ETV Bharat / state

M R Bangur Hospital: ফের সেরা জেলা হাসপাতালের শিরোপা এম আর বাঙুরের মুকুটে - ফের সেরার শিরোপা এম আর বাঙুর হাসপাতালের মুকুটে

এই নিয়ে পর পর তিনবার সেরা জেলা হাসপাতাল এম আর বাঙুর ৷ দ্বিতীয় স্থানে বালুরঘাটের হাসপাতাল ৷

M R Bangur Hospital
এম আর বাঙুর
author img

By

Published : May 13, 2023, 9:38 PM IST

কলকাতা, 13 মে: একবার নয়, পরপর তিনবার রাজ্যের মধ্যে সেরা জেলা হাসপাতালের শিরোপা পেল দক্ষিণ 24 পরগনার এম আর বাঙুর । পরিকাঠামো এবং পরিবেশ বান্ধবের দিক থেকে এই সরকারি হাসপাতালকে সেরা জেলা হাসপাতালের শিরোপা দেওয়া হয়েছে । প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে জেলা পর্যন্ত দেশের সব হাসপাতালগুলির পরিষেবা এবং পরিকাঠামোকে উন্নত করতে স্বাস্থ‌্যমন্ত্রকের তরফে 'ন‌্যাশ‌ন‌াল হেলথ সিস্টেম রিসোর্স সেন্টার' সব হাসপাতালের অবস্থা পর্যবেক্ষণ করে । একে বলা হয় 'সুশ্রী কায়াকল্প ।' এই পর্যবেক্ষণে প্রসূতি ও শিশু মৃত্যু কমানো, হাসপাতালের আউটডোর, ইন্ডোর, অপারেশন থিয়েটারের পরিচ্ছন্নতা এবং সংক্রমণ নিয়ন্ত্রণকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় ।

পাশাপাশি হাসপাতালগুলি কতটা পরিবেশ বান্ধব, তাও মূল্যায়ন করা হয় । রাজ্যের 13টি জেলা হাসপাতাল, 30টি মহকুমা, 16টি স্টেট জেনারেল হাসপাতাল, 274টি গ্রামীণ ও ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং 576টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে পর্যবেক্ষণ করা হয় । শুক্রবার 2023-23 সালের ‘সুশ্রী কায়াকল্পের’ ফল প্রকাশ করেছে স্বাস্থ‌্য দফতর । সেই মূল‌্যায়নে এম আর বাঙুর হাসপাতাল এবারও প্রথম স্থান পেয়েছে । এই নিয়ে পরপর তিনবার শীর্ষে এই হাসপাতাল ৷

মূলত প্রথম স্থান অর্জন করলে প্রায় পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয় । তবে তা পায়নি এবার এম আর বাঙুর । তাই দ্বিতীয় হয়েও প্রথম পুরস্কার পেয়েছে বালুরঘাটের হাসপাতাল । এই বিষয়ে হাসপাতালের সুপার চিকিৎসক শিশির নস্কর জানান, নিয়ম অনুযায়ী চ‌্যাম্পিয়ন হলেই হবে না । গতবছরের থেকে অন্তত পাঁচ শতাংশ বেশি নম্বর পেতে হয় । বাঙুর এবার 97 শতাংশ নম্বর পেয়েছে । যা আগের বছরের তুলনায় পাঁচ শতাংশ বেশি নয় ৷ হাসপাতালের সুপার সেরা হওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের শুধু নয়, হাসপাতালে সাফাই কর্মী থেকে শুরু করে অন্যান্য স্টাফদেরও কৃতিত্ব দিয়েছেন এই সাফল্যের । প্রসঙ্গত, 2021 সালে এম আর বাঙুর প্রথমবার প্রথম স্থান অধিকার করেছিল । তবে তার পরের বছর অতএব 2022 সালে শিলিগুড়ি হাসপাতালের সঙ্গে যৌথভাবে প্রথম হয়েছিল বাঙুর । এরপর এ বছর ফের তারাই সেরা ৷

আরও পড়ুন: 10 ঘণ্টার অস্ত্রোপচারে জোড়া লাগল ব্যক্তির কাটা যাওয়া হাত, সাফল্য ইএসআই হাসপাতালের

কলকাতা, 13 মে: একবার নয়, পরপর তিনবার রাজ্যের মধ্যে সেরা জেলা হাসপাতালের শিরোপা পেল দক্ষিণ 24 পরগনার এম আর বাঙুর । পরিকাঠামো এবং পরিবেশ বান্ধবের দিক থেকে এই সরকারি হাসপাতালকে সেরা জেলা হাসপাতালের শিরোপা দেওয়া হয়েছে । প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে জেলা পর্যন্ত দেশের সব হাসপাতালগুলির পরিষেবা এবং পরিকাঠামোকে উন্নত করতে স্বাস্থ‌্যমন্ত্রকের তরফে 'ন‌্যাশ‌ন‌াল হেলথ সিস্টেম রিসোর্স সেন্টার' সব হাসপাতালের অবস্থা পর্যবেক্ষণ করে । একে বলা হয় 'সুশ্রী কায়াকল্প ।' এই পর্যবেক্ষণে প্রসূতি ও শিশু মৃত্যু কমানো, হাসপাতালের আউটডোর, ইন্ডোর, অপারেশন থিয়েটারের পরিচ্ছন্নতা এবং সংক্রমণ নিয়ন্ত্রণকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় ।

পাশাপাশি হাসপাতালগুলি কতটা পরিবেশ বান্ধব, তাও মূল্যায়ন করা হয় । রাজ্যের 13টি জেলা হাসপাতাল, 30টি মহকুমা, 16টি স্টেট জেনারেল হাসপাতাল, 274টি গ্রামীণ ও ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং 576টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে পর্যবেক্ষণ করা হয় । শুক্রবার 2023-23 সালের ‘সুশ্রী কায়াকল্পের’ ফল প্রকাশ করেছে স্বাস্থ‌্য দফতর । সেই মূল‌্যায়নে এম আর বাঙুর হাসপাতাল এবারও প্রথম স্থান পেয়েছে । এই নিয়ে পরপর তিনবার শীর্ষে এই হাসপাতাল ৷

মূলত প্রথম স্থান অর্জন করলে প্রায় পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয় । তবে তা পায়নি এবার এম আর বাঙুর । তাই দ্বিতীয় হয়েও প্রথম পুরস্কার পেয়েছে বালুরঘাটের হাসপাতাল । এই বিষয়ে হাসপাতালের সুপার চিকিৎসক শিশির নস্কর জানান, নিয়ম অনুযায়ী চ‌্যাম্পিয়ন হলেই হবে না । গতবছরের থেকে অন্তত পাঁচ শতাংশ বেশি নম্বর পেতে হয় । বাঙুর এবার 97 শতাংশ নম্বর পেয়েছে । যা আগের বছরের তুলনায় পাঁচ শতাংশ বেশি নয় ৷ হাসপাতালের সুপার সেরা হওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের শুধু নয়, হাসপাতালে সাফাই কর্মী থেকে শুরু করে অন্যান্য স্টাফদেরও কৃতিত্ব দিয়েছেন এই সাফল্যের । প্রসঙ্গত, 2021 সালে এম আর বাঙুর প্রথমবার প্রথম স্থান অধিকার করেছিল । তবে তার পরের বছর অতএব 2022 সালে শিলিগুড়ি হাসপাতালের সঙ্গে যৌথভাবে প্রথম হয়েছিল বাঙুর । এরপর এ বছর ফের তারাই সেরা ৷

আরও পড়ুন: 10 ঘণ্টার অস্ত্রোপচারে জোড়া লাগল ব্যক্তির কাটা যাওয়া হাত, সাফল্য ইএসআই হাসপাতালের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.