কলকাতা, 21 জুন : অবশেষে বর্ষা এল পশ্চিমবঙ্গে । আলিপুর আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, 14 বছর পর এত দেরিতে বর্ষা ঢুকল দক্ষিণবঙ্গে । যদিও পুরুলিয়া, বীরভূম ও মালদার কিছু অংশে এখনও প্রবেশ করেনি বর্ষা । আগামী 24 ঘণ্টাতে এই অংশগুলিতেও প্রবেশ করবে মৌসুমি বায়ু । ফলে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত । তবে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও উত্তর 24 পরগণাতে ।
আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি । 23 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে । 24 তারিখে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 25 জুন উত্তরবঙ্গের জেলাগুলোতে অতিরিক্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ হওয়ার জন্য ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে । এই কারণে আগামী 48 ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । নিম্নচাপের সঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে । আগামী 48 ঘণ্টা সেই নিম্নচাপ অক্ষরেখা ক্রমশ উত্তর দিকে অগ্রসর হবে । এর ফলেই উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ ।
তিনি আরও জানান, নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে পশ্চিমের জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামী দু'দিন বৃষ্টি চলায় আকাশ মেঘলা থাকবে । ফলে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে । এরপর দক্ষিণবঙ্গের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে ।