কলকাতা, 31 মার্চ : বিশেষ আইনের নামে সিবিআই নিজেদের ক্ষমতার অপব্যবহার করছে ৷ এই দাবি করে কলকাতা হাইকোর্টে দায়ের হল একটি জনস্বার্থ মামলা । বিচারপতি আই পি মুখোপাধ্যায় ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের বিশেষ বেঞ্চ গ্রহণ করল জনস্বার্থ মামলাটি ।
মামলাকারীর তরফে আইনজীবীর জিষ্ণু সাহা বলেন," 1946 সালে দিল্লি পুলিশ এস্টাবলিশমেন্ট আইনের কথা বলে সিবিআই বিভিন্ন রাজ্যের এলাকায় ঢুকে আইপিসিতে অভিযোগ থাকা ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করছে । কিন্তু এই আইনে বলা আছে কোনও ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করতে গেলে রাজ্যের অনুমতি ছাড়া তদন্ত করতে পারবে না সিবিআই । এব্যাপারে যে অনুমতি লাগে রাজ্য সরকার 2018 সালের 16 নভেম্বর তা প্রত্যাহার করে নিয়েছে । ফলে সিবিআইয়ের কার্যত ক্ষমতাই নেই তদন্ত করার ।"
রাজ্যের তরফে অ্যাডিশনাল এডভোকেট জেনারেল অভ্রতোষ মজুমদার বলেন," এর ফলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে একটা আইনি যুদ্ধের অবতারণা হচ্ছে।" যদিও সিবিআইয়ের তরফে কোনও আইনজীবী আদালতে হাজির ছিলেন না । এরপরই বিচারপতি আই পি মুখোপাধ্যায় ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ তাদের নির্দেশে জানান বিষয়টি অত্যন্ত সংবেদনশীল । আদালত জনস্বার্থ মামলাটি গ্রহণ করছে এবং রেগুলার বেঞ্চে যাতে মামলার শুনানি হয় সেই নির্দেশ দেওয়া হচ্ছে ।