ETV Bharat / state

অবশেষে বর্ষা এল বঙ্গে - west bengal

আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, আজ ও কাল দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি । 23 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে । 24 তারিখে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

অবশেষে বর্ষা এল বঙ্গে
author img

By

Published : Jun 21, 2019, 8:11 PM IST

Updated : Jun 21, 2019, 8:20 PM IST

কলকাতা, 21 জুন : অবশেষে বর্ষা এল পশ্চিমবঙ্গে । আলিপুর আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, 14 বছর পর এত দেরিতে বর্ষা ঢুকল দক্ষিণবঙ্গে । যদিও পুরুলিয়া, বীরভূম ও মালদার কিছু অংশে এখনও প্রবেশ করেনি বর্ষা । আগামী 24 ঘণ্টাতে এই অংশগুলিতেও প্রবেশ করবে মৌসুমি বায়ু । ফলে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত । তবে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও উত্তর 24 পরগণাতে ।

আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি । 23 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে । 24 তারিখে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 25 জুন উত্তরবঙ্গের জেলাগুলোতে অতিরিক্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ হওয়ার জন্য ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে । এই কারণে আগামী 48 ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । নিম্নচাপের সঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে । আগামী 48 ঘণ্টা সেই নিম্নচাপ অক্ষরেখা ক্রমশ উত্তর দিকে অগ্রসর হবে । এর ফলেই উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ ।

তিনি আরও জানান, নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে পশ্চিমের জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামী দু'দিন বৃষ্টি চলায় আকাশ মেঘলা থাকবে । ফলে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে । এরপর দক্ষিণবঙ্গের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে ।

কলকাতা, 21 জুন : অবশেষে বর্ষা এল পশ্চিমবঙ্গে । আলিপুর আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, 14 বছর পর এত দেরিতে বর্ষা ঢুকল দক্ষিণবঙ্গে । যদিও পুরুলিয়া, বীরভূম ও মালদার কিছু অংশে এখনও প্রবেশ করেনি বর্ষা । আগামী 24 ঘণ্টাতে এই অংশগুলিতেও প্রবেশ করবে মৌসুমি বায়ু । ফলে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত । তবে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও উত্তর 24 পরগণাতে ।

আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি । 23 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে । 24 তারিখে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 25 জুন উত্তরবঙ্গের জেলাগুলোতে অতিরিক্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ হওয়ার জন্য ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে । এই কারণে আগামী 48 ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । নিম্নচাপের সঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে । আগামী 48 ঘণ্টা সেই নিম্নচাপ অক্ষরেখা ক্রমশ উত্তর দিকে অগ্রসর হবে । এর ফলেই উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ ।

তিনি আরও জানান, নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে পশ্চিমের জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামী দু'দিন বৃষ্টি চলায় আকাশ মেঘলা থাকবে । ফলে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে । এরপর দক্ষিণবঙ্গের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে ।

Intro:অবশেষে বর্ষা এলো বঙ্গে। আলিপুর আবহাওয়া অফিস আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল। 14 বছর পর এত দেরিতে বর্ষা ঢুকলো দক্ষিণবঙ্গে। মৌসুমী বায়ু প্রায় গোটা রাজ্য জুড়ে বিস্তৃত হয়েছে। শুধু কয়েকটি অংশ এখনো বাকি রয়েছে পুরুলিয়া বীরভূম ও মালদার কিছু অংশ । আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগামী 48 ঘন্টাতে সেই অংশতেও মৌসুমী বায়ু প্রবেশ করে যাবে। আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে তুলনামূলক বেশি বৃষ্টি হবে পুরুলিয়া-বীরভূম-বাঁকুড়া ঝাড়গ্রাম উত্তর 24 পরগনাতে। এই দুদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে।


Body:আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন 21 ও 22 দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। 23 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি পরিমাণ বাড়বে। 24 তারিখে উত্তরবঙ্গ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিকর্তা। উত্তরবঙ্গের জেলাগুলোতে 25 তারিখে অতিরিক্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ রয়েছে যার ফলে ঝড়ো হাওয়ার সম্ভাবনা আছে। এই সময় মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী 48 ঘন্টা। নিম্নচাপের সঙ্গেই যেহুতু একটি নিম্নচাপ অক্ষরেখা ও রয়েছে এবং আগামী 48 ঘন্টা পর সেই নিম্নচাপ অক্ষরেখা ক্রমশ উত্তর দিকে অগ্রসর হবে। এর ফলেই উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।


Conclusion:এই নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে পশ্চিমের জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও কাল দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু সক্রিয় থাকবে। পরশু থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃষ্টি চলবে আকাশ মেঘলা থাকবে তাই তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে আগামী দুদিন। এরপর দক্ষিণবঙ্গের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে।
Last Updated : Jun 21, 2019, 8:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.