ETV Bharat / state

হাজার ওয়াটের আলোর মধ্যেও নিষ্প্রভ মুকুল...

author img

By

Published : Jun 11, 2021, 8:18 PM IST

আদৌ কী দলে পুরানো অবস্থান ফিরে পাবেন মুকুল ? পাশ থেকে কে একজন যেন বলে উঠল, মুকুলের পুরানো জমানা শেষ । দেখছিস না কেমন নিষ্প্রভ লাগছে মুকুলকে ।

মুকুল রায়
মুকুল রায়

কলকাতা, 11 জুন : বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তৃণমূলে যোগ দিচ্ছেন । সকাল থেকেই হই হই ব্যাপার । তৃণমূল ভবনের সামনে সংবাদমাধ্যমের ভিড় । ইতি উতি আলোচনা -- কী মোক্ষম চালটাই না দিয়েছেন তৃণমূল সুপ্রিমো । এবার বিজেপিও বুঝবে মমতা বন্দ্যোপাধ্যায় কী !

ঘড়ির কাঁটায় দুটো বেজে পঁচিশ মিনিট । তৃণমূল ভবনে এসে পৌঁছাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজোয়া কনভয় । তারপর মিনিট পাঁচ কি সাতের ব্যবধান । তৃণমূল ভবনে পৌঁছালেন মুকুল রায় । তৃণমূল ভবনের সামনে তখন জনা পঞ্চাশেক মানুষের ভিড় । অধিকাংশই অতি উৎসাহী তৃণমূল কর্মী ।

একদা দলের চাণক্য বলে পরিচিত মুকুল রায় আবার ঘরে ফিরে আসায় তাঁরা খুশি । তাঁদের কেউ এসেছেন হাতে মিষ্টি নিয়ে । আবার কারও হাতে ফুলের তোড়া । ভাবটা এমন যেন মুকুল রায়কে সাদর অভ্যর্থনা জানাবেন তাঁরাই । কিন্তু এই সমর্থকদের কাছে ঘেঁষার আগেই নিরাপত্তারক্ষীদের বেষ্টনী পেরিয়ে তৃণমূল ভবনের ভিতরে চলে গেলেন মুকুল ।

বাইরে তখন আলোচনা -- সঙ্গে কি হাপুন (শুভ্রাংশু) আছেন ? সব্যসাচীরাও আজ আসছেন ? এর মধ্যেই তৃণমূল কংগ্রেসের মিডিয়া গ্রুপ থেকে জানিয়ে দেওয়া হল সাড়ে তিনটের বদলে সাংবাদিক বৈঠক হবে সাড়ে চারটেয় । জল্পনা আরও বাড়ল । তবে কি আজ আরও কেউ যোগ দেবেন ? কার জন্য অপেক্ষা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ? কিন্তু সে সব উত্তর দেওয়ার জন্য কেউ নেই ।

আরও পড়ুন : পাখির চোখ 2024, তাওয়া গরম থাকতেই বিজেপিকে আঘাতের রণকৌশল মমতার

এদিকে যত সময় যাচ্ছে বাইপাসের ধারে তৃণমূলের সদর দফতরটিতে বাড়ছে তৎপরতা । অবশেষে চারটে পঁচিশ । তৃণমূল ভবনে মিডিয়া সেন্টারের দরজা ঠেলে ভেতরে ঢুকলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । পিছন পিছন ভিতরে এলেন সুব্রত বক্সি, সুব্রত মুখোপাধ্যায়, জাভেদ খান, ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

সংবাদমাধ্যমকে তখন কে রুখবে ? সকলেই যত গলার জোর আছে চিৎকার করে বড় খবরের জানান দিচ্ছেন । ভেতরে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় ও তাঁর ছেলে শুভ্রাংশু রায় । কেমন যেন মনমরা দেখতে লাগছিল মুকুল রায়কে । সাংবাদিক সম্মেলন শুরু হল ।

প্রথমে পার্থ চট্টোপাধ্যায় । তারপর দলনেত্রী । তারপর মুকুল রায় । কিন্তু তৃণমূলের চাণক্যের শরীরী ভাষায় আগেকার সেই চমক নেই । নেই সেই চিরপরিচিত হাসি । মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, শরীর ভাল নয় মুকুল রায়ের । কিছু বললেন না সাবেক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ।

আরও পড়ুন : শুভেন্দুর নাম উঠতেই সাংবাদিক বৈঠকে ইতি টানলেন মমতা

সাংবাদিকরা অনেকেই প্রশ্ন করলেন, যোগ দেওয়ার পর কোন পদে তাঁকে ব্যবহার করবেন তৃণমূল নেত্রী । সাংবাদিকদের থামিয়ে মুকুল বোঝানোর চেষ্টা করলেন, পদ নয় পুরানো দলে তিনি ফেরত আসতে পেরেছেন, সেটাই অনেক । চোখ মুখ দেখে মনে হচ্ছিল, পুরানো দলে হয়ত দম বন্ধ হয়ে আসছিল তাঁর । তাই বিনা পদে তৃণমূলে যুক্ত হতে পেরেও তিনি খুশি ।

কিন্তু সাংবাদিকরা মুকুল রায়ের মানা শুনবে কেন ? বিজেপির এত বড় নেতা তৃণমূলে । তাঁকে কী কাজে ব্যবহার করা হবে তা জানতে আগ্রহী ছিলেন সাংবাদিকরা । খোলসা করে বললেন না দলনেত্রী । শুধু বললেন, তাঁকে দল সঠিক জায়গায় ব্যবহার করবে । বোঝাই যাচ্ছিল, একসময় যিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের দুই নম্বর ব্যক্তি । আজ তারই কিনা এই পরিণতি । হয়ত কিছুই করার নেই তাঁর । তাই যা ঘটছে সব মেনে নিলেন । সাংবাদিক সম্মেলন শেষ ঘড়ির কাটায় বিকেল পাঁচটা বাজতে পাঁচ মিনিট । সাংবাদিকদের মধ্যে মুকুলকে নিয়ে আলোচনা -- আদৌ কী দলে পুরানো অবস্থান ফিরে পাবেন মুকুল । পাশ থেকে কে একজন যেন বলে উঠল, মুকুলের পুরনো জমানা শেষ । দেখছিস না কেমন নিষ্প্রভ লাগছে মুকুলকে ।

কলকাতা, 11 জুন : বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তৃণমূলে যোগ দিচ্ছেন । সকাল থেকেই হই হই ব্যাপার । তৃণমূল ভবনের সামনে সংবাদমাধ্যমের ভিড় । ইতি উতি আলোচনা -- কী মোক্ষম চালটাই না দিয়েছেন তৃণমূল সুপ্রিমো । এবার বিজেপিও বুঝবে মমতা বন্দ্যোপাধ্যায় কী !

ঘড়ির কাঁটায় দুটো বেজে পঁচিশ মিনিট । তৃণমূল ভবনে এসে পৌঁছাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজোয়া কনভয় । তারপর মিনিট পাঁচ কি সাতের ব্যবধান । তৃণমূল ভবনে পৌঁছালেন মুকুল রায় । তৃণমূল ভবনের সামনে তখন জনা পঞ্চাশেক মানুষের ভিড় । অধিকাংশই অতি উৎসাহী তৃণমূল কর্মী ।

একদা দলের চাণক্য বলে পরিচিত মুকুল রায় আবার ঘরে ফিরে আসায় তাঁরা খুশি । তাঁদের কেউ এসেছেন হাতে মিষ্টি নিয়ে । আবার কারও হাতে ফুলের তোড়া । ভাবটা এমন যেন মুকুল রায়কে সাদর অভ্যর্থনা জানাবেন তাঁরাই । কিন্তু এই সমর্থকদের কাছে ঘেঁষার আগেই নিরাপত্তারক্ষীদের বেষ্টনী পেরিয়ে তৃণমূল ভবনের ভিতরে চলে গেলেন মুকুল ।

বাইরে তখন আলোচনা -- সঙ্গে কি হাপুন (শুভ্রাংশু) আছেন ? সব্যসাচীরাও আজ আসছেন ? এর মধ্যেই তৃণমূল কংগ্রেসের মিডিয়া গ্রুপ থেকে জানিয়ে দেওয়া হল সাড়ে তিনটের বদলে সাংবাদিক বৈঠক হবে সাড়ে চারটেয় । জল্পনা আরও বাড়ল । তবে কি আজ আরও কেউ যোগ দেবেন ? কার জন্য অপেক্ষা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ? কিন্তু সে সব উত্তর দেওয়ার জন্য কেউ নেই ।

আরও পড়ুন : পাখির চোখ 2024, তাওয়া গরম থাকতেই বিজেপিকে আঘাতের রণকৌশল মমতার

এদিকে যত সময় যাচ্ছে বাইপাসের ধারে তৃণমূলের সদর দফতরটিতে বাড়ছে তৎপরতা । অবশেষে চারটে পঁচিশ । তৃণমূল ভবনে মিডিয়া সেন্টারের দরজা ঠেলে ভেতরে ঢুকলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । পিছন পিছন ভিতরে এলেন সুব্রত বক্সি, সুব্রত মুখোপাধ্যায়, জাভেদ খান, ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

সংবাদমাধ্যমকে তখন কে রুখবে ? সকলেই যত গলার জোর আছে চিৎকার করে বড় খবরের জানান দিচ্ছেন । ভেতরে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় ও তাঁর ছেলে শুভ্রাংশু রায় । কেমন যেন মনমরা দেখতে লাগছিল মুকুল রায়কে । সাংবাদিক সম্মেলন শুরু হল ।

প্রথমে পার্থ চট্টোপাধ্যায় । তারপর দলনেত্রী । তারপর মুকুল রায় । কিন্তু তৃণমূলের চাণক্যের শরীরী ভাষায় আগেকার সেই চমক নেই । নেই সেই চিরপরিচিত হাসি । মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, শরীর ভাল নয় মুকুল রায়ের । কিছু বললেন না সাবেক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ।

আরও পড়ুন : শুভেন্দুর নাম উঠতেই সাংবাদিক বৈঠকে ইতি টানলেন মমতা

সাংবাদিকরা অনেকেই প্রশ্ন করলেন, যোগ দেওয়ার পর কোন পদে তাঁকে ব্যবহার করবেন তৃণমূল নেত্রী । সাংবাদিকদের থামিয়ে মুকুল বোঝানোর চেষ্টা করলেন, পদ নয় পুরানো দলে তিনি ফেরত আসতে পেরেছেন, সেটাই অনেক । চোখ মুখ দেখে মনে হচ্ছিল, পুরানো দলে হয়ত দম বন্ধ হয়ে আসছিল তাঁর । তাই বিনা পদে তৃণমূলে যুক্ত হতে পেরেও তিনি খুশি ।

কিন্তু সাংবাদিকরা মুকুল রায়ের মানা শুনবে কেন ? বিজেপির এত বড় নেতা তৃণমূলে । তাঁকে কী কাজে ব্যবহার করা হবে তা জানতে আগ্রহী ছিলেন সাংবাদিকরা । খোলসা করে বললেন না দলনেত্রী । শুধু বললেন, তাঁকে দল সঠিক জায়গায় ব্যবহার করবে । বোঝাই যাচ্ছিল, একসময় যিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের দুই নম্বর ব্যক্তি । আজ তারই কিনা এই পরিণতি । হয়ত কিছুই করার নেই তাঁর । তাই যা ঘটছে সব মেনে নিলেন । সাংবাদিক সম্মেলন শেষ ঘড়ির কাটায় বিকেল পাঁচটা বাজতে পাঁচ মিনিট । সাংবাদিকদের মধ্যে মুকুলকে নিয়ে আলোচনা -- আদৌ কী দলে পুরানো অবস্থান ফিরে পাবেন মুকুল । পাশ থেকে কে একজন যেন বলে উঠল, মুকুলের পুরনো জমানা শেষ । দেখছিস না কেমন নিষ্প্রভ লাগছে মুকুলকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.