কলকাতা, 15 সেপ্টেম্বর: ফের মেট্রো বিভ্রাট ৷ শুক্রবার বেলা 11.54 মিনিট থেকে 10 মিনিটের জন্য বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা ৷ পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড মেট্রো লাইনে সমস্যা দেখা যায় ৷ তার জেরে 10 মিনিটের জন্য থমকে যায় গিরিশ পার্ক ও ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা ৷ বেলা 12.05 মিনিট নাগাদ স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা ৷
ব্যস্ত সময়ে হঠাৎ মেট্রো পরিষেবা বিঘ্নিত হওয়ায় সমস্য়ায় পড়েন নিত্য় যাত্রীরা ৷ মেট্রোরেল সূত্রে খবর, সকাল থেকে মেট্রো পরিষেবা স্বাভাবিক ছিল ৷ বেলা 11.54 মিনিট নাগাদ পার্ক স্ট্রিট ও এসপ্ল্যানেডের মেট্রোর লাইনে কেবেল হঠাৎই সমস্যা দেখা দেয় ৷ যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে গিরিশ পার্ক ও ময়দানের মধ্যে পরিষেবা বন্ধ করে দেওয়া হয় ৷ তবে যাত্রীদের সুবিধার্থে গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর এবং ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা চালু রাখা হয়েছিল ৷
কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় মিনিট দশেকের জন্য় পরিষেবা বন্ধ করে দেওয়া হয় ৷ খবর পেয়েই ঘটনাস্থলে মেট্রো কর্মীরা পৌঁছে যান ৷ দ্রুত সমস্যার সমাধান করে পরিষেবা স্বাভাবিক করেন ৷ বেশ কিছুক্ষণ পর 12.05 মিনিট নাগাদ আবার পরিষেবাও স্বাভাবিক হয়েছে । আপ লাইনে ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রথম মেট্রো চালানো হয় বেলা 12.06 মিনিটে । পাশাপাশি ডাউন লাইনে গিরিশ পার্ক থেকে কবি সুভাষ মেট্রোর উদ্দেশ্যে মেট্রো রওনা হয় 12.10 মিনিটে ।
আরও পড়ুন: 'আত্মহত্যা নয়, দ্রুত গন্তব্যে পৌঁছনর মাধ্যমই মেট্রো' বার্তা কর্তৃপক্ষের
যাত্রী পরিষেবায় গতি বাড়ছে মেট্রোর । তারপরেও,কখনও যান্ত্রিক গোলোযোগে থমকে যাচ্ছে মেট্রো। কখনও বা আত্মহত্যার মতো ঘটনায় চিন্তা বাড়ছে মেট্রো কর্তৃপক্ষের । যদিও, মেট্রো রেল যে আত্মহত্যার জায়গা নয়, তা স্পষ্ট করতে কড়া পদক্ষেপ করা হয়েছে । কয়েকদিন আগেই মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, মেট্রো রেলে আত্মহত্যা ঠেকাতে ইতিমধ্যেই সচেতনতা মূলক প্রচার চালানো হচ্ছে ৷ যান্ত্রিক ত্রুটি রোধেও একইভাবে উদ্যোগ নিচ্ছে মেট্রো ।