কলকাতা, 29 নভেম্বর : ফের মোবাইল বিভ্রাট বিধানসভায় ৷ শোকজ্ঞাপন চলাকালীনই বিধানসভায় বেজে উঠল বিধায়কের ফোন । আজই শীতকালীন অধিবেশনের প্রথম দিন ৷ রীতি মেনে শোকজ্ঞাপনের জন্য নিরবতা পালন চলছিল বিধানসভা কক্ষে ৷ কিন্তু এই শোকজ্ঞাপনের সময়েই বেজে ওঠে বিধায়কের ফোন ৷ যা নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ অধ্য়ক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ।
কয়েক মাস আগেই স্বল্পকালীন আধিবেশনের শোক পালনের সময় বেজে উঠেছিল এক বিধায়কের ফোন ৷ আজ ফের একই ঘটনার পুনরাবৃত্তি ৷ এ দিন শোক পালনের সময় শাসক দলের গাইঘাটার বিধায়ক পুলিনবিহারী রায়ের ফোন বেজে উঠে ৷ আর এতেই বিঘ্নিত হয় পরিবেশ ।
ঘটনায় অসন্তুষ্ট হন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । জানা গেছে, ঘটনার পরেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বিধায়ক পুলিনবিহারী রায়ের ফোন বাজেয়াপ্ত করেন ৷