ETV Bharat / state

Metro Disruption : সাতসকালে বরানগর স্টেশনে মেট্রো বিভ্রাট

যান্ত্রিক ত্রুটির কারণে ফের থমকে গেল মেট্রো পরিষেবা (Metro disruption at Baranagar station) ৷ ঘটনাটি ঘটে এদিন সকাল 11:04 মিনিট নাগাদ বরানগর মেট্রো স্টেশনে (Baranagar Station)। বর্তমানে পরিষেবা স্বাভাবিক হয়েছে ৷

Kolkata Metro
Kolkata Metro
author img

By

Published : Mar 26, 2022, 1:09 PM IST

কলকাতা, 26 মার্চ : দিনের ব্যস্ত সময়ে যান্ত্রিক ত্রুটির কারণে ফের থমকে গেল মেট্রো পরিষেবা (Metro disruption at Baranagar station) ৷ ঘটনাটি ঘটে সকাল 11:04 মিনিট নাগাদ বরানগর মেট্রো স্টেশনে । হঠাৎ করেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় থমকে যায় মেট্রো । এর ফলে মেট্রোয় থাকা যাত্রীদের মধ্যে সাময়িক উদ্বেগের সৃষ্টি হয় ।

আরও পড়ুন : KMC to fine to reduce pollution : তিলোত্তমাকে বাঁচাতে এবার জরিমানার পথে হাঁটছে কলকাতা পৌরনিগম

মেট্রো রেল কর্তৃপক্ষের (Metro Rail) তরফে জানানো হয়েছে যে, ট্রাকশন লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্যই এই বিপত্তি ঘটে । তবে দ্রুত বিষয়টি নজরে আসায় মেট্রো রেলকর্মীরা কাজ শুরু করেন । বর্তমানে পরিষেবা স্বাভাবিক হয়েছে এবং আবারও ট্রেন চালু হয়েছে । যতক্ষণ পর্যন্ত বরানগরে ট্রেন আটকে ছিল ততক্ষণ দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত আপ ও ডাউন লাইনে পরিষেবা চালু ছিল। 11.39 মিনিটে আবার পরিষেবা স্বাভাবিক হয় ।

কর্তৃপক্ষের দাবি, কোনও যাত্রী রেক এর মধ্যে আটকা পড়েননি, সকলেই প্লাটফর্মে নেমে গিয়েছিলেন । যে ট্রেনটি বরানগরে থেমে গিয়েছিল সেই ট্রেনটি আবারও যাত্রী নিয়ে রওনা দিয়েছে গন্তব্যের দিকে।

কলকাতা, 26 মার্চ : দিনের ব্যস্ত সময়ে যান্ত্রিক ত্রুটির কারণে ফের থমকে গেল মেট্রো পরিষেবা (Metro disruption at Baranagar station) ৷ ঘটনাটি ঘটে সকাল 11:04 মিনিট নাগাদ বরানগর মেট্রো স্টেশনে । হঠাৎ করেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় থমকে যায় মেট্রো । এর ফলে মেট্রোয় থাকা যাত্রীদের মধ্যে সাময়িক উদ্বেগের সৃষ্টি হয় ।

আরও পড়ুন : KMC to fine to reduce pollution : তিলোত্তমাকে বাঁচাতে এবার জরিমানার পথে হাঁটছে কলকাতা পৌরনিগম

মেট্রো রেল কর্তৃপক্ষের (Metro Rail) তরফে জানানো হয়েছে যে, ট্রাকশন লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্যই এই বিপত্তি ঘটে । তবে দ্রুত বিষয়টি নজরে আসায় মেট্রো রেলকর্মীরা কাজ শুরু করেন । বর্তমানে পরিষেবা স্বাভাবিক হয়েছে এবং আবারও ট্রেন চালু হয়েছে । যতক্ষণ পর্যন্ত বরানগরে ট্রেন আটকে ছিল ততক্ষণ দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত আপ ও ডাউন লাইনে পরিষেবা চালু ছিল। 11.39 মিনিটে আবার পরিষেবা স্বাভাবিক হয় ।

কর্তৃপক্ষের দাবি, কোনও যাত্রী রেক এর মধ্যে আটকা পড়েননি, সকলেই প্লাটফর্মে নেমে গিয়েছিলেন । যে ট্রেনটি বরানগরে থেমে গিয়েছিল সেই ট্রেনটি আবারও যাত্রী নিয়ে রওনা দিয়েছে গন্তব্যের দিকে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.