ETV Bharat / state

Metro Services Increase: পয়লা জানুয়ারি বাড়ানো হল মেট্রোর সংখ্যা, গ্রিন লাইনেও মিলবে পরিষেবা - Metro Services

1 জানুয়ারি রবিবার অর্থাৎ ছুটির দিন ৷ সেইদিন চলবে বাড়তি মেট্রো পরিষেবা ৷ ওইদিন ব্লু লাইনে বাড়ানো হয়েছে মেট্রোর সংখ্যাও ৷ পাশপাশি গ্রিন লাইনে এদিন বন্ধ থাকে মেট্রো পরিষেবা ৷ কিন্তু 1 জানুয়ারি চালু থাকবে মেট্রো পরিষেবা ৷ যাত্রীদের সুবিধার্থে এমনই পদক্ষেপ নেওয়া হয়েছে কলকাতা মেট্রো রেলের তরফে ৷

Metro Services
শিয়ালদা মেট্রো পরিষেবা
author img

By

Published : Dec 29, 2022, 7:26 PM IST

কলকাতা, 29 ডিসেম্বর: আগামী বছরের প্রথমদিন অর্থাৎ 1 জানুয়ারি চলবে বাড়তি মেট্রো পরিষেবা। এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে। যাত্রীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে ওইদিন ব্লু লাইনে বাড়ানো হয়েছে মেট্রো পরিষেবা। পাশপাশি গ্রিন লাইনে রবিবার অর্থাৎ ছুটির দিনে বন্ধ থাকে মেট্রো পরিষেবা ৷ কিন্তু 1 জানুয়ারি চালু থাকবে মেট্রো পরিষেবা ৷

উল্লেখ্য, সাধারণত রবিবার ছুটির দিন বলে নর্থ-সাউথ করিডোরে সারাদিনে চলে মোট 130টি মেট্রো পরিষেবা। তবে বছরের প্রথমদিনে বহু ইতি উতি ঘুরতে বেরিয়ে পড়েন। তাই ওইদিন সারাদিনে চলবে মোট 188টি (94টি আপ ও 94টি ডাউন) মেট্রো। পাশাপাশি এগিয়ে আনা হয়েছে প্রথম মেট্রোর সময়ও।

  • 1 জানিয়ারি ব্লু লাইনে দিনের প্রথম মেট্রো মিলবে সকাল 06.50 মিনিটে এবং দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 10.35 মিনিটে।

    আগামী রবিবার ব্লু লাইনে দিনের প্রথম পরিষেবা:
  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06.50 মিনিটে।
  • দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06.50 মিনিটে।
  • দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06.55 মিনিটে।
  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 07.00 মিনিটে।

ওইদিন দিনের শেষ মেট্রো:

  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 21.28 মিনিটে ৷
  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 21.30 মিনিটে।
  • দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 21.40 মিনিটে ৷
  • কবি সুভাষ থেকে দমদম যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 21.40 মিনিটে।

অন্যদিকে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোর বা গ্রিন লাইনের সারাদিনে চালানো হবে 44টি পরিষেবা (22টি আপ ও 22টি ডাউন)। গ্রিনলাইনে পরিষেবা শুরু হবে সকাল 9টা থেকে ৷ চলবে রাত 7.50 মিনিট পর্যন্ত। প্রতি 30 মিনিট অন্তর পাওয়া যাবে একটি মেট্রো। যদিও সাধারণত রবিবার ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরে পরিষেবা বন্ধ থাকে।



আগামী রবিবার গ্রিন লাইনে দিনের প্রথম পরিষেবা:

  • শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 09.00 মিনিটে।
  • সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ স্টেশন যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 09.00 মিনিটে।

    ওইদিন দিনের শেষ পরিষেবা:
  • শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 07.30 মিনিটে।
  • সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাবার দিনে শেষ মেট্রো পাওয়া যাবে রাত 07.30 মিনিটে।

কলকাতা, 29 ডিসেম্বর: আগামী বছরের প্রথমদিন অর্থাৎ 1 জানুয়ারি চলবে বাড়তি মেট্রো পরিষেবা। এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে। যাত্রীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে ওইদিন ব্লু লাইনে বাড়ানো হয়েছে মেট্রো পরিষেবা। পাশপাশি গ্রিন লাইনে রবিবার অর্থাৎ ছুটির দিনে বন্ধ থাকে মেট্রো পরিষেবা ৷ কিন্তু 1 জানুয়ারি চালু থাকবে মেট্রো পরিষেবা ৷

উল্লেখ্য, সাধারণত রবিবার ছুটির দিন বলে নর্থ-সাউথ করিডোরে সারাদিনে চলে মোট 130টি মেট্রো পরিষেবা। তবে বছরের প্রথমদিনে বহু ইতি উতি ঘুরতে বেরিয়ে পড়েন। তাই ওইদিন সারাদিনে চলবে মোট 188টি (94টি আপ ও 94টি ডাউন) মেট্রো। পাশাপাশি এগিয়ে আনা হয়েছে প্রথম মেট্রোর সময়ও।

  • 1 জানিয়ারি ব্লু লাইনে দিনের প্রথম মেট্রো মিলবে সকাল 06.50 মিনিটে এবং দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 10.35 মিনিটে।

    আগামী রবিবার ব্লু লাইনে দিনের প্রথম পরিষেবা:
  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06.50 মিনিটে।
  • দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06.50 মিনিটে।
  • দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06.55 মিনিটে।
  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 07.00 মিনিটে।

ওইদিন দিনের শেষ মেট্রো:

  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 21.28 মিনিটে ৷
  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 21.30 মিনিটে।
  • দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 21.40 মিনিটে ৷
  • কবি সুভাষ থেকে দমদম যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 21.40 মিনিটে।

অন্যদিকে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোর বা গ্রিন লাইনের সারাদিনে চালানো হবে 44টি পরিষেবা (22টি আপ ও 22টি ডাউন)। গ্রিনলাইনে পরিষেবা শুরু হবে সকাল 9টা থেকে ৷ চলবে রাত 7.50 মিনিট পর্যন্ত। প্রতি 30 মিনিট অন্তর পাওয়া যাবে একটি মেট্রো। যদিও সাধারণত রবিবার ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরে পরিষেবা বন্ধ থাকে।



আগামী রবিবার গ্রিন লাইনে দিনের প্রথম পরিষেবা:

  • শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 09.00 মিনিটে।
  • সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ স্টেশন যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 09.00 মিনিটে।

    ওইদিন দিনের শেষ পরিষেবা:
  • শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 07.30 মিনিটে।
  • সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাবার দিনে শেষ মেট্রো পাওয়া যাবে রাত 07.30 মিনিটে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.