কলকাতা, 12 ডিসেম্বর: ফের বিচারবিভাগীয় হেফাজতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷ সোমবার নিয়োগ দুর্নীতি (Bengal Recruitment Scam) সংক্রান্ত মামলায় গ্রেফতার হওয়া এই হেভিওয়েট তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতাকে পেশ করা হয়েছিল আলিপুর আদালতে (Alipore Court) ৷ শুনানি শেষে বিচারক আগামী 22 ডিসেম্বর পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়কে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ৷
যদিও তার আগে শুনানি চলাকালীন বিচারকের সামনে একাধিক অভিযোগ তুলে ধরেন রাজ্যের শাসক দলের প্রাক্তন মহাসচিব ৷ তাঁর বিরুদ্ধে ইডি (ED) ও সিবিআই (CBI) বারবার আদালতে ‘লার্জার কন্সপিরেসির’ কথা তুলে ধরছে ৷ সেটা আসলে কী, এদিন শুনানির সময় প্রশ্ন তোলেন এই তৃণমূল বিধায়ক ৷
এদিন আদালতে পার্থ বলেন, ‘‘সামাজিকভাবে আমার চরিত্র হনন করার প্রবণতা দেখা যাচ্ছে ৷ সেটা দেখুক আদালত ।প্রতিদিন শুনছি লার্জার কন্সপিরেসি ৷ বিচার চাইছি আপনার কাছে ।’’ তিনি আরও বলেন, ‘‘এরপর আর কেউ জনপ্রতিনিধি হতে চাইবে না । আমাদের জায়গায় ইডি-সিবিআইকে বসিয়ে দিন ।" একই সঙ্গে স্কুলে শিক্ষক, অশিক্ষক কর্মী নিয়োগে যে বিশেষ কমিটির কথা বলা হয়েছে, সেই ধরনের কোনও কমিটিতে তিনি ছিলেন না বলে জানালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ।
এদিকে এদিন গ্রুপ-ডি মামলায় অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্যকে এবার গ্রুপ-সি মামলায় হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানায় সিবিআই । এদিন পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকেও আলিপুর আদালতে তোলা হয় । সেই আবেদনও এদিন খারিজ করে দেয় আদালত ৷ 22 ডিসেম্বর পর্যন্ত সুবীরেশকেও জেল হেফাজতে পাঠিয়েছে আদালত ৷
এদিন এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা-সহ নিয়োগ কমিটির পাঁচজন সদস্যকেও আদালতে পেশ করা হয় ৷ প্রত্যেককেই আগামী 22 ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে আদালত ৷
অন্যদিকে এদিন আদালতে প্রবেশের মুখে সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান যে ডিসেম্বর নিয়ে তৃণমূল কংগ্রেসকে হুমকি দেওয়া হচ্ছে । এতে কি তৃণমূলের কোনও ক্ষতি হবে ? তখনই উত্তরে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, ‘‘তৃণমূলের কেউ কোনও ক্ষতি করতে পারবে না ৷’’
রাজনৈতিক মহলের মতে, এই মুহূর্তে তৃণমূলে ব্রাত্য পার্থ । দল তাঁর পাশে দাঁড়ায়নি । তৃণমূল তাঁকে সবরকম পদ থেকে তো সরিয়ে দেওয়া হয়েছেই, মন্ত্রিসভা থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে । তবুও তিনি যে তৃণমূল কংগ্রেসের সঙ্গেই রয়েছেন ৷ এদিন সেই বার্তাই দিতে চেয়েছেন তিনি ৷
আরও পড়ুন: তৃণমূলের কেউ কোনও ক্ষতি করতে পারবে না, মন্তব্য পার্থর