ETV Bharat / state

পর্ণশ্রীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, আটক স্বামী - পর্ণশ্রীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, আটক স্বামী

গতরাতে রহস্যজনকভাবে মৃত্যু হয় তাঁর । পরিবারের লোকেদের অভিযোগ, ওই মহিলাকে খুন করেছে তার স্বামী ।

mysterious-death-at-parnashree
পর্ণশ্রীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, আটক স্বামী
author img

By

Published : Oct 20, 2020, 12:44 PM IST

কলকাতা, 20 অক্টোবর : রহস্যজনকভাবে মৃত মহিলা ৷ সন্দেহের তির স্বামীর দিকে ৷ মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে আটক করা হয় ওই ব্যক্তিকে ৷ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে ৷ ওই গৃহবধূর বয়স 52 বছর । তাঁর পরিবারের লোকেদের অভিযোগ, ওই ব্যক্তির সঙ্গে এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে । সেই সূত্রে গত তিন বছর ধরে ওই মহিলার উপর অকথ্য অত্যাচার চালানো হয় । এরপর গতরাতে রহস্যজনকভাবে মৃত্যু হয় তাঁর । পরিবারের লোকেদের অভিযোগ, ওই মহিলাকে খুন করেছে তাঁর স্বামী ।

পর্ণশ্রীর পরুই কাঁচা রোডের সুকুমার ঘোষ (নাম পরিবর্তিত) (61) ৷ 29 বছর আগে বিয়ে করেন রমা ঘোষ (নাম পরিবর্তিত) (52) । ভালোবেসে বিয়ে । তাদের কোনও সন্তান-সন্ততি ছিল না । সুকুমার পেশায় ইলেকট্রিক্যাল কন্ট্রাকটার । বছর 20 আগে অলোক দাস (নাম পরিবর্তিত) নামে এক যুবকের সঙ্গে আলাপ হয় তার । একসঙ্গে কাজ শুরু করেন অলোক ও সুকুমার । অলোক তখন থেকেই সুকুমারের বাড়িতে থাকতে শুরু করেন । এরপর বছর 9 আগে সুমনা (নাম পরিবর্তিত) নামে এক যুবতীর সঙ্গে অলোকের বিয়ে দেন সুকুমার ।

রমার পরিবারের লোকেদের অভিযোগ, গত তিন বছর ধরে অলোক, সুমনা ও সুকুমার শারীরিক এবং মানসিকভাবে তাকে অত্যাচার শুরু করে । কারণ হিসেবে তাদের দাবি, সুমনার সঙ্গে সুকুমারের অবৈধ সম্পর্ক তৈরি হয় । তা নিয়ে শুরু হয় সাংসারিক অশান্তি । বিষয়টি নিয়ে গত ভাদ্র মাসে রমার পরিবার থেকে পর্ণশ্রী থানায় একটি অভিযোগ দায়ের করা হয় । মূলত নির্যাতনের অভিযোগ ছিল । রমার পরিবারের লোকেদের দাবি, এই সময় পুলিশ সুকুমারকে পুরো বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য বলে । মাসখানেক আগে রমার পরিবারের লোকেরা অলোক ও সুমনাকে বাড়ি থেকে বের করে দেয় ।

অভিযোগ, তারপর রমার উপর অত্যাচার অনেকগুণ বেড়ে যায় । গতরাতে সুকুমার রমার ভাই কলকাতা ট্রাফিক পুলিশে কর্মরত অতনুকে ফোন করে জানায়, দিদির শ্বাসকষ্ট হচ্ছে । অতনুবাবু দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন । এরপর রাতে অতনুবাবু, রমার বোন বর্ণালী নন্দীরা সেখানে এসে দেখেন, বিছানার উপর শোয়ানো রয়েছে রমার নিথর দেহ ।

পর্ণশ্রীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, আটক স্বামী

অতনুবাবুদের অভিযোগ, এই মৃত্যু স্বাভাবিক নয় । রমাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে । তাদের দাবি, রমার কোনও শারীরিক সমস্যা ছিল না । শুধুমাত্র সুগার ছিল । এভাবে হঠাৎ শ্বাসকষ্ট হয়ে কারও মৃত্যু হতে পারে না । অন্যদিকে, সুকুমার জানিয়েছে, শ্বাসকষ্ট শুরু হওয়ার পর রমাকে নিয়ে যাওয়া হয়েছিল বিদ্যাসাগর হাসপাতলে । সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । স্থানীয় চিকিৎসকের কাছ থেকে ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য পরামর্শ দেন তারা । সেইমতো হাসপাতাল থেকে রমাকে বাড়ি নিয়ে চলে আসেন তিনি । যদিও হাসপাতালের চিকিৎসক এমনটা করতে পারেন বলে মানতে পারছেন না অতনুবাবু । তারা পর্ণশ্রী থানায় এই বিষয়টি নিয়ে খুনের অভিযোগ দায়ের করেছেন । তাদের অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে সুকুমারকে । পুলিশ জানিয়েছে, রমার দেহ আজ ময়নাতদন্ত করা হবে । তার পরেই জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ ।

কলকাতা, 20 অক্টোবর : রহস্যজনকভাবে মৃত মহিলা ৷ সন্দেহের তির স্বামীর দিকে ৷ মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে আটক করা হয় ওই ব্যক্তিকে ৷ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে ৷ ওই গৃহবধূর বয়স 52 বছর । তাঁর পরিবারের লোকেদের অভিযোগ, ওই ব্যক্তির সঙ্গে এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে । সেই সূত্রে গত তিন বছর ধরে ওই মহিলার উপর অকথ্য অত্যাচার চালানো হয় । এরপর গতরাতে রহস্যজনকভাবে মৃত্যু হয় তাঁর । পরিবারের লোকেদের অভিযোগ, ওই মহিলাকে খুন করেছে তাঁর স্বামী ।

পর্ণশ্রীর পরুই কাঁচা রোডের সুকুমার ঘোষ (নাম পরিবর্তিত) (61) ৷ 29 বছর আগে বিয়ে করেন রমা ঘোষ (নাম পরিবর্তিত) (52) । ভালোবেসে বিয়ে । তাদের কোনও সন্তান-সন্ততি ছিল না । সুকুমার পেশায় ইলেকট্রিক্যাল কন্ট্রাকটার । বছর 20 আগে অলোক দাস (নাম পরিবর্তিত) নামে এক যুবকের সঙ্গে আলাপ হয় তার । একসঙ্গে কাজ শুরু করেন অলোক ও সুকুমার । অলোক তখন থেকেই সুকুমারের বাড়িতে থাকতে শুরু করেন । এরপর বছর 9 আগে সুমনা (নাম পরিবর্তিত) নামে এক যুবতীর সঙ্গে অলোকের বিয়ে দেন সুকুমার ।

রমার পরিবারের লোকেদের অভিযোগ, গত তিন বছর ধরে অলোক, সুমনা ও সুকুমার শারীরিক এবং মানসিকভাবে তাকে অত্যাচার শুরু করে । কারণ হিসেবে তাদের দাবি, সুমনার সঙ্গে সুকুমারের অবৈধ সম্পর্ক তৈরি হয় । তা নিয়ে শুরু হয় সাংসারিক অশান্তি । বিষয়টি নিয়ে গত ভাদ্র মাসে রমার পরিবার থেকে পর্ণশ্রী থানায় একটি অভিযোগ দায়ের করা হয় । মূলত নির্যাতনের অভিযোগ ছিল । রমার পরিবারের লোকেদের দাবি, এই সময় পুলিশ সুকুমারকে পুরো বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য বলে । মাসখানেক আগে রমার পরিবারের লোকেরা অলোক ও সুমনাকে বাড়ি থেকে বের করে দেয় ।

অভিযোগ, তারপর রমার উপর অত্যাচার অনেকগুণ বেড়ে যায় । গতরাতে সুকুমার রমার ভাই কলকাতা ট্রাফিক পুলিশে কর্মরত অতনুকে ফোন করে জানায়, দিদির শ্বাসকষ্ট হচ্ছে । অতনুবাবু দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন । এরপর রাতে অতনুবাবু, রমার বোন বর্ণালী নন্দীরা সেখানে এসে দেখেন, বিছানার উপর শোয়ানো রয়েছে রমার নিথর দেহ ।

পর্ণশ্রীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, আটক স্বামী

অতনুবাবুদের অভিযোগ, এই মৃত্যু স্বাভাবিক নয় । রমাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে । তাদের দাবি, রমার কোনও শারীরিক সমস্যা ছিল না । শুধুমাত্র সুগার ছিল । এভাবে হঠাৎ শ্বাসকষ্ট হয়ে কারও মৃত্যু হতে পারে না । অন্যদিকে, সুকুমার জানিয়েছে, শ্বাসকষ্ট শুরু হওয়ার পর রমাকে নিয়ে যাওয়া হয়েছিল বিদ্যাসাগর হাসপাতলে । সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । স্থানীয় চিকিৎসকের কাছ থেকে ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য পরামর্শ দেন তারা । সেইমতো হাসপাতাল থেকে রমাকে বাড়ি নিয়ে চলে আসেন তিনি । যদিও হাসপাতালের চিকিৎসক এমনটা করতে পারেন বলে মানতে পারছেন না অতনুবাবু । তারা পর্ণশ্রী থানায় এই বিষয়টি নিয়ে খুনের অভিযোগ দায়ের করেছেন । তাদের অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে সুকুমারকে । পুলিশ জানিয়েছে, রমার দেহ আজ ময়নাতদন্ত করা হবে । তার পরেই জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.