ETV Bharat / state

অলিম্পিকের টিকিট পেতে কঠিন পথ মেহুলির সামনে - মেহুলি ঘোষ

সিনিয়র বিশ্বকাপে ভালো ফলের জন্য নিজেকে উজার করে দিতে চান মেহুলি।

মেহুলি ঘোষ
author img

By

Published : Jul 1, 2019, 6:06 AM IST

কলকাতা, 1 জুলাই : মেহুলি ঘোষের টোকিও অলিম্পিকে অংশগ্রহণের বিষয়ে অনিশ্চয়তার ঘন মেঘ । কোচ জয়দীপ কর্মকার জানিয়েছেন, আগামী মাসে জুনিয়র পর্যায়ে বিশ্বকাপ খেলতে নামছেন মেহুলি । তারপর তাঁরা সিনিয়র বিশ্বকাপ নিয়ে লক্ষ্য স্থির করবেন ।

সাম্প্রতিককালে ভারতের উঠতি শুটারদের মধ্যে সাফল্য রয়েছে বাংলার ক্রীড়াবিদের । স্বাভাবিকভাবে টোকিও অলিম্পিকে জায়গা করে নেওয়া তাঁদের কাছে পাখির চোখ। সে জন্য জুনিয়র বিশ্বকাপের পরে সিনিয়র বিশ্বকাপে ভালো ফলের জন্য নিজেকে উজার করে দিতে চান স্বয়ং মেহুলি। অলিম্পিকে ভারত থেকে মাত্র দু'জন প্রতিযোগী অংশ নিতে পারেন । কারণ অলিম্পিক সংস্থা ভারতের জন্য শুটিংয়ে দু'জনের কোটা দিয়েছে । যা বদল করার উপায় নেই । তবে, মেহুলি অলিম্পিকের পাসওয়ার্ড পাওয়ার দৌড়ে অন্যতম দাবিদার । জয়দীপ বলছেন, "ফেব্রুয়ারি মাসে পুরো ছবিটা স্পষ্ট হবে । তাই ওই সময় মেহুলি যদি একজনকে পয়েন্টের বিচারে টপকে যেতে পারেন তাহলে টোকিওর বিমানে উঠবেন ।"

কোনও সন্দেহ নেই মেহুলির সব পর্যায়ে ভালো সাফল্য রয়েছে । তাঁর এই ধারাবাহিকতার জন্য মানসিকতার বদল সাহায্য করছে বলে জয়দীপ জানিয়েছেন । যার প্রস্তুতিটা তিন বছর আগে শুরু হয়েছিল । মেহুলিকে বোঝানো হয়েছিল জুনিয়র পর্যায়ে নয় সিনিয়র পর্যায়ের সাফল্যই জীবনের গতিপথ নিয়ন্ত্রণ করে । যার ফল মিলছে মেহুলির সাফল্যে । তাই টোকিও যাত্রা অপেক্ষার চৌকাঠে আটকে বলাই যায়।

বাংলার শুটিংয়ের সামগ্রিক মান নিয়ে জয়দীপ আশাবাদী । তাঁর মতে, "অতীতের মতো এক বা দু'জনের ওপর এ রাজ্যের শুটিং নির্ভর নয় । একাধিক শুটার জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে ভালো স্কোর করছেন । সাম্প্রতিক সময়ে নম্রতা দে, অভিনব সাউ, শুভম বসু মতো শুটাররা বাংলা থেকে জাতীয় পর্যায়ে ভালো সাফল্য এনেছেন । তাই মেহুলিকে আশার কথা শোনানোর পাশাপাশি বাংলার শুটিং নিয়ে স্বপ্ন দেখছেন জয়দীপ কর্মকার।

কলকাতা, 1 জুলাই : মেহুলি ঘোষের টোকিও অলিম্পিকে অংশগ্রহণের বিষয়ে অনিশ্চয়তার ঘন মেঘ । কোচ জয়দীপ কর্মকার জানিয়েছেন, আগামী মাসে জুনিয়র পর্যায়ে বিশ্বকাপ খেলতে নামছেন মেহুলি । তারপর তাঁরা সিনিয়র বিশ্বকাপ নিয়ে লক্ষ্য স্থির করবেন ।

সাম্প্রতিককালে ভারতের উঠতি শুটারদের মধ্যে সাফল্য রয়েছে বাংলার ক্রীড়াবিদের । স্বাভাবিকভাবে টোকিও অলিম্পিকে জায়গা করে নেওয়া তাঁদের কাছে পাখির চোখ। সে জন্য জুনিয়র বিশ্বকাপের পরে সিনিয়র বিশ্বকাপে ভালো ফলের জন্য নিজেকে উজার করে দিতে চান স্বয়ং মেহুলি। অলিম্পিকে ভারত থেকে মাত্র দু'জন প্রতিযোগী অংশ নিতে পারেন । কারণ অলিম্পিক সংস্থা ভারতের জন্য শুটিংয়ে দু'জনের কোটা দিয়েছে । যা বদল করার উপায় নেই । তবে, মেহুলি অলিম্পিকের পাসওয়ার্ড পাওয়ার দৌড়ে অন্যতম দাবিদার । জয়দীপ বলছেন, "ফেব্রুয়ারি মাসে পুরো ছবিটা স্পষ্ট হবে । তাই ওই সময় মেহুলি যদি একজনকে পয়েন্টের বিচারে টপকে যেতে পারেন তাহলে টোকিওর বিমানে উঠবেন ।"

কোনও সন্দেহ নেই মেহুলির সব পর্যায়ে ভালো সাফল্য রয়েছে । তাঁর এই ধারাবাহিকতার জন্য মানসিকতার বদল সাহায্য করছে বলে জয়দীপ জানিয়েছেন । যার প্রস্তুতিটা তিন বছর আগে শুরু হয়েছিল । মেহুলিকে বোঝানো হয়েছিল জুনিয়র পর্যায়ে নয় সিনিয়র পর্যায়ের সাফল্যই জীবনের গতিপথ নিয়ন্ত্রণ করে । যার ফল মিলছে মেহুলির সাফল্যে । তাই টোকিও যাত্রা অপেক্ষার চৌকাঠে আটকে বলাই যায়।

বাংলার শুটিংয়ের সামগ্রিক মান নিয়ে জয়দীপ আশাবাদী । তাঁর মতে, "অতীতের মতো এক বা দু'জনের ওপর এ রাজ্যের শুটিং নির্ভর নয় । একাধিক শুটার জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে ভালো স্কোর করছেন । সাম্প্রতিক সময়ে নম্রতা দে, অভিনব সাউ, শুভম বসু মতো শুটাররা বাংলা থেকে জাতীয় পর্যায়ে ভালো সাফল্য এনেছেন । তাই মেহুলিকে আশার কথা শোনানোর পাশাপাশি বাংলার শুটিং নিয়ে স্বপ্ন দেখছেন জয়দীপ কর্মকার।

Intro:অলিম্পিকে মেহুলির যাত্রা অপেক্ষার চৌকাঠে

কলকাতা,৩০ জুনঃ মেহুলি ঘোষের টোকিও অলিম্পিকে অংশগ্রহণের বিষয়ে অনিশ্চয়তার ঘন মেঘ। কোচ জয়দীপ কর্মকার জানিয়েছেন আগামী মাসে জুনিয়র পর্যায়ে বিশ্বকাপ খেলতে নামছেন মেহুলি। তারপর তারা সিনিয়র বিশ্বকাপ নিয়ে লক্ষ্য স্থির করবেন। সাম্প্রতিককালে ভারতের উঠতি শ্যুটারদের মধ্যে দারুন সাফল্য রয়েছে বাংলার ক্রীড়া বিদের। স্বাভাবিকভাবে টোকিও অলিম্পিকে জায়গা করে নেওয়া পাখির চোখ। সেজন্য জুনিয়র বিশ্বকাপের পরে সিনিয়র বিশ্বকাপে ভালো ফলের জন্য নিজেকে নিংড়ে দিতে চান মেহুলি স্বয়ং। অলিম্পিকে ভারত থেকে কেবল দুজন প্রতিযোগী অংশ নিতে পারেন। কারন অলিম্পিক সংস্থা ভারতের জন্য শ্যুটিংয়ে দুজনের কোটা দিয়েছে। যা বদল করার উপায় নেই। তবে মেহুলি অলিম্পিকের পাসওয়ার্ড পাওয়ার দৌড়ে অন্যতম দাবিদার। জয়দীপ বলছেন ফেব্রুয়ারি মাসে পুরো ছবিটা পরিস্কার হবে। তাই ওই সময় মেহুলি যদি একজনকে পয়েন্টের বিচারে টপকে যেতে পারেন তাহলে টোকিওর বিমানে উঠবেন।
কোনও সন্দেহ নেই মেহুলি সব পর্যায়ে ভালো পারফরম্যান্স করছেন। তাঁর এই ধারাবাহিকতার জন্য মানসিকতার বদল সাহায্য করছে বলে জয়দীপ জানিয়েছেন। যার প্রস্তুতিটা তিনবছর আগে শুরু হয়েছিল। মেহুলিকে বোঝানো হয়েছিল জুনিয়র পর্যায়ে নয় সিনিয়র পর্যায়ের সাফল্যই জীবনের গতিপথ নিয়ন্ত্রণ করে। যার ফল মিলছে মেহুলির পারফরম্যান্সে। তাই টোকিও যাত্রা অপেক্ষার চৌকাঠে আটকে বলাই যায়।
বাংলার শ্যুটিংয়ের সামগ্রিক মান নিয়ে জয়দীপ আশাবাদী। তাঁর মতে অতীতের মত এক বা দুজনের ওপর এরাজ্যের শুট্যিং নির্ভর নয়। একাধিক শ্যুটার জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে ভালো স্কোর করছেন। সাম্প্রতিক সময়ে নম্রতা দে, অভিনব সাউ, শুভম বসু,বিবস্বান গাঙ্গুলীর মত পাঁচজন শুট্যার বাংলা থেকে জাতীয় পর্যায়ে ভালো পারফরম্যান্স করছেন। এবং তাঁর মান আর্ন্তজাতিক পর্যায়ের। তাই মেহুলিকে আশার কথা শোনানোর পাশাপাশি বাংলার শুটিং নিয়ে স্বপ্ন দেখছেন জয়দীপ কর্মকার।Body:OlympicConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.