ETV Bharat / state

Mithun Chakraborty in Bengal: এবিভিপির অনুষ্ঠানে প্রধান অতিথি, রাজ্যে আসছেন 'মিঠুনদা' ? - আমি জাত গোখরো এক ছোবলেই ছবি

আগামী 2 জুন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি-র একটি অনুষ্ঠান হওয়ার কথা ৷ সেখানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস'-এর অভিনেতাকে ৷

ETV Bharat
মিঠুন চক্রবর্তী
author img

By

Published : May 25, 2023, 2:20 PM IST

কলকাতা, 25 মে: সামনের মাসের গোড়ায় বাংলায় আসতে পারেন মিঠুন চক্রবর্তী ৷ তবে কোনও রিয়ালিটি শো বা সিনেমার শুটিং করত নয় ৷ এমনকী বিজেপির দলীয় কর্মসূচিতেও যোগ দিচ্ছেন না 'বাংলার দাদা' ৷ বিজেপি নেতা বঙ্গে আসছেন এবিভিপির অনুষ্ঠানে অংশ নিতে ৷ উল্লেখ্য, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের ছাত্র সংগঠন ৷

2 জুন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মিঠুনের ৷ এই অনুষ্ঠানে অভিনেতা-নেতা মিঠুনই প্রধান অতিথি বলে জানা গিয়েছে ৷ দীর্ঘদিন ধরেই তিনি রাজনীতিতে আছেন ৷ একসময় তৃণমূলে ছিলেন ৷ রাজ্যসভায় তাঁকে সাংসদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পরে রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন ৷ বেশ কিছুদিন সেভাবেই কাটানোর পর 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে দল বদল করেন নেতা ৷ বর্তমানে তিনি গেরুয়া শিবিরের অন্যতম তারক-মুখ ৷ এসবের অনেক আগে বিগত বাম সরকারের সঙ্গেও তাঁর সখ্য নিয়ে চর্চা হত সংবাদমাধ্যমে ৷ প্রয়াত পরিবহণ মন্ত্রী সুভাষ চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে রাজনৈতিক জলঘোলা হয়েছে বিস্তর ৷ একাধিকবার সুভাষের হয়ে তাঁর বিধানসভা এলাকা দমদমে প্রচারও করতে দেখা গিয়েছে অভিনেতাকে।

জানা গিয়েছে, এবিভিপি-র দক্ষিণবঙ্গের ছাত্র সম্মেলনে মিঠুন চক্রবর্তীকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবিভিপির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক যাজ্ঞবল্ক শুক্লা ৷ প্রসঙ্গত, 1976 সালে মৃণাল সেন পরিচালিত মৃগয়া সিনেমায় প্রথম অভিনয় মিঠুন চক্রবর্তীর ৷ এরপর একের পর এক হিট সিনেমায় তিনি আট-নয়ের দশকেও বলিউড কাঁপিয়েছেন ৷ তবে মাঝে ডিস্কো ড্যান্সার হিরোকে রাজনীতির ময়দানে যেভাবে দেখা গিয়েছে, চলচ্চিত্রে সেভাবে দেখা যাচ্ছিল না ৷ সম্প্রতি 2022 সালে তাঁর অভিনীত দু'টি সিনেমা মুক্তি পায়- 'দ্য কাশ্মীর ফাইলস', 'প্রজাপতি' ৷ দু'টি সিনেমাই সাড়া ফেলেছে দু'রকম ভাবে ৷ বিতর্ক তৈরি হয়েছে দু'টি সিনেমা নিয়েই ৷ আর আবারও তাঁর অসংখ্য অনুগামীদের মাঝে ফিরে এসেছেন 'মিঠুনদা' ৷ সিনেজগতে তাঁকে নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে ৷

এমন সময় আরএসএস-এর ছাত্রসংগঠন এবিভিপির সম্মেলনে তাঁর উপস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে । পঞ্চায়েত নির্বাচনের আগে অভিনেতা-নেতা মিঠুন চক্রবর্তীকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর পিছনে বিজেপির রাজনৈতিক কৌশল আছে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ ৷

এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, "তিনি আসবেন শুনে ভয় লাগছে ৷ যদি বলেন, মারব এখানে, লাশ পড়বে শ্মশানে অথবা আমি বেলেবোড়াও নই, জলঢোড়াও নই । আমি জাত গোখরো, এক ছোবলেই ছবি ৷ তাহলেই সর্বনাশ ৷ আর দ্বিতীয় কথা, এই এবিভিপি আবার পড়াবে পড়ুয়াদের ৷ তাহলে তো ইতিহাসটাই ভুলিয়ে দেবে ৷"

আরও পড়ুন: ব্রিগেডের মঞ্চে বিজেপিতে যোগ দিলেন মিঠুন

কলকাতা, 25 মে: সামনের মাসের গোড়ায় বাংলায় আসতে পারেন মিঠুন চক্রবর্তী ৷ তবে কোনও রিয়ালিটি শো বা সিনেমার শুটিং করত নয় ৷ এমনকী বিজেপির দলীয় কর্মসূচিতেও যোগ দিচ্ছেন না 'বাংলার দাদা' ৷ বিজেপি নেতা বঙ্গে আসছেন এবিভিপির অনুষ্ঠানে অংশ নিতে ৷ উল্লেখ্য, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের ছাত্র সংগঠন ৷

2 জুন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মিঠুনের ৷ এই অনুষ্ঠানে অভিনেতা-নেতা মিঠুনই প্রধান অতিথি বলে জানা গিয়েছে ৷ দীর্ঘদিন ধরেই তিনি রাজনীতিতে আছেন ৷ একসময় তৃণমূলে ছিলেন ৷ রাজ্যসভায় তাঁকে সাংসদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পরে রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন ৷ বেশ কিছুদিন সেভাবেই কাটানোর পর 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে দল বদল করেন নেতা ৷ বর্তমানে তিনি গেরুয়া শিবিরের অন্যতম তারক-মুখ ৷ এসবের অনেক আগে বিগত বাম সরকারের সঙ্গেও তাঁর সখ্য নিয়ে চর্চা হত সংবাদমাধ্যমে ৷ প্রয়াত পরিবহণ মন্ত্রী সুভাষ চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে রাজনৈতিক জলঘোলা হয়েছে বিস্তর ৷ একাধিকবার সুভাষের হয়ে তাঁর বিধানসভা এলাকা দমদমে প্রচারও করতে দেখা গিয়েছে অভিনেতাকে।

জানা গিয়েছে, এবিভিপি-র দক্ষিণবঙ্গের ছাত্র সম্মেলনে মিঠুন চক্রবর্তীকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবিভিপির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক যাজ্ঞবল্ক শুক্লা ৷ প্রসঙ্গত, 1976 সালে মৃণাল সেন পরিচালিত মৃগয়া সিনেমায় প্রথম অভিনয় মিঠুন চক্রবর্তীর ৷ এরপর একের পর এক হিট সিনেমায় তিনি আট-নয়ের দশকেও বলিউড কাঁপিয়েছেন ৷ তবে মাঝে ডিস্কো ড্যান্সার হিরোকে রাজনীতির ময়দানে যেভাবে দেখা গিয়েছে, চলচ্চিত্রে সেভাবে দেখা যাচ্ছিল না ৷ সম্প্রতি 2022 সালে তাঁর অভিনীত দু'টি সিনেমা মুক্তি পায়- 'দ্য কাশ্মীর ফাইলস', 'প্রজাপতি' ৷ দু'টি সিনেমাই সাড়া ফেলেছে দু'রকম ভাবে ৷ বিতর্ক তৈরি হয়েছে দু'টি সিনেমা নিয়েই ৷ আর আবারও তাঁর অসংখ্য অনুগামীদের মাঝে ফিরে এসেছেন 'মিঠুনদা' ৷ সিনেজগতে তাঁকে নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে ৷

এমন সময় আরএসএস-এর ছাত্রসংগঠন এবিভিপির সম্মেলনে তাঁর উপস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে । পঞ্চায়েত নির্বাচনের আগে অভিনেতা-নেতা মিঠুন চক্রবর্তীকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর পিছনে বিজেপির রাজনৈতিক কৌশল আছে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ ৷

এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, "তিনি আসবেন শুনে ভয় লাগছে ৷ যদি বলেন, মারব এখানে, লাশ পড়বে শ্মশানে অথবা আমি বেলেবোড়াও নই, জলঢোড়াও নই । আমি জাত গোখরো, এক ছোবলেই ছবি ৷ তাহলেই সর্বনাশ ৷ আর দ্বিতীয় কথা, এই এবিভিপি আবার পড়াবে পড়ুয়াদের ৷ তাহলে তো ইতিহাসটাই ভুলিয়ে দেবে ৷"

আরও পড়ুন: ব্রিগেডের মঞ্চে বিজেপিতে যোগ দিলেন মিঠুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.