ETV Bharat / state

Kolkata Metro Rail: মহাবীর জয়ন্তীতে কমানো হয়েছে মেট্রোর সংখ্যা - Kolkata Metro Rail

দেশের অনান্য প্রান্তের মতোই মহাবীর জয়ন্তী ধুমধাম করে পালন হয়ে থাকে শহর কলকাতায় ৷ ছুটির দিন থাকায় শহর কলকাতায় 234টি মেট্রোর মধ্যে 117টি আপ ও 117টি ডাউন মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ ৷

Etv Bharat
মহাবীর জয়ন্তীতে চলবে কম মেট্রো
author img

By

Published : Mar 30, 2023, 10:48 PM IST

কলকাতা, 30 মার্চ: আগামী 3 এপ্রিল অর্থাৎ সোমবার মহাবীর জয়ন্তীর দিন কমানো হয়েছে মেট্রোর সংখ্যা ৷ 288টির মেট্রোর পরিবর্তে ওই দিন চালানো হবে 234টি মেট্রো ৷ এমনটাই জানানো হয়েছে মেট্রো রেলের তরফে ৷ সোমবার মহাবীর জয়ন্তী উপলক্ষ্যে রাজ্য সরকারের তরফে ছুটি ঘোষণা করা হয়েছে । ফলে স্কুল, কলেজ এবং বহু সরকারি অফিস বন্ধ থাকবে ৷ যেহেতু ছুটির দিন, তাই মেট্রো রেলের তরফে জানানো হয়েছে ব্লু লাইন অর্থাৎ মেট্রোর নর্থ সাউথ করিডোরে কম সংখ্যক মেট্রো চালানো হবে ।

দেশের অনান্য প্রান্তের মতোই মহাবীর জয়ন্তী ধুমধাম করে পালন হয়ে থাকে শহর কলকাতায় ৷ ফলে ছুটির দিন থাকায় শহর কলকাতায় 234টি মেট্রোর মধ্যে 117টি আপ ও 117টি ডাউন মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ ৷ জানা গিয়েছে, দিনের প্রথম মেট্রো পরিষেবা দমদম থেকে কবি সুভাষ যাওয়ার ট্রেনের সময় অপরিবর্তিত থাকছে। অর্থাৎ প্রতিদিনের মতো ওই দিনও পরিষেবা শুরু হবে সকাল 6.50 মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন যাওয়ার সময় অপরিবর্তিত থাকছে প্রতিদিনের মতো, সকাল 6.50 মিনিটে ট্রেন পাওয়া যাবে।

আরও পড়ুন: এক্সপ্রেসের পর এবার ডিপো, হাওড়ার ঝিলপাড়ে উদ্বোধন হল বন্দে ভারতের রক্ষণাবেক্ষণ ডিপো

দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে অর্থাৎ প্রতিদিনের মতো সকাল 6.50 মিনিটেই ট্রেন পাওয়া যাবে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো সময়ও থাকছে অপরিবর্তিত৷ প্রতিদিনের মতো প্রথম ট্রেন পাওয়া যাবে সকাল 7টায়। দিনের শেষ পরিষেবা দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে নির্দিষ্ট সময় অর্থাৎ রাত 9.28 মিনিটেই। কবি সুভাষ থেকে দমদম যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:40 মিনিটে। দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রোর সময়ও অপরিবর্তিত থাকছে । কবি সুভাষ থেকে দমদম যাওয়ার শেষ মেট্রো সময়ও অপরিবর্তিত থাকছে অর্থাৎ রোজকার মতো ওই দিন মেট্রো পাওয়া যাবে রাত 9:40 মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের শেষ মেট্রোর সময়ও অপরিবর্তিত থাকছে অর্থাৎ রোজকার মতো শেষ মেট্রোর সময় রাত 9:30 মিনিট।

কলকাতা, 30 মার্চ: আগামী 3 এপ্রিল অর্থাৎ সোমবার মহাবীর জয়ন্তীর দিন কমানো হয়েছে মেট্রোর সংখ্যা ৷ 288টির মেট্রোর পরিবর্তে ওই দিন চালানো হবে 234টি মেট্রো ৷ এমনটাই জানানো হয়েছে মেট্রো রেলের তরফে ৷ সোমবার মহাবীর জয়ন্তী উপলক্ষ্যে রাজ্য সরকারের তরফে ছুটি ঘোষণা করা হয়েছে । ফলে স্কুল, কলেজ এবং বহু সরকারি অফিস বন্ধ থাকবে ৷ যেহেতু ছুটির দিন, তাই মেট্রো রেলের তরফে জানানো হয়েছে ব্লু লাইন অর্থাৎ মেট্রোর নর্থ সাউথ করিডোরে কম সংখ্যক মেট্রো চালানো হবে ।

দেশের অনান্য প্রান্তের মতোই মহাবীর জয়ন্তী ধুমধাম করে পালন হয়ে থাকে শহর কলকাতায় ৷ ফলে ছুটির দিন থাকায় শহর কলকাতায় 234টি মেট্রোর মধ্যে 117টি আপ ও 117টি ডাউন মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ ৷ জানা গিয়েছে, দিনের প্রথম মেট্রো পরিষেবা দমদম থেকে কবি সুভাষ যাওয়ার ট্রেনের সময় অপরিবর্তিত থাকছে। অর্থাৎ প্রতিদিনের মতো ওই দিনও পরিষেবা শুরু হবে সকাল 6.50 মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন যাওয়ার সময় অপরিবর্তিত থাকছে প্রতিদিনের মতো, সকাল 6.50 মিনিটে ট্রেন পাওয়া যাবে।

আরও পড়ুন: এক্সপ্রেসের পর এবার ডিপো, হাওড়ার ঝিলপাড়ে উদ্বোধন হল বন্দে ভারতের রক্ষণাবেক্ষণ ডিপো

দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে অর্থাৎ প্রতিদিনের মতো সকাল 6.50 মিনিটেই ট্রেন পাওয়া যাবে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো সময়ও থাকছে অপরিবর্তিত৷ প্রতিদিনের মতো প্রথম ট্রেন পাওয়া যাবে সকাল 7টায়। দিনের শেষ পরিষেবা দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে নির্দিষ্ট সময় অর্থাৎ রাত 9.28 মিনিটেই। কবি সুভাষ থেকে দমদম যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:40 মিনিটে। দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রোর সময়ও অপরিবর্তিত থাকছে । কবি সুভাষ থেকে দমদম যাওয়ার শেষ মেট্রো সময়ও অপরিবর্তিত থাকছে অর্থাৎ রোজকার মতো ওই দিন মেট্রো পাওয়া যাবে রাত 9:40 মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের শেষ মেট্রোর সময়ও অপরিবর্তিত থাকছে অর্থাৎ রোজকার মতো শেষ মেট্রোর সময় রাত 9:30 মিনিট।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.