কলকাতা, 8 সেপ্টেম্বর: সিবিআইকে চিঠি দিলেন দেবযানী মুখোপাধ্যায়ের মা শর্বরী মুখোপাধ্যায় । এই চিঠি সিআইডির বিরুদ্ধে ৷ তাঁর অভিযোগ, সিআইডি মেয়েকে মানসিক চাপ দিচ্ছে ৷ দেবযানী মুখোপাধ্যায় এই কথা তাঁর মা শর্বরী মুখোপাধ্যায়কে জানানোর পরেই সিআইডির বিরুদ্ধে সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর এবং ডিআইজি সিবিআই-কে এই চিঠি দিয়েছেন দেবযানী মুখোপাধ্যায়ের মা শর্বরী মুখোপাধ্যায়। সিবিআই ছাড়া জাতীয় মানবাধিকার কমিশনেও এই চিঠির একটি কপি তিনি পাঠিয়েছেন বলে নিজাম প্যালেস সূত্রে জানা গিয়েছে (Mother of Saradha Scam accused Dejani Mukherjee writes to CBI) ।
সিবিআই সূত্রে খবর, শুভেন্দু অধিকারী এবং সুজন চক্রবর্তীর নামে অভিযোগ করানোর জন্য সিআইডি তাঁর মেয়ে দেবযানী মুখোপাধ্যায়কে লাগাতার চাপ দিচ্ছে ৷ রাজ্য তদন্তকারী সংস্থার এই চাপের ফলে মানসিকভাবে ভেঙে পড়েছেন জেলবন্দি দেবযানী মুখোপাধ্যায় ৷ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং প্রবীণ বামনেতা সুজন চক্রবর্তীর নামে অভিযোগ না করলে সিআইডি দেবযানী মুখোপাধ্যায়কে আরও ন'টি মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে ।
আরও পড়ুন: সারদা মামলায় জামিন পেলেও জেলবন্দি জীবন থেকে মুক্তি নয় দেবযানীর
চিঠিতে শর্বরী মুখোপাধ্যায় স্পষ্ট উল্লেখ করেছেন, 23 অগস্ট দমদম জেলে গিয়ে এই চাপ দিয়েছে রাজ্য তদন্তকারী সংস্থা সিআইডি । 2014 থেকে কেন্দ্রের গোয়েন্দা সংস্থা সিবিআই সারদা মামলার তদন্ত করছে ৷ তাই সারদায় অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের মা তাদের এই চিঠি লিখেছেন ।
প্রসঙ্গত উল্লেখ্য, সুদীপ্ত সেনের মালিকানাধীন সারদা গ্রুপ অফ কোম্পানিজ-এর (Saradha group of companies) ডিরেক্টর ছিলেন দেবযানী ৷ 2013 সালের 23 এপ্রিল শ্রীনগর থেকে সুদীপ্ত সেন ও তাঁকে গ্রেফতার করা হয় ৷ এরপর শুরু হয় মামলা ৷ পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ড এবং ওড়িশাতেও দেবযানীর বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ ছিল ৷ 2021-এ রাজ্যে দেবযানীর বিরুদ্ধে চলা মামলাগুলিতে জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্টের হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ৷
তবে এ বছর বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে তোপ দেগেছেন অভিযুক্ত সারদাকর্তা সুদীপ্ত সেন (Sudipta Sen) ৷ তাঁর দাবি, তিনি যে শুধুমাত্র শুভেন্দু অধিকারীকে মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন, তাই নয়, শুভেন্দু তাঁকে ব্ল্যাকমেলও করেছিলেন ৷
আরও পড়ুন: টাকা নিয়েছেন, ব্ল্যাকমেলও করেছেন ! শুভেন্দুকে কাঠগড়ায় তুলে দাবি সুদীপ্তর