কলকাতা, 4 মে: ট্র্যাক মেরামতের জন্য আগামী শনি ও রবিবার কলকাতা মেট্রোরেলের উত্তর-দক্ষিণ শাখায় মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ স্টেশনের মধ্যে মেট্রো চলাচল নিয়ন্ত্রণ করা হবে । বৃহস্পতিবার এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রোরেলের পক্ষ থেকে ।
চলতি মাসে এবং আগামী মাসের সপ্তাহান্তে বেশ কয়েকটি দিন ব্লু লাইনের ট্র্যাক মেরামতের কাজের জন্য পাওয়ার ব্লক নেওয়া হয়েছে । যে দিনগুলিতে কাজের জন্য পাওয়ার ব্লক নেওয়া হয়েছে সেগুলি হল 6, 7, 13, 14, 20, 21, 27, 28 মে, 3, 4 ও 11 জুন ৷ একাধিক দিন হলেও যাত্রীদের সুবিধার্থে সপ্তাহান্তে প্রতিটি শনিবার এবং রবিবার রাতের দিকেই পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে । এর ফলে নিত্যযাত্রীদের কোনও সমস্যা হবে না ।
যে শনিবারগুলিতে পাওয়ার ব্লকের জন্য পরিষেবা নিয়ন্ত্রণ করা হয়েছে সেগুলি হল : 6, 13, 20, 27 মে ও 3 জুন । এই দিনগুলিতে দক্ষিণেশ্বর, দমদম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত সকাল 6টা 50 মিনিট থেকে 10টা পর্যন্ত স্বাভাবিক পরিষেবা থাকবে । তবে মহানায়ক উত্তম কুমার ও কবি সুভাষ অংশে ওই দিনগুলিতে সকাল 6টা 50 মিনিট থেকে 10টা পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে । অর্থাৎ, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত সকল 10টা থেকে পরিষেবা স্বাভাবিক হবে বলে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে ।
যে রবিবারগুলিতে পাওয়ার ব্লকের জন্য পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে সেগুলি হল 7, 15, 21 মে এবং 4 জুন । এই দিনগুলিতে দক্ষিণেশ্বর, দমদম থেকে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন পর্যন্ত সকাল 9টা থেকে 10টা পর্যন্ত পরিষেবা স্বাভাবিক থাকবে । তবে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত সকাল ন'টা থেকে দশটা পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে । এরপর আবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত সকাল 10টা থেকে পরিষেবা স্বাভাবিক হবে । এছাড়াও 28 মে এবং 11 জুন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত সকাল ন'টার পরিবর্তে সকাল দশটা থেকে পরিষেবা শুরু হবে ।
আরও পড়ুন : আধিকারিকদের নিয়ে গঙ্গার নীচ দিয়ে পরীক্ষামূলক রান মেট্রোর