কলকাতা, 3 অক্টোবর : পঞ্চমীর সন্ধ্যায় হঠাৎই ব্যাহত হয়ে পড়ে মেট্রো পরিষেবা । ঘটনার জেরে নাজেহাল যাত্রীরা ।
আজ সন্ধ্যা 7টা নাগাদ গিরিশ পার্ক আপ লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । এর জেরে ব্যাহত হয় পরিষেবা । 15 মিনিট পর ফের পরিষেবা চালু হয় । কিছুক্ষণ পরিষেবা ব্যাহত থাকায় স্টেশন ভিড় বাড়তে থাকে ৷
কিভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হল তা খতিয়ে দেখছে মেট্রো কর্তৃপক্ষ ৷
অন্যদিকে, রবীন্দ্র সদন থেকে পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের মধ্যেও সাড়ে 7টা নাগাদ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ৷ 7 মিনিট পর পরিষেবা স্বাভাবিক হয় ৷