ETV Bharat / state

ভিন রাজ্য ফেরত শ্রমিকরা যোগ দিচ্ছেন কুমোরটুলিতে, মিটছে রুটি-রুজির তাগিদ

ভিন রাজ্য ফেরত শ্রমিকরা কাজ হারিয়ে ফিরে এসেছেন নিজ রাজ্যে । কিন্তু নতুন কাজ পাওয়ার চিন্তা রয়েছে । এই অবস্থায় কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে কুমোরটুলি । অনেকেই মৃৎশিল্পীদের সহযোগীর কাজে যোগ দিচ্ছেন । এতে একদিকে তাঁদের রুটি-রুজির তাগিদও মিটছে । অন্যদিকে কাজে গতি আসছে কুমোরটুলিতেও ।

aa
কুমারটুলি
author img

By

Published : Sep 1, 2020, 8:44 PM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর : ভিনরাজ্য ফেরত শ্রমিকদের নতুন আশার আলো দেখাচ্ছে কুমোরটুলি । কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন রাজ্যের বহু শ্রমিক । কিন্তু কোরোনা সংক্রমণে রাশ টানতে দেশজুড়ে শুরু হয় লকডাউন । বন্ধ হয়ে যায় কলকারখানা । কাজ হারান কয়েক লাখ শ্রমিক । নিজের রাজ্যে ফিরে আসতে বাধ্য হন । কিন্তু এখানেও কাজ কোথায়? অধিকাংশ কলকারখানা এখনও বন্ধ রয়েছে । এদিকে প্রাণের ঝুঁকি নিয়ে পুনরায় অন্য রাজ্য যেতে চাইছেন না অনেকেই । পাঁচ মাস বাড়িতে বসা । তৈরি হয়েছে আর্থিক মন্দা । রোজগার বন্ধ । অভাব ও টানাটানির সংসারে বাড়িতে বসে থাকাও সম্ভব হচ্ছে না । এই কঠিন পরিস্থিতিতে কিছুটা হল আশার আলো দেখাচ্ছে কুমোরটুলি।


নদিয়া, মুর্শিদাবাদ, মেদিনীপুর, বর্ধমান জেলা থেকে বহু শ্রমিক এক সময় কুমোরটুলিতে প্রতিমা তৈরির কাজ করতেন । পরে রোজগার বাড়াতে ভিন রাজ্যে কাজের খোঁজে চলে যান বহু শ্রমিক । দীর্ঘ 10-15 বছর ধরে ভিন রাজ্যেই কাজ করছিলেন বহু শ্রমিক । কিন্তু কোরোনা সংক্রমণে সর্বস্ব হারিয়ে আজ প্রায় অনাহারে দিন কাটছিল । অর্থাভাব মেটাতে কুমোরটুলিতে কাজের খোঁজে ফিরেছেন বহু শ্রমিক । কাজ ফিরে পেয়ে হাসি ফুটছে তাঁদের মুখে ।

রুটি-রুজির তাগিদে ভিন রাজ্য ফেরত শ্রমিকরা কুমোরটুলিতে যোগ দিচ্ছেন

ক'দিন বাদেই দুর্গাপুজো । তবে এবছর কোরোনা সংক্রমণের জেরে পুজো হবে কি না তা নিয়ে সংশয় ছিল । কোরোনা কেড়েছিল কুমোরটুলি চেনা ব্যস্ততা । আনলক পর্বের শুরুতে হাতেগোনা কয়েকজন শিল্পীর ঘর বাদে বেশিরভাগ জনেরই ঝাঁপ বন্ধ ছিল । কিন্তু বেশ কয়েকদিন আগে থেকে রাজ্যে সংক্রমণ নিম্নগামী হওয়ার পর মুখ্যমন্ত্রী জানান, ছোটো করে হলেও পুজো হবে । তবে মানতে হবে নিয়ম-নীতি । এরপরেই কিছুটা হলেও ছন্দ ফেরে কুমোরটুলিতে । আশা জেগেছে মৃৎশিল্পীদের মনে । কিন্তু শিল্পীর অভাবে কাজে গতি আসছিল না । বাড়তি শ্রমিক পেতে কাজে গতি ফিরেছে ।

কুমোরটুলি মৃৎশিল্পী সংস্কৃতি সমিতির সম্পাদক বাবু পাল জানিয়েছেন ইতিমধ্যেই 500 থেকে 600 শ্রমিক কাজের খোঁজে ফিরে এসেছেন কুমোরটুলিতে । কিছু কিছু কাজের অর্ডার আসছিল । কিন্তু শ্রমিক না থাকায় শিল্পীরা দুশ্চিন্তায় ছিলেন । অভাবের তাড়নায় ভিনরাজ্য ফেরত শ্রমিকরা কাজের খোঁজ করছিলেন । সেই সব শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করা হয় । ক্রমশ তাঁরা আসতে শুরু করেছেন । তিনি জানিয়েছেন, "আমরা আশাবাদী আগামী মাস থেকে আরও বেশি সংখ্যক শ্রমিক আসবেন ।"

কাজের খোঁজে আসা ভিন রাজ্য ফেরত শ্রমিকরা জানিয়েছেন তাঁরা কেউ বেঙ্গালুরু কেউ হায়দরাবাদ, কেউ মুম্বই, কেউ বা উত্তরপ্রদেশে কাজ করতেন । কিন্তু কোরোনা ও লকডাউনের জেরে ভিন রাজ্যে গিয়ে কাজ করার সুযোগ নেই । তাই কুমোরটুলিতে কাজের খোঁজে ফিরে এসেছেন । কাজ ফিরে পেয়ে বেশ নিশ্চিন্ত বলে জানিয়েছেন তাঁরা ।

কলকাতা, 1 সেপ্টেম্বর : ভিনরাজ্য ফেরত শ্রমিকদের নতুন আশার আলো দেখাচ্ছে কুমোরটুলি । কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন রাজ্যের বহু শ্রমিক । কিন্তু কোরোনা সংক্রমণে রাশ টানতে দেশজুড়ে শুরু হয় লকডাউন । বন্ধ হয়ে যায় কলকারখানা । কাজ হারান কয়েক লাখ শ্রমিক । নিজের রাজ্যে ফিরে আসতে বাধ্য হন । কিন্তু এখানেও কাজ কোথায়? অধিকাংশ কলকারখানা এখনও বন্ধ রয়েছে । এদিকে প্রাণের ঝুঁকি নিয়ে পুনরায় অন্য রাজ্য যেতে চাইছেন না অনেকেই । পাঁচ মাস বাড়িতে বসা । তৈরি হয়েছে আর্থিক মন্দা । রোজগার বন্ধ । অভাব ও টানাটানির সংসারে বাড়িতে বসে থাকাও সম্ভব হচ্ছে না । এই কঠিন পরিস্থিতিতে কিছুটা হল আশার আলো দেখাচ্ছে কুমোরটুলি।


নদিয়া, মুর্শিদাবাদ, মেদিনীপুর, বর্ধমান জেলা থেকে বহু শ্রমিক এক সময় কুমোরটুলিতে প্রতিমা তৈরির কাজ করতেন । পরে রোজগার বাড়াতে ভিন রাজ্যে কাজের খোঁজে চলে যান বহু শ্রমিক । দীর্ঘ 10-15 বছর ধরে ভিন রাজ্যেই কাজ করছিলেন বহু শ্রমিক । কিন্তু কোরোনা সংক্রমণে সর্বস্ব হারিয়ে আজ প্রায় অনাহারে দিন কাটছিল । অর্থাভাব মেটাতে কুমোরটুলিতে কাজের খোঁজে ফিরেছেন বহু শ্রমিক । কাজ ফিরে পেয়ে হাসি ফুটছে তাঁদের মুখে ।

রুটি-রুজির তাগিদে ভিন রাজ্য ফেরত শ্রমিকরা কুমোরটুলিতে যোগ দিচ্ছেন

ক'দিন বাদেই দুর্গাপুজো । তবে এবছর কোরোনা সংক্রমণের জেরে পুজো হবে কি না তা নিয়ে সংশয় ছিল । কোরোনা কেড়েছিল কুমোরটুলি চেনা ব্যস্ততা । আনলক পর্বের শুরুতে হাতেগোনা কয়েকজন শিল্পীর ঘর বাদে বেশিরভাগ জনেরই ঝাঁপ বন্ধ ছিল । কিন্তু বেশ কয়েকদিন আগে থেকে রাজ্যে সংক্রমণ নিম্নগামী হওয়ার পর মুখ্যমন্ত্রী জানান, ছোটো করে হলেও পুজো হবে । তবে মানতে হবে নিয়ম-নীতি । এরপরেই কিছুটা হলেও ছন্দ ফেরে কুমোরটুলিতে । আশা জেগেছে মৃৎশিল্পীদের মনে । কিন্তু শিল্পীর অভাবে কাজে গতি আসছিল না । বাড়তি শ্রমিক পেতে কাজে গতি ফিরেছে ।

কুমোরটুলি মৃৎশিল্পী সংস্কৃতি সমিতির সম্পাদক বাবু পাল জানিয়েছেন ইতিমধ্যেই 500 থেকে 600 শ্রমিক কাজের খোঁজে ফিরে এসেছেন কুমোরটুলিতে । কিছু কিছু কাজের অর্ডার আসছিল । কিন্তু শ্রমিক না থাকায় শিল্পীরা দুশ্চিন্তায় ছিলেন । অভাবের তাড়নায় ভিনরাজ্য ফেরত শ্রমিকরা কাজের খোঁজ করছিলেন । সেই সব শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করা হয় । ক্রমশ তাঁরা আসতে শুরু করেছেন । তিনি জানিয়েছেন, "আমরা আশাবাদী আগামী মাস থেকে আরও বেশি সংখ্যক শ্রমিক আসবেন ।"

কাজের খোঁজে আসা ভিন রাজ্য ফেরত শ্রমিকরা জানিয়েছেন তাঁরা কেউ বেঙ্গালুরু কেউ হায়দরাবাদ, কেউ মুম্বই, কেউ বা উত্তরপ্রদেশে কাজ করতেন । কিন্তু কোরোনা ও লকডাউনের জেরে ভিন রাজ্যে গিয়ে কাজ করার সুযোগ নেই । তাই কুমোরটুলিতে কাজের খোঁজে ফিরে এসেছেন । কাজ ফিরে পেয়ে বেশ নিশ্চিন্ত বলে জানিয়েছেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.