ETV Bharat / state

Garment Industry Problem : বিয়ের মরসুমেও মেটিয়াবুরুজের বস্ত্র ব্যবসায়ীদের পালে হাওয়া নেই - মেটিয়াব্রুজের বস্ত্র ব্যবসায়ী

মেটিয়াবুরুজের বস্ত্রশিল্পের হাট এবং এখানকার কারিগরদের হাতের কাজ সারা দেশে স্বীকৃত । পৌষ সংক্রান্তির পর থেকে বিয়ের মরসুমে এখানকার বাজার চাঙ্গা হয় ৷ কিন্তু এবার সেই হাওয়ায় বদল এসেছে (Garment Industry Problem) ৷

Garment Industry Problem
Garment Industry Problem
author img

By

Published : Jan 17, 2022, 10:16 PM IST

কলকাতা, 17 জানুয়ারি : সেলাই মেশিনের খটখট শব্দ আজ আর আগের মতো শোনা যায় না ৷ করোনা সংক্রমণের প্রথম, দ্বিতীয় ও বর্তমানে তৃতীয় ঢেউ বস্ত্রশিল্পের সঙ্গে যুক্তদের দুর্দিন দেখিয়েছে ৷ অন্যান্য় শিল্পের মতো তাঁদেরও নাভিশ্বাস ওঠার জোগাড় (Garment Industry Problem) ৷

মেটিয়াবুরুজের বস্ত্রশিল্পের হাট এবং এখানকার কারিগরদের হাতের কাজ সারা দেশে স্বীকৃত । প্রতিবেশী দেশগুলিতেও এখানকার তৈরি জামাকাপড় রপ্তানি করা হয় ৷ মেটিয়াব্রুজের হাট এবং বাজার পূর্বভারতের তো বটেই, ভারতের জামাকাপড়ের বাজারের বড় যোগানদার । রাজ্যের বিভিন্ন জেলা থেকে কারিগররা আসেন কাজের সন্ধানে ৷ ফলে একটা বড় অংশের মানুষের জীবন ধারণের পথ এই মেটিয়াবুরুজের বস্ত্রশিল্প ৷ পৌষ সংক্রান্তির পর থেকে বিয়ের মরসুমে এখানকার বাজার চাঙ্গা হয় ৷ কিন্তু এবার সেই হাওয়ায় বদল এসেছে ৷ করোনার তৃতীয় ঢেউয়ে বাজার কার্যত মুখ থুবড়ে পড়েছে ৷

বিয়ের মরসুমেও বিক্রিবাটার রমরমা নেই মেটিয়াবুরুজের বস্ত্রশিল্পের হাটে

আরও পড়ুন : Third Wave effect : ফের লকডাউন ! আশঙ্কায় দিন গুনছেন জঙ্গলমহলের টোটো চালকরা

মেটিয়াবুরুজের অন্যতম বড় বস্ত্র ব্যবসায়ী দিলওয়ার মণ্ডল বলছেন, গত দুই বছর ধরে তাঁদের ব্যবসা ব্যাপক মার খেয়েছে ৷ কারিগররা কাজ না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছে ৷ অনেকে অন্য পেশায় চলে যেতে বাধ্য হচ্ছে । মাঝে অবস্থা ফেরার একটা পরিস্থিতি তৈরি হচ্ছিল ৷ কিন্তু ফের করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় সেই পরিস্থিতি আবারও ধাক্কা খেয়েছে । পরিস্থিতি সামাল দিয়ে এই পেশায় টিকে থাকতে কর্মীদের মধ্যে রোটেশন পদ্ধতিতে কাজে নিয়োগ করা হচ্ছে । কিন্তু এভাবে আর কতদিন? তার উত্তর মেটিয়াব্রুজের বস্ত্র ব্যবসায়ীদের কাছে নেই ৷

কলকাতা, 17 জানুয়ারি : সেলাই মেশিনের খটখট শব্দ আজ আর আগের মতো শোনা যায় না ৷ করোনা সংক্রমণের প্রথম, দ্বিতীয় ও বর্তমানে তৃতীয় ঢেউ বস্ত্রশিল্পের সঙ্গে যুক্তদের দুর্দিন দেখিয়েছে ৷ অন্যান্য় শিল্পের মতো তাঁদেরও নাভিশ্বাস ওঠার জোগাড় (Garment Industry Problem) ৷

মেটিয়াবুরুজের বস্ত্রশিল্পের হাট এবং এখানকার কারিগরদের হাতের কাজ সারা দেশে স্বীকৃত । প্রতিবেশী দেশগুলিতেও এখানকার তৈরি জামাকাপড় রপ্তানি করা হয় ৷ মেটিয়াব্রুজের হাট এবং বাজার পূর্বভারতের তো বটেই, ভারতের জামাকাপড়ের বাজারের বড় যোগানদার । রাজ্যের বিভিন্ন জেলা থেকে কারিগররা আসেন কাজের সন্ধানে ৷ ফলে একটা বড় অংশের মানুষের জীবন ধারণের পথ এই মেটিয়াবুরুজের বস্ত্রশিল্প ৷ পৌষ সংক্রান্তির পর থেকে বিয়ের মরসুমে এখানকার বাজার চাঙ্গা হয় ৷ কিন্তু এবার সেই হাওয়ায় বদল এসেছে ৷ করোনার তৃতীয় ঢেউয়ে বাজার কার্যত মুখ থুবড়ে পড়েছে ৷

বিয়ের মরসুমেও বিক্রিবাটার রমরমা নেই মেটিয়াবুরুজের বস্ত্রশিল্পের হাটে

আরও পড়ুন : Third Wave effect : ফের লকডাউন ! আশঙ্কায় দিন গুনছেন জঙ্গলমহলের টোটো চালকরা

মেটিয়াবুরুজের অন্যতম বড় বস্ত্র ব্যবসায়ী দিলওয়ার মণ্ডল বলছেন, গত দুই বছর ধরে তাঁদের ব্যবসা ব্যাপক মার খেয়েছে ৷ কারিগররা কাজ না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছে ৷ অনেকে অন্য পেশায় চলে যেতে বাধ্য হচ্ছে । মাঝে অবস্থা ফেরার একটা পরিস্থিতি তৈরি হচ্ছিল ৷ কিন্তু ফের করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় সেই পরিস্থিতি আবারও ধাক্কা খেয়েছে । পরিস্থিতি সামাল দিয়ে এই পেশায় টিকে থাকতে কর্মীদের মধ্যে রোটেশন পদ্ধতিতে কাজে নিয়োগ করা হচ্ছে । কিন্তু এভাবে আর কতদিন? তার উত্তর মেটিয়াব্রুজের বস্ত্র ব্যবসায়ীদের কাছে নেই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.