ETV Bharat / state

কোরোনা পরিস্থিতিতে কাজ নেই, আত্মহত্যা উঠতি মডেলের - Model suicided in kolkata zadavpur

24 বছরের বিথি আদতে দক্ষিণ 24 পরগনার জয়নগরের বাসিন্দা । তিনি বিভিন্ন ইভেন্টে মডেলিংয়ের কাজ করতেন । কাজের সুবিধার জন্যই যাদবপুরে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন ।

Model suicided for no work in corona pandemic situation
কোরোনা পরিস্থিতিতে কাজ নেই, আত্মহত্যা উঠতি মডেলের
author img

By

Published : Sep 7, 2020, 10:54 AM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর : দু'চোখ ভরা স্বপ্ন নিয়ে জয়নগর থেকে কলকাতায় এসেছিলেন । চেয়েছিলেন মডেলিংয়ের দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করতে । টুকটাক কাজও পেতেন । তা দিয়ে যাদবপুরে বাড়ি ভাড়ার টাকাটা উঠে আসত । কিন্তু লকডাউন আর মহামারী পরিস্থিতিতে ইভেন্ট বন্ধ । মডেলিংয়ে তেমন কাজ নেই । তার জেরে আত্মহত্যার পথ বেছে নিলেন উঠতি মডেল ।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই মডেলের নাম বিথি মণ্ডল । 24 বছরের বীথি আদতে দক্ষিণ 24 পরগনার জয়নগরের বাসিন্দা । তিনি বিভিন্ন ইভেন্টে মডেলিংয়ের কাজ করতেন । কাজের সুবিধার জন্যই যাদবপুরে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন । কিন্তু, মডেলিং দুনিয়ায় সীমাহীন স্ট্রাগেল তাঁকে সম্প্রতি অন্য ভাবনাও ভাবাতে শুরু করেছিল । তিনি এয়ার হোস্টেস হওয়ার জন্য ভরতি হয়েছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে । কোরোনা পরিস্থিতিতে বন্ধ মডেলিংয়ের কাজ । বন্ধ রয়েছে এয়ার হোস্টেসের ট্রেনিংও । তার জেরে তীব্র মানসিক অবসাদ তৈরি হয় বিথির । গত সন্ধেয় বাড়ির মালিকের সন্দেহ হওয়ায় তিনি ফোন করেন যাদবপুর থানায় । যাদবপুরের 1 বি সমাজগড় পার্কের বাড়িটির একতলার ফ্ল্যাট ভিতর থেকে বন্ধ ছিল । এরপর পুলিশ এসে যাদবপুরের ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢোকে ৷ দেখা যায়, গলায় ওড়না জড়িয়ে ঝুলছে বিথির দেহ । তাঁর দেহ বাঘাযতীন স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

প্রাথমিকভাবে পুলিশ তাঁর শরীরে আঘাতের কোনও চিহ্ন পায়নি । আত্মহত্যার ক্ষেত্রে গলায় যেমন দাগ থাকে তেমন দাগই ছিল । পুলিশের প্রাথমিক অনুমান, এটি আত্মহত্যার ঘটনা । তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

কলকাতা, 7 সেপ্টেম্বর : দু'চোখ ভরা স্বপ্ন নিয়ে জয়নগর থেকে কলকাতায় এসেছিলেন । চেয়েছিলেন মডেলিংয়ের দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করতে । টুকটাক কাজও পেতেন । তা দিয়ে যাদবপুরে বাড়ি ভাড়ার টাকাটা উঠে আসত । কিন্তু লকডাউন আর মহামারী পরিস্থিতিতে ইভেন্ট বন্ধ । মডেলিংয়ে তেমন কাজ নেই । তার জেরে আত্মহত্যার পথ বেছে নিলেন উঠতি মডেল ।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই মডেলের নাম বিথি মণ্ডল । 24 বছরের বীথি আদতে দক্ষিণ 24 পরগনার জয়নগরের বাসিন্দা । তিনি বিভিন্ন ইভেন্টে মডেলিংয়ের কাজ করতেন । কাজের সুবিধার জন্যই যাদবপুরে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন । কিন্তু, মডেলিং দুনিয়ায় সীমাহীন স্ট্রাগেল তাঁকে সম্প্রতি অন্য ভাবনাও ভাবাতে শুরু করেছিল । তিনি এয়ার হোস্টেস হওয়ার জন্য ভরতি হয়েছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে । কোরোনা পরিস্থিতিতে বন্ধ মডেলিংয়ের কাজ । বন্ধ রয়েছে এয়ার হোস্টেসের ট্রেনিংও । তার জেরে তীব্র মানসিক অবসাদ তৈরি হয় বিথির । গত সন্ধেয় বাড়ির মালিকের সন্দেহ হওয়ায় তিনি ফোন করেন যাদবপুর থানায় । যাদবপুরের 1 বি সমাজগড় পার্কের বাড়িটির একতলার ফ্ল্যাট ভিতর থেকে বন্ধ ছিল । এরপর পুলিশ এসে যাদবপুরের ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢোকে ৷ দেখা যায়, গলায় ওড়না জড়িয়ে ঝুলছে বিথির দেহ । তাঁর দেহ বাঘাযতীন স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

প্রাথমিকভাবে পুলিশ তাঁর শরীরে আঘাতের কোনও চিহ্ন পায়নি । আত্মহত্যার ক্ষেত্রে গলায় যেমন দাগ থাকে তেমন দাগই ছিল । পুলিশের প্রাথমিক অনুমান, এটি আত্মহত্যার ঘটনা । তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.