ETV Bharat / state

পঞ্চমীর সন্ধ্যায় ব্যাহত মেট্রো পরিষেবা - metro service

পঞ্চমীর সন্ধ্যায় ব্যাহত মেট্রো পরিষেবা । নাজেহাল যাত্রীরা ।

পঞ্চমীর সন্ধ্যায় ব্যাহত মেট্রো পরিষেবা
author img

By

Published : Oct 3, 2019, 7:55 PM IST

Updated : Oct 3, 2019, 8:56 PM IST

কলকাতা, 3 অক্টোবর : পঞ্চমীর সন্ধ্যায় হঠাৎই ব্যাহত হয়ে পড়ে মেট্রো পরিষেবা । ঘটনার জেরে নাজেহাল যাত্রীরা ।

আজ সন্ধ্যা 7টা নাগাদ গিরিশ পার্ক আপ লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । এর জেরে ব্যাহত হয় পরিষেবা । 15 মিনিট পর ফের পরিষেবা চালু হয় । কিছুক্ষণ পরিষেবা ব্যাহত থাকায় স্টেশন ভিড় বাড়তে থাকে ৷

কিভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হল তা খতিয়ে দেখছে মেট্রো কর্তৃপক্ষ ৷

অন্যদিকে, রবীন্দ্র সদন থেকে পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের মধ্যেও সাড়ে 7টা নাগাদ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ৷ 7 মিনিট পর পরিষেবা স্বাভাবিক হয় ৷

কলকাতা, 3 অক্টোবর : পঞ্চমীর সন্ধ্যায় হঠাৎই ব্যাহত হয়ে পড়ে মেট্রো পরিষেবা । ঘটনার জেরে নাজেহাল যাত্রীরা ।

আজ সন্ধ্যা 7টা নাগাদ গিরিশ পার্ক আপ লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । এর জেরে ব্যাহত হয় পরিষেবা । 15 মিনিট পর ফের পরিষেবা চালু হয় । কিছুক্ষণ পরিষেবা ব্যাহত থাকায় স্টেশন ভিড় বাড়তে থাকে ৷

কিভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হল তা খতিয়ে দেখছে মেট্রো কর্তৃপক্ষ ৷

অন্যদিকে, রবীন্দ্র সদন থেকে পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের মধ্যেও সাড়ে 7টা নাগাদ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ৷ 7 মিনিট পর পরিষেবা স্বাভাবিক হয় ৷

Intro:রাত পোহালেই বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজো দিয়ে বাঙালির উৎসবের মরশুম শুরু হয়। মুলত বিশ্বকর্মা পুজো দোকানে বা কারখানায় হয়ে থাকে।Body:এই দোকানগুলিতে রয়েছে মেশিন, রয়েছে কর্মচারী, তবে দেখা নেই বিশ্বকর্মা পুজোর। পূজার দিন শহরের অন্যান্য দোকানে আড়ম্বরের সঙ্গে পুজো হলেও এই দোকানগুলোতে জ্বলবে না একটা বাতিও।

বউবাজার এলাকার বি বি গাঙ্গুলি স্ট্রিট, স্যকড়া পাড়া লেন, গৌড় দে লেন ও আশেপাশের রাস্তায় যে দোকানগুলি সেগুলি আজ 17 দিন হল বন্ধ হয়ে রয়েছে। ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ করার পথে 31 আগস্ট বউবাজার এলাকার বেশ কয়েকটি বাড়ি ও দোকান হটাৎ করেই ভেঙে পড়ে যায়। তাছাড়াও বহু বাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (এ এম আর সি এল) এর সুড়ঙ্গের কাজ চলাকালীন ভেঙে পড়ে বাড়িগুলি।

এলাকার বহু বাড়ি খালি করে দেওয়া হয়। বাসিন্দাদের শহরের বিভিন্ন হোটেল ও গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়।

এই এলাকায় মূলত রয়েছে গহনার দোকান এছাড়াও আছে কাঠের গোলা, খাবারদাবারের দোকান ও জামা কাপড়ের বহু দোকানও। আজ এই দোকানগুলো সার দিয়ে বন্ধ হয়ে পড়ে রয়েছে। কয়েকদিন আগেও যেই এলাকায় মানুষের আনাগোনা ও গাড়ির শব্দে গমগম করত আজ যেন একটি অন্ধকার পুরীতে নিমজিত হয়েছে তা। চারদিকে ফুটে উঠছে আতংকের ছবি। বড় রাস্তায় সোনার দোকান গুলি থাকলেও গলির ভেতরে রয়েছে এইসব দোকানের কারখানা।

94 বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটের উমা ইলেক্ট্রিক ওয়ার্স দোকানটির বয়স প্রায় 30। আজ দীর্ঘ 30 বছর ধরেই এই দোকানে জাকজমক করে বিশ্বকর্মা পুজো হয়ে আসছে। এবছর প্রথম পুজো হবে না দোকানে। দোকানের মালিক রিম্পা দাস বলেন, 'আমাদের বাড়ি ও দোকান দুই ওই অঞ্চলে। কে এম আর সি এল এর পক্ষ থেকে যখন আমাদের বাড়ি ও দোকান পরিদর্শন করা হয় তখন বিভিন্ন জায়গায় ফাটল দেখা গিয়েছিল। আমাদের বাড়ি খালি করে দিতে হয়। ওই অঞ্চলে আমাদের দুটি দোকান রয়েছে। আজ প্রায় 17 দিন হয়ে গেল দুটি দোকানই বন্ধ হয়ে রয়েছে। জানিনা আর কতদিন এই অবস্থায় কাটাতে হবে। দোকান দুটির বিক্রি থেকে আমাদের সংসার চলে।খুব খারাপ লাগছে যে এই প্রথমবার আমাদের দোকানে পুজোয় ভাটা পড়লো।"Conclusion:ভিকি গুপ্তা যিনি ওই অঞ্চলের একটি কাটগোলার মালিক বলেন, " 31 আগস্ট আমি আমার দোকান এবং বাড়ি দুই হারিয়েছি। ভেঙে পড়েছিল আমার বাড়ি। বাড়ির নিচেই ছিল আমার কাঠগোলা। অন্যান্য বছরে বিশ্বকর্মা পুজো আমার দোকানে খুব বড় করে হত। প্রচুর লোক নিয়ন্ত্রিত থাকতেন। পাড়ার বহু মানুষ আসতেন এই পুজোতে। এই বছর আর কিছুই হবে না। ভেবেছি বিশ্বকর্মার দিন পাড়ায় আরেকবার যাবো জানি তখন মনের ভেতরে ভেসে উঠবে অনেক পুরনো স্মৃতি।"
Last Updated : Oct 3, 2019, 8:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.