ETV Bharat / state

মৌসুমি বায়ুর হাত ধরে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা

আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে আজ ও আগামীকাল বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে । আগামী দু'দিন উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে । মাঝে কিছুটা কমলেও আবার বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে ।

মৌসুমি বায়ুর হাত ধরে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা
author img

By

Published : Jun 20, 2019, 11:44 PM IST

Updated : Jun 21, 2019, 12:19 AM IST

কলকাতা, 20 জুন : আগামী 24 ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে প্রবেশ করতে চলেছে মৌসুমি বায়ু । ফলে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আবহাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, উত্তরপূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে । আর সেই নিম্নচাপের হাত ধরেই প্রবেশ করতে চলেছে বর্ষা ।

আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে আজ ও আগামীকাল বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে । এছাড়াও উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে । আগামী দু'দিন উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে । মাঝে কিছুটা কমলেও আবার বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে ।

ভিডিয়োয় শুনুন আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

তিনি আরও জানান, এবছর মৌসুমি বায়ু দেরিতে আসার রেকর্ড করেছে । প্রায় 14 বছর পর এত দেরিতে রাজ্যে ঢুকল মৌসুমি বায়ু । 2005 সালের জুনে মৌসুমি বায়ু রাজ্যে প্রবেশ করেছিল । বঙ্গোপসাগরের জোরালো কোনও সিস্টেম না থাকাতেই অনেকটা সময় লেগেছে । সেই সঙ্গে আরব সাগরে সৃষ্ট বায়ুর জেরেও মৌসুমি বায়ু প্রবেশ করতে অনেক বেশি সময় নিয়েছে । ঘূর্ণাবর্ত বায়ু অনেকখানি মৌসুমি বায়ু নিয়েছিল নিজের দিকে । ফলে গুজরাতে প্রবেশ করতেও অনেক বেশি সময় নিয়ে নিয়েছিল । যার ফলে মৌসুমি বায়ু আমাদের রাজ্যে প্রবেশ করতে অনেক বেশি সময় নিয়েছে । আগামীকাল এবং পরশু দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি হবে । এরপর সাময়িক বিরতির পর ফের মৌসুমি বায়ুর গতি বাড়বে ।

আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি । এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক ।

কলকাতা, 20 জুন : আগামী 24 ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে প্রবেশ করতে চলেছে মৌসুমি বায়ু । ফলে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আবহাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, উত্তরপূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে । আর সেই নিম্নচাপের হাত ধরেই প্রবেশ করতে চলেছে বর্ষা ।

আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে আজ ও আগামীকাল বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে । এছাড়াও উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে । আগামী দু'দিন উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে । মাঝে কিছুটা কমলেও আবার বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে ।

ভিডিয়োয় শুনুন আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

তিনি আরও জানান, এবছর মৌসুমি বায়ু দেরিতে আসার রেকর্ড করেছে । প্রায় 14 বছর পর এত দেরিতে রাজ্যে ঢুকল মৌসুমি বায়ু । 2005 সালের জুনে মৌসুমি বায়ু রাজ্যে প্রবেশ করেছিল । বঙ্গোপসাগরের জোরালো কোনও সিস্টেম না থাকাতেই অনেকটা সময় লেগেছে । সেই সঙ্গে আরব সাগরে সৃষ্ট বায়ুর জেরেও মৌসুমি বায়ু প্রবেশ করতে অনেক বেশি সময় নিয়েছে । ঘূর্ণাবর্ত বায়ু অনেকখানি মৌসুমি বায়ু নিয়েছিল নিজের দিকে । ফলে গুজরাতে প্রবেশ করতেও অনেক বেশি সময় নিয়ে নিয়েছিল । যার ফলে মৌসুমি বায়ু আমাদের রাজ্যে প্রবেশ করতে অনেক বেশি সময় নিয়েছে । আগামীকাল এবং পরশু দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি হবে । এরপর সাময়িক বিরতির পর ফের মৌসুমি বায়ুর গতি বাড়বে ।

আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি । এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক ।

Last Updated : Jun 21, 2019, 12:19 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.