ETV Bharat / state

Madhyamik Special Metro: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চালানো হবে বাড়তি মেট্রো

author img

By

Published : Feb 22, 2023, 7:57 PM IST

Updated : Feb 22, 2023, 8:19 PM IST

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ৷ দুরুদুরু বুকে জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে পড়ুয়ারা ৷ পরীক্ষার্থীদের সুবিধার্থে আগামিকাল থেকে বাড়তি মেট্রো পরিষেবা চালু হচ্ছে (Special Metro Service For Madhyamik Examinees) ৷

Madhyamik Examination
প্রতীকী ছবি

কলকাতা, 22 ফেব্রুয়ারি: বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Metro Rail Declarer Special Metro Service)। চলবে মার্চ মাসের 4 তারিখ পর্যন্ত। তারপরেই শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা । সেইসঙ্গে চলবে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষাও। তাই সমস্ত পরীক্ষার্থী অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের সুবিধার কথা মাথায় রেখে পরীক্ষার দিনগুলিতে থাকছে মেট্রোর বাড়তি পরিষেবা । এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রোরেল কতৃপক্ষের তরফে।

মেট্রোরেল সূত্রে খবর, পরীক্ষার সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখেই ওই দিনগুলিতে চলবে মেট্রো । তাই 23 ফেব্রুয়ারি থেকে 4 মার্চ এবং 14 মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত পরীক্ষার্থীরা বাড়তি মেট্রো পরিষেবার সুবিধা পাবেন ৷ পরীক্ষা শুরু এবং পরীক্ষা শেষ হওয়ার পর প্রতি পাঁচ থেকে ছয় মিনিট অন্তর চলবে পরিষেবা । অর্থাৎ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত সকল পরীক্ষার্থী যাতে পরীক্ষা কেন্দ্রে সময় মত পৌঁছতে পারে তাই সকাল 9 টা থেকে রাত 8.18 মিনিট পর্যন্ত 5 থেকে 6 মিনিটের ব্যবধানে মেট্রো চলবে ৷

আরও পড়ুন: মে মাসের শেষ সপ্তাহে ফল প্রকাশ মাধ্যমিক পরীক্ষার

শনিবার অর্থাৎ 25 ফেব্রুয়ারি, 4 মার্চ, 18 মার্চ এবং 25 মার্চ আপ ও ডাউন লাইন মিলিয়ে বাড়তি 8টি মেট্রো চালানো হবে। বলা যায় 234টি মেট্রোর পরিবর্তে এই দিন গুলোতে চলবে 242টি পরিষেবা । সকল 10 টা থেকে বেলা 12 টা'র মধ্যে আপ লাইনে দু’টি এবং ডাউন লাইনে দু’টি স্পেশাল ট্রেন চলবে । আবার একইভাবে বিকেল 3টে থেকে বিকেল 5 টার মধ্যে আপ লাইনে দু’টি এবং ডাউন লাইনে দু’টি স্পেশাল ট্রেন চলবে ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রথম ভাষার পরীক্ষা দিয়ে শুরু হবে এই বছরের মাধ্যমিক পরীক্ষা ৷ এবারের পরীক্ষার্থীর সংখ্যা 6 লক্ষ 98 হাজার 724 জন ৷ পরীক্ষা চালানোর জন্য 35 হাজার ইনভিজিলেটর রয়েছেন ৷ মোট 1226টি কেন্দ্রে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷ বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী রয়েছে 987 জন ৷ তার মধ্যে একজন পরীক্ষার্থী ডায়লিসিসের জন্য হাসপাতালে চিকিৎসাধীন ৷

কলকাতা, 22 ফেব্রুয়ারি: বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Metro Rail Declarer Special Metro Service)। চলবে মার্চ মাসের 4 তারিখ পর্যন্ত। তারপরেই শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা । সেইসঙ্গে চলবে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষাও। তাই সমস্ত পরীক্ষার্থী অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের সুবিধার কথা মাথায় রেখে পরীক্ষার দিনগুলিতে থাকছে মেট্রোর বাড়তি পরিষেবা । এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রোরেল কতৃপক্ষের তরফে।

মেট্রোরেল সূত্রে খবর, পরীক্ষার সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখেই ওই দিনগুলিতে চলবে মেট্রো । তাই 23 ফেব্রুয়ারি থেকে 4 মার্চ এবং 14 মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত পরীক্ষার্থীরা বাড়তি মেট্রো পরিষেবার সুবিধা পাবেন ৷ পরীক্ষা শুরু এবং পরীক্ষা শেষ হওয়ার পর প্রতি পাঁচ থেকে ছয় মিনিট অন্তর চলবে পরিষেবা । অর্থাৎ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত সকল পরীক্ষার্থী যাতে পরীক্ষা কেন্দ্রে সময় মত পৌঁছতে পারে তাই সকাল 9 টা থেকে রাত 8.18 মিনিট পর্যন্ত 5 থেকে 6 মিনিটের ব্যবধানে মেট্রো চলবে ৷

আরও পড়ুন: মে মাসের শেষ সপ্তাহে ফল প্রকাশ মাধ্যমিক পরীক্ষার

শনিবার অর্থাৎ 25 ফেব্রুয়ারি, 4 মার্চ, 18 মার্চ এবং 25 মার্চ আপ ও ডাউন লাইন মিলিয়ে বাড়তি 8টি মেট্রো চালানো হবে। বলা যায় 234টি মেট্রোর পরিবর্তে এই দিন গুলোতে চলবে 242টি পরিষেবা । সকল 10 টা থেকে বেলা 12 টা'র মধ্যে আপ লাইনে দু’টি এবং ডাউন লাইনে দু’টি স্পেশাল ট্রেন চলবে । আবার একইভাবে বিকেল 3টে থেকে বিকেল 5 টার মধ্যে আপ লাইনে দু’টি এবং ডাউন লাইনে দু’টি স্পেশাল ট্রেন চলবে ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রথম ভাষার পরীক্ষা দিয়ে শুরু হবে এই বছরের মাধ্যমিক পরীক্ষা ৷ এবারের পরীক্ষার্থীর সংখ্যা 6 লক্ষ 98 হাজার 724 জন ৷ পরীক্ষা চালানোর জন্য 35 হাজার ইনভিজিলেটর রয়েছেন ৷ মোট 1226টি কেন্দ্রে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷ বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী রয়েছে 987 জন ৷ তার মধ্যে একজন পরীক্ষার্থী ডায়লিসিসের জন্য হাসপাতালে চিকিৎসাধীন ৷

Last Updated : Feb 22, 2023, 8:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.