ETV Bharat / state

রাজীব কুমার কোথায় বলতে পারেন একমাত্র মমতা : মুকুল

রাজীব কুমার ইশুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ মুকুল রায়ের ৷ আজ BJP দপ্তরে তিনি বলেন, "রাজীব কুমার কোথায় আছে সেটা রাজ্যের স্বারাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন ।

মুকুল রায়
author img

By

Published : Sep 16, 2019, 8:58 PM IST

Updated : Sep 16, 2019, 9:57 PM IST

কলকাতা, 16 সেপ্টেম্বর : রাজীব কুমার ইশুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ মুকুল রায়ের ৷ আজ BJP দপ্তরে তিনি বলেন, "রাজীব কুমার কোথায় আছে সেটা রাজ্যের স্বারাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন । CBI-এর অর্ডারের কারণে রাজীব কুমার রাজ্য ছেড়ে যেতে পারবেন না । তা হলে রাজীব কুমার পশ্চিমবঙ্গের ভিতরেই আছেন । আইন-শৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর ৷ তার পরের দায়িত্ব অনুজ শর্মার । অতিরিক্ত আইন-শৃঙ্খলার দায়িত্বে আছেন জ্ঞানবন্ত সিং । তাই স্বাভাবিক ভাবে প্রশ্নটার জবাব তাঁরাই দেবেন ।"

দু'দিন কেটে গেলেও রাজীব কুমারকে ধরতে পারেনি CBI । তবে কি CBI-এর সঙ্গে লুকোচুরি খেলছেন রাজীব কুমার? উত্তরে মুকুলবাবু জানান, CBI-এর সঙ্গে রাজীব কুমার যেটা করছেন, তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো বলতে পারবেন ।"

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর বাড়িতে আছেন রাজীব কুমার : মুকুল রায়

এদিকে, আগামীকাল দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে । রাজ্যের উন্নয়ন সংক্রান্ত ইশু নিয়ে দু'জনের আলোচনা হতে পারে । এপ্রসঙ্গে মুকুল রায় বলেন, "সাংবিধানিক পরিকাঠামোয় একজন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারেন । এবার প্রধানমন্ত্রী তাঁকে সময় দেবেন কি না সেটা সম্পূর্ণ প্রধানমন্ত্রীর বিষয় । পার্টির কোনও সম্পর্ক থাকতে পারে না ৷" তিনি আরও বলেন, "আগে তো উনি মোদিজির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন । এখন কেন দেখা করতে চাইছেন, উনিই বলতে পারবেন । আমি এ বিষয়ে মন্তব্যে রাজি নয় ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

কলকাতা, 16 সেপ্টেম্বর : রাজীব কুমার ইশুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ মুকুল রায়ের ৷ আজ BJP দপ্তরে তিনি বলেন, "রাজীব কুমার কোথায় আছে সেটা রাজ্যের স্বারাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন । CBI-এর অর্ডারের কারণে রাজীব কুমার রাজ্য ছেড়ে যেতে পারবেন না । তা হলে রাজীব কুমার পশ্চিমবঙ্গের ভিতরেই আছেন । আইন-শৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর ৷ তার পরের দায়িত্ব অনুজ শর্মার । অতিরিক্ত আইন-শৃঙ্খলার দায়িত্বে আছেন জ্ঞানবন্ত সিং । তাই স্বাভাবিক ভাবে প্রশ্নটার জবাব তাঁরাই দেবেন ।"

দু'দিন কেটে গেলেও রাজীব কুমারকে ধরতে পারেনি CBI । তবে কি CBI-এর সঙ্গে লুকোচুরি খেলছেন রাজীব কুমার? উত্তরে মুকুলবাবু জানান, CBI-এর সঙ্গে রাজীব কুমার যেটা করছেন, তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো বলতে পারবেন ।"

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর বাড়িতে আছেন রাজীব কুমার : মুকুল রায়

এদিকে, আগামীকাল দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে । রাজ্যের উন্নয়ন সংক্রান্ত ইশু নিয়ে দু'জনের আলোচনা হতে পারে । এপ্রসঙ্গে মুকুল রায় বলেন, "সাংবিধানিক পরিকাঠামোয় একজন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারেন । এবার প্রধানমন্ত্রী তাঁকে সময় দেবেন কি না সেটা সম্পূর্ণ প্রধানমন্ত্রীর বিষয় । পার্টির কোনও সম্পর্ক থাকতে পারে না ৷" তিনি আরও বলেন, "আগে তো উনি মোদিজির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন । এখন কেন দেখা করতে চাইছেন, উনিই বলতে পারবেন । আমি এ বিষয়ে মন্তব্যে রাজি নয় ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য
Intro:16-09-19



সুজয় ঘোষ, কলকাতা



কলকাতা: "রাজীব কুমার কোথায় আছে সেটা স্বারাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন" আজ বিজেপির রাজ্য দপ্তরে এই মন্তব্য করেন বিজেপির নির্বাচণ কমিটির আহ্বায়ক মুকুল রায়।


CBI এর অর্ডারে রাজীব কুমারে রাজ্য ছেড়ে যেতে পারেবে না। তা হলে রাজীব কুমার পশ্চিমবঙ্গের ভিতরে আছে। তা হলে প্রথম দায়িত্ব রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। তার পরের দায়িত্ব DGP অনুজ শর্মা। অতিরিক্ত আইন শৃঙখলার দায়িত্বে আছে জ্ঞানবন্ত সিং। তাই স্বাভাবিক ভাবে প্রশ্নটা তারাই জবাব দেবে বলে জানান মুকুল রায়।


CBI এর সঙ্গে কী লুকচুরি খেলছে রাজীব কুমার?


CBI এর সঙ্গে রাজীব কুমার যেটা করছে। সেই বিষয়টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো বলতে পারবেন.। অনেক ক্ষেত্রে অভিযুক্তদের ধরতে CBI এর অনেক টাইম লেগে যায়।


মুখ্যমন্ত্রী - প্রধানমন্ত্রী স্বাক্ষাত নিয়ে মুকুল রায় বলেন, " সাংবিধানিক পরিকাঠামোয় একজন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারেন। এবার প্রধানমন্ত্রী তাকে সময় দেবে কী না সেটা সম্পূন প্রধানমন্ত্রীর বিষয়। এটা সঙ্গে পাটির কোনও বিষয় নেই"









Body:কপিConclusion:
Last Updated : Sep 16, 2019, 9:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.