কলকাতা, 10 নভেম্বর : নন্দীগ্রাম দিবসের অনুষ্ঠানে যোগদান করতে যাওয়ার সময় মাঝেরহাট ব্রিজ পরিদর্শন করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম । মাঝেরহাট ব্রিজ পুনর্নির্মাণের কাজ প্রায় সম্পূর্ণ হওয়ার মুখে । এই ব্রিজ পুনর্নির্মাণের কাজ প্রায় 90 শতাংশ শেষ হয়ে গিয়েছে ।
গতকাল মাঝেরহাট ব্রিজ পরিদর্শন করার পর ফিরহাদ হাকিম বলেন,"যেদিন এই ব্রিজ ভেঙে পড়েছিল সেদিন আমি উপস্থিত ছিলাম । চারিদিক স্তব্ধ হয়ে গিয়েছিল । এক অন্ধকারময় অভিশপ্ত দিন ছিল । আজ আবার মাজেরহাট ব্রিজকে দেখে অত্যন্ত আনন্দিত হচ্ছি । আমরা সবাই অপেক্ষা করছি কবে মাননীয়া মুখ্যমন্ত্রী এই মাজেরহাট ব্রিজের শুভ সূচনা করবে ।"
দ্বিতীয় বিদ্যাসাগর সেতুর আদলে চার লাইনে মাঝেরহাট ব্রিজ তৈরি করা হয়েছে । সুইৎজ়ারল্যান্ড থেকে বিশেষ ক্ষমতা সম্পন্ন কেবল আনানো হয়েছে । 84 মেট্রিক টন এই কেবল এই ব্রিজের 6টি স্তম্ভের মধ্যে ব্যবহার করা হয়েছে । ব্রিজের ওজন ধরে রাখতে সাহায্য করবে এই বিশেষ ক্ষমতা সম্পন্ন কেবলগুলি । ব্রিজের কাজ প্রায় শেষ হয়ে এসেছে । মাটি লেবেলিং-এর কাজ চলছে জোরকদমে । এরপর স্ট্রিট লাইট লাগানো হলেই উদ্বোধন করা হবে এই ব্রিজটির ।
2018 সালে 4 সেপ্টেম্বর দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজটি । এই ঘটনায় একজন মারা যান । অনেকে গুরুতর আহত হন । এরপর রাজ্য সরকার ব্রিজটি মেরামতের সিদ্ধান্ত নেয় ।