ETV Bharat / state

2 দিনের প্রবাস সফরে বঙ্গে এসে একেবারে আটপৌরে সংঘপ্রধান; কোথায় গেলেন, কী খেলেন ? - RSS chief

Mohan Bhagwat visits Kolkata: দুই দিনের প্রবাস সফরে বঙ্গে এসে একেবারে হালকা ও আটপৌরে মেজাজে কাটালেন সংঘপ্রধান মোহন ভাগবত ৷ এ দিন তিনি গেলেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও তবলাবাদক বিক্রম ঘোষের বাড়িতে ৷

Mohan Bhagwat
বিক্রম ঘোষের বাড়িতে
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 31, 2023, 5:09 PM IST

কলকাতা, 31 ডিসেম্বর: দু'দিনের প্রবাস সফরে এ রাজ্যে এসে একাধিক বিশিষ্ট্য ব্যক্তির বাড়িতে ঘুরে বেড়ালেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন রাও ভাগবত । শনিবার তিনি আসেন মহানগরীতে ৷ আজ সন্ধ্যার বিমানে উড়ে যাবেন তিনি ৷ তার আগে এ দিন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, বিক্রম ঘোষের মতো শিল্পীদের বাড়িতে বেশ কিছুটা সময় কাটালেন ৷ আটপৌরে মেজাজে সারলেন মধ্যাহ্নভোজ ৷

রবিবার প্রথমে হো চি মিন সরণিতে অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মোহন ভাগবত । সেখানে বেশ কিছুক্ষণ ছিলেন তিনি । সূত্রের খবর, মূলত অভিনয় জগৎ এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের হলিউডে কাজ করা ও চিত্রনির্মাতা সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে তাঁর কথা হয় সংঘ প্রধানের সঙ্গে । জানা গিয়েছে, সেখানে তাঁরা সবাই একসঙ্গে চা পান করেন ।

Mohan Bhagwat visits Kolkata
আরএসএস প্রধানকে স্বাগত জানান বিক্রম ঘোষ

সেখান থেকে আরএসএস প্রধান বেলা পৌনে 12টা নাগাদ চলে যান বেহালায়, তবলাবাদক বিক্রম ঘোষের বাড়িতে । সেখানে তিনি বিক্রম ঘোষ, জয়া শীল এবং তাঁর দুই পুত্র সন্তানের সঙ্গে প্রায় ঘণ্টা দুয়েক সময় কাটান । তবে সেই আলাপচারিতায় রাজনীতি ছিল না বলে দাবি করেন শিল্পী বিক্রম ঘোষ ৷

তিনি ইটিভি ভারতের কাছে বলেন, "কোনও রকম রাজনীতির কথা হয়নি । বরং এটা দেখে আমি অবাক হলাম যে, উনি ভারতীয় ক্লাসিক্যাল সঙ্গীত সম্বন্ধে অনেকটাই ওয়াকিবহাল । এছাড়াও উনি আমার গুরুজির সম্বন্ধেও দু-এক কথা বললেন ।"

বিক্রম ঘোষ জানান যে, তাঁর বাড়িতে মোহন ভাগবত প্রথমে লুচি এবং কপির তরকারি খান । তারপর তিনি অনেক্ষণ ধরে বিভিন্ন বিষয়ে কথা বলতে বলতে বাঙালি খাবারও খান । মেনুতে ছিল ঘি দিয়ে বাঙালি খিচুড়ি, বেগুনি ও পনিরের তরকারি । যদিও পনিরের তরকারি না খেয়ে খিচুড়ি দিয়ে বেগুনি খেতে বেশি পছন্দ করেছেন সংঘ প্রধান । এরপর বিক্রম ঘোষ এবং তাঁর দুই পুত্র মোহন ভাগবতের সামনে সঙ্গীত পরিবেশন করেন ।

Mohan Bhagwat visits Kolkata
গানের আসরে মোহন ভাগবত

প্রসঙ্গত, শনিবার মোহন ভাগবত প্রবাস কর্মসূচি অনুসারে উত্তর কলকাতায় কল্যাণ চৌবের বাড়িতে যান । তাঁদের সাক্ষাতের পরে কল্যাণ চৌবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা হয় তাঁদের মধ্যে । অধ্যাত্মবাদ থেকে শুরু করে সংঘ পরিবারের সংগঠন, সবটা নিয়েই কথা হয় । এরপর তিনি সল্টলেকে সিবিআইয়ের প্রাক্তন কর্তা এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের বাড়িতে যান । মোহন ভাগবতকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন অন্যান্য অধ্যাপকেরা । আরএসএস সূত্র মারফৎ জানা গিয়েছে যে, কোনও রকম রাজনীতি নয়, একেবারে আটপৌরে ঘরোয়া আড্ডায় মেতেছিলেন সংঘ প্রধান ।

উল্লেখ্য, সম্প্রতি একদিনের বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । আর তারপরই রাজ্যে দু'দিনের কর্মসূচিতে ঘুরে গেলেন আরএসএস প্রধান । রাজনৈতিক মহল সংঘ প্রধানের এই সফরকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করলেও রাজ্যের সংঘ পরিবার কিন্তু একেবারেই এই সফরকে লোকসভা ফ্যাক্টর হিসেবে ধরতে চাইছেন না ৷

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে একটি পত্রিকার উদ্বোধনে একদিনের সফরে শহরে এসেছিলেন মোহন রাও ভাগবত ।

আরও পড়ুন:

ফের রাজ্যে আসছেন সংঘপ্রধান; শুধুই প্রবাস কর্মসূচি নাকি লোকসভা নিয়ে বৈঠক ?

শিক্ষা-সচেতনতার বৃদ্ধিতেই জন্ম নিয়ন্ত্রণ সম্ভব, ভাগবতকে কটাক্ষ অধীরের

সবকিছুই রামের আর সবার মধ্যেই রাম আছেন : মোহন ভাগবত

কলকাতা, 31 ডিসেম্বর: দু'দিনের প্রবাস সফরে এ রাজ্যে এসে একাধিক বিশিষ্ট্য ব্যক্তির বাড়িতে ঘুরে বেড়ালেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন রাও ভাগবত । শনিবার তিনি আসেন মহানগরীতে ৷ আজ সন্ধ্যার বিমানে উড়ে যাবেন তিনি ৷ তার আগে এ দিন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, বিক্রম ঘোষের মতো শিল্পীদের বাড়িতে বেশ কিছুটা সময় কাটালেন ৷ আটপৌরে মেজাজে সারলেন মধ্যাহ্নভোজ ৷

রবিবার প্রথমে হো চি মিন সরণিতে অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মোহন ভাগবত । সেখানে বেশ কিছুক্ষণ ছিলেন তিনি । সূত্রের খবর, মূলত অভিনয় জগৎ এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের হলিউডে কাজ করা ও চিত্রনির্মাতা সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে তাঁর কথা হয় সংঘ প্রধানের সঙ্গে । জানা গিয়েছে, সেখানে তাঁরা সবাই একসঙ্গে চা পান করেন ।

Mohan Bhagwat visits Kolkata
আরএসএস প্রধানকে স্বাগত জানান বিক্রম ঘোষ

সেখান থেকে আরএসএস প্রধান বেলা পৌনে 12টা নাগাদ চলে যান বেহালায়, তবলাবাদক বিক্রম ঘোষের বাড়িতে । সেখানে তিনি বিক্রম ঘোষ, জয়া শীল এবং তাঁর দুই পুত্র সন্তানের সঙ্গে প্রায় ঘণ্টা দুয়েক সময় কাটান । তবে সেই আলাপচারিতায় রাজনীতি ছিল না বলে দাবি করেন শিল্পী বিক্রম ঘোষ ৷

তিনি ইটিভি ভারতের কাছে বলেন, "কোনও রকম রাজনীতির কথা হয়নি । বরং এটা দেখে আমি অবাক হলাম যে, উনি ভারতীয় ক্লাসিক্যাল সঙ্গীত সম্বন্ধে অনেকটাই ওয়াকিবহাল । এছাড়াও উনি আমার গুরুজির সম্বন্ধেও দু-এক কথা বললেন ।"

বিক্রম ঘোষ জানান যে, তাঁর বাড়িতে মোহন ভাগবত প্রথমে লুচি এবং কপির তরকারি খান । তারপর তিনি অনেক্ষণ ধরে বিভিন্ন বিষয়ে কথা বলতে বলতে বাঙালি খাবারও খান । মেনুতে ছিল ঘি দিয়ে বাঙালি খিচুড়ি, বেগুনি ও পনিরের তরকারি । যদিও পনিরের তরকারি না খেয়ে খিচুড়ি দিয়ে বেগুনি খেতে বেশি পছন্দ করেছেন সংঘ প্রধান । এরপর বিক্রম ঘোষ এবং তাঁর দুই পুত্র মোহন ভাগবতের সামনে সঙ্গীত পরিবেশন করেন ।

Mohan Bhagwat visits Kolkata
গানের আসরে মোহন ভাগবত

প্রসঙ্গত, শনিবার মোহন ভাগবত প্রবাস কর্মসূচি অনুসারে উত্তর কলকাতায় কল্যাণ চৌবের বাড়িতে যান । তাঁদের সাক্ষাতের পরে কল্যাণ চৌবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা হয় তাঁদের মধ্যে । অধ্যাত্মবাদ থেকে শুরু করে সংঘ পরিবারের সংগঠন, সবটা নিয়েই কথা হয় । এরপর তিনি সল্টলেকে সিবিআইয়ের প্রাক্তন কর্তা এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের বাড়িতে যান । মোহন ভাগবতকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন অন্যান্য অধ্যাপকেরা । আরএসএস সূত্র মারফৎ জানা গিয়েছে যে, কোনও রকম রাজনীতি নয়, একেবারে আটপৌরে ঘরোয়া আড্ডায় মেতেছিলেন সংঘ প্রধান ।

উল্লেখ্য, সম্প্রতি একদিনের বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । আর তারপরই রাজ্যে দু'দিনের কর্মসূচিতে ঘুরে গেলেন আরএসএস প্রধান । রাজনৈতিক মহল সংঘ প্রধানের এই সফরকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করলেও রাজ্যের সংঘ পরিবার কিন্তু একেবারেই এই সফরকে লোকসভা ফ্যাক্টর হিসেবে ধরতে চাইছেন না ৷

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে একটি পত্রিকার উদ্বোধনে একদিনের সফরে শহরে এসেছিলেন মোহন রাও ভাগবত ।

আরও পড়ুন:

ফের রাজ্যে আসছেন সংঘপ্রধান; শুধুই প্রবাস কর্মসূচি নাকি লোকসভা নিয়ে বৈঠক ?

শিক্ষা-সচেতনতার বৃদ্ধিতেই জন্ম নিয়ন্ত্রণ সম্ভব, ভাগবতকে কটাক্ষ অধীরের

সবকিছুই রামের আর সবার মধ্যেই রাম আছেন : মোহন ভাগবত

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.