ETV Bharat / state

প্রকল্পের সুবিধার রিপোর্ট তলব কেন্দ্রের, তথ্য দিতে নারাজ রাজ্য - Nabanna

কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা রাজ্যবাসী পাচ্ছে কি না বা কেমন সুবিধা পাচ্ছে, কীভাবে পাচ্ছে । এ সম্পর্কিত তথ্য কেন্দ্রের তরফে রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছে । তবে নবান্ন এই তথ্য দেবে না বলেই জানা গেছে ।

Nabanna
নবান্ন
author img

By

Published : Jan 18, 2020, 12:10 PM IST

কলকাতা, 18 জানুয়ারি : কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা রাজ্যবাসী পায় কি না তা নিয়ে চিঠি এসেছে নবান্নে । সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যের কাছে বিস্তারিত তথ্যসমেত জানতে চাওয়া হয়েছে, কিষান বিকাশ যোজনার মতো কেন্দ্রের প্রকল্পগুলির সুবিধা রাজ্যবাসী পাচ্ছে কি না বা কেমন সুবিধা পাচ্ছে, কীভাবে পাচ্ছে । এ সম্পর্কিত কোনও তথ্য নবান্ন দেবে না বলেই জানা গেছে । যার জেরে ফের একবার সামনে আসতে চলেছে কেন্দ্র-রাজ্য সংঘাত ৷

লোকসভা নির্বাচনের পূর্বে রাজ্যে প্রচারে এসে একাধিকবার কেন্দ্রের প্রকল্প রাজ্যবাসী পাচ্ছে না বলে অভিযোগ তোলেন মোদি-শাহ । নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পরও একই কথা বলেছেন দু'জনে । একই অভিযোগ তুলেছেন রাজ্যপালও । 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্মবার্ষিকীতে এসে ফের প্রধানমন্ত্রী অভিযোগ তোলেন, কেন্দ্রের একাধিক প্রকল্পের সুবিধা পাচ্ছে না বাংলা । কাঠগড়ায় তোলা হয় রাজ্য সরকারকে । সেই নিয়েই এবার নবান্নের কাছে তথ্য চেয়ে পাঠাল কেন্দ্র । যা নিয়ে আবারও কেন্দ্র-রাজ্য সংঘাত তৈরি হওয়ার পথে ।

কেন্দ্রীয় সরকারে বিভিন্ন প্রকল্পের সুবিধা নিয়ে রাজ্যকে চিঠি কেন্দ্রের

প্রধানমন্ত্রী কিষান বিকাশ যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, অন্ত্যোদয় যোজনাসহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা রাজ্য সরকারের মাধ্যম দিয়ে পেয়ে চলেছে সব রাজ্য । ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্যগুলির কাছ থেকে সামাজিক প্রকল্পগুলির বিস্তারিত খতিয়ান নেওয়ার কাজ শুরু হয়েছে । সেইমতো এ রাজ্যের কাছেও কেন্দ্রীয় সরকারের তরফে জানতে চাওয়া হয়েছে একদম সাধারণ মানুষ থেকে প্রান্তিক এলাকার মানুষগুলো আদৌ এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না ।

100 দিনের কাজসহ বেশ কয়েকটি প্রকল্পে গোটা দেশের মধ্যে শীর্ষ স্থান পেয়েছে বাংলা । এমনকি পরপর কৃষিকর্মণ পুরস্কার পেয়ে চলেছে রাজ্য । এমতাবস্থায় রাজ্যের মানুষের পরিষেবা সংক্রান্ত তথ্য কেন্দ্রে হাতে তুলে দিতে চাইছে না নবান্ন ।

কলকাতা, 18 জানুয়ারি : কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা রাজ্যবাসী পায় কি না তা নিয়ে চিঠি এসেছে নবান্নে । সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যের কাছে বিস্তারিত তথ্যসমেত জানতে চাওয়া হয়েছে, কিষান বিকাশ যোজনার মতো কেন্দ্রের প্রকল্পগুলির সুবিধা রাজ্যবাসী পাচ্ছে কি না বা কেমন সুবিধা পাচ্ছে, কীভাবে পাচ্ছে । এ সম্পর্কিত কোনও তথ্য নবান্ন দেবে না বলেই জানা গেছে । যার জেরে ফের একবার সামনে আসতে চলেছে কেন্দ্র-রাজ্য সংঘাত ৷

লোকসভা নির্বাচনের পূর্বে রাজ্যে প্রচারে এসে একাধিকবার কেন্দ্রের প্রকল্প রাজ্যবাসী পাচ্ছে না বলে অভিযোগ তোলেন মোদি-শাহ । নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পরও একই কথা বলেছেন দু'জনে । একই অভিযোগ তুলেছেন রাজ্যপালও । 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্মবার্ষিকীতে এসে ফের প্রধানমন্ত্রী অভিযোগ তোলেন, কেন্দ্রের একাধিক প্রকল্পের সুবিধা পাচ্ছে না বাংলা । কাঠগড়ায় তোলা হয় রাজ্য সরকারকে । সেই নিয়েই এবার নবান্নের কাছে তথ্য চেয়ে পাঠাল কেন্দ্র । যা নিয়ে আবারও কেন্দ্র-রাজ্য সংঘাত তৈরি হওয়ার পথে ।

কেন্দ্রীয় সরকারে বিভিন্ন প্রকল্পের সুবিধা নিয়ে রাজ্যকে চিঠি কেন্দ্রের

প্রধানমন্ত্রী কিষান বিকাশ যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, অন্ত্যোদয় যোজনাসহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা রাজ্য সরকারের মাধ্যম দিয়ে পেয়ে চলেছে সব রাজ্য । ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্যগুলির কাছ থেকে সামাজিক প্রকল্পগুলির বিস্তারিত খতিয়ান নেওয়ার কাজ শুরু হয়েছে । সেইমতো এ রাজ্যের কাছেও কেন্দ্রীয় সরকারের তরফে জানতে চাওয়া হয়েছে একদম সাধারণ মানুষ থেকে প্রান্তিক এলাকার মানুষগুলো আদৌ এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না ।

100 দিনের কাজসহ বেশ কয়েকটি প্রকল্পে গোটা দেশের মধ্যে শীর্ষ স্থান পেয়েছে বাংলা । এমনকি পরপর কৃষিকর্মণ পুরস্কার পেয়ে চলেছে রাজ্য । এমতাবস্থায় রাজ্যের মানুষের পরিষেবা সংক্রান্ত তথ্য কেন্দ্রে হাতে তুলে দিতে চাইছে না নবান্ন ।

Intro:কলকাতা, ১৭ জানুয়ারি : এবারে সামাজিক প্রকল্পকে কেন্দ্র করে কেন্দ্র-রাজ্য জোর সংঘাত বাধতে চলছে। সূত্রের খবর, কেন্দ্র সরকার তরফ থেকে রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছে, কেন্দ্রের দেওয়া সামাজিক প্রকল্পগুলির সুবিধা সাধারণ পাচ্ছে কিনা। কেমন সুবিধা পাচ্ছে , তা কীভাবে পাচ্ছে। বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। নবান্ন এ সম্পর্কিত কোনও তথ্য দেবে না বলেই জানা গিয়েছে।


Body:বাংলার বাড়ি, সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা রাজ্য সরকারের মাধ্যম দিয়ে পেয়ে চলেছে রাজ্যের সাধারণ মানুষ। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার তরফ থেকে রাজ্যগুলির কাছ থেকে সামাজিক প্রকল্পগুলির বিস্তারিত খতিয়ান নেওয়ার কাজ শুরু হয়েছে। সেইমতো এ রাজ্যের কাছেও কেন্দ্রীয় সরকারের থেকে জানতে চাওয়া হয়েছে একদম সাধারণ মানুষ থেকে প্রান্তিক এলাকার মানুষগুলো আদৌ এই প্রকল্পের সুবিধা পাচ্ছে কিনা। সূত্রের খবর, নবান্ন তা জানাতে রাজি নয় কেন্দ্রকে । প্রসঙ্গত, বর্তমানে CAA বিরোধী তামাম আন্দোলন চলছে।CAA দিয়ে কেন্দ্র - রাজ্যের সংঘাতের আবহাওয়া অব্যাহত। এমতাবস্থায় সামাজিক প্রকল্পকে কেন্দ্র করে আবারো সংঘাত তৈরি হওয়ার পথে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.