কলকাতা, 12 জুলাই : নিউ আলিপুরের ই ব্লকের একটি বাড়ি থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় এক নাবালিকাকে ৷ এরপর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ তার গলায় দাগও পাওয়া গেছে ৷ পরিবারের বক্তব্য, ভূতের ভয়েই ওই নাবালিকার মৃত্যু হয়েছে ৷ তার মৃত্যু ঘিরে ঘনীভূত হয়েছে রহস্য ৷ তবে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ ভূতের তত্ত্ব মানতে নারাজ ৷
মৃতার পরিবারের সদস্যদের বক্তব্য, শুক্রবার দুপুর তিনটে নাগাদ জানালা দিয়ে কিছু একটা দেখে ভয় পেয়ে যায় ওই নাবালিকা ৷ এরপরই অচৈতন্য হয়ে যায় সে ৷ বিকেল 4টে 20 নাগাদ পরিবারের সদস্যরা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় ৷
যে চিকিৎসক ওই নাবালিকাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন, তিনি পরিবারের আচরণে অসঙ্গতি লক্ষ্য করেছেন ৷ পরিবারের তরফে দেহ হস্তান্তরের জন্য চাপ দেওয়া হলেও তা না দিয়ে তিনি হাসপাতালের পুলিশ আউটপোস্টে খবর দেন ৷
এরপর ওই নাবালিকার ময়নাতদন্ত করা হয় ৷ প্রাথমিক রিপোর্টে জানা যায়, ওই নাবালিকার গলায় একটি দাগ রয়েছে ৷ দাগটি আঙুলের কি না তা এখনও স্পষ্ট নয় । তবে কাউকে গলা টিপে খুন করার জন্য যতটা বলপ্রয়োগ করতে হয় তা অতটা গভীর নয় ৷
প্রাথমিক তদন্তে ওই নাবালিকার মায়ের অবৈধ সম্পর্কের বিষয়ে জানতে পেরেছে পুলিশ ৷ বয়ানে অসঙ্গতি থাকায় নাবালিকার মা ও তার প্রেমিককে আটক করেছে নিউ আলিপুর থানার পুলিশ ৷