ETV Bharat / state

ব়্যাম্প মাতালেন ইয়ং ইন্ডিয়ার সদস্যরা - rampwalk

ইয়ং ইন্ডিয়ার ফ্যাশন শো-এ ব়্যাম্প মাতালেন তাদেরই সদস্যরা। গতকাল শহরের একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হয় ইয়ং ইন্ডিয়ার ফ্যাশন শো।

ব়্যাম্পে ইয়ং ইন্ডিয়ার সদস্যরা
author img

By

Published : Mar 3, 2019, 3:27 PM IST

কলকাতা, ৩ মার্চ : ইয়ং ইন্ডিয়ার ফ্যাশন শো-এ ব়্যাম্প মাতালেন তাদেরই সদস্যরা। গতকাল শহরের একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হয় ইয়ং ইন্ডিয়ার ফ্যাশন শো। চারজন ফ্যাশন ডিজ়াইনার এই ফ্যাশন শো-এ অংশ নেন।

কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ়(CII)-এর একটি অংশ হল ইয়ং ইন্ডিয়া। গতকাল তাদের বার্ষিক অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আয়োজন করা হয় এই ফ্যাশন শো-র। কলকাতার ডিজ়াইনার অর্জুন সিং ও ইশা থিরানি এবং দিল্লির কামালি মেহেতা, বৈভব সিং-র তৈরি ডিজ়াইনার পোশাক পরে ব়্যাম্প মাতান ইয়ং ইন্ডিয়ার সদস্যরা। এই অনুষ্ঠানেই ২০১৮-১৯ এর চেয়ারপার্সন পদ থেকে বিদায় নেন হর্ষ খেমকা। নতুন চেয়ারপার্সন হিসেবে ভার নেন রজত সারায়োগি।

ইয়ং ইন্ডিয়ার চেয়ারপার্সন হর্ষ খেমকা বলেন, "দেশের ও দশের উন্নতির জন্য নতুন প্রজন্মের প্রয়োজন আছে। এই ধারণাকে মাথায় রেখেই ইয়ং ইন্ডিয়ার সৃষ্টি। আর সেইমতো আমরা কাজও করে চলেছি। ভবিষ্যতেও আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে দেশের উন্নতির জন্য হাতে হাত মিলিয়ে কাজ করে যাব। ইতিমধ্যেই আমরা গ্রামের কিছু স্কুলকে উন্নত করার জন্য বেশকিছু কাজ করেছি। তাছাড়া, সারা বছর বিভিন্ন সামাজিক কাজকর্মের মাধ্যমে দুস্থ মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতের জন্যও রয়েছে একগুচ্ছ প্রকল্প। নতুন প্রজন্মের হাত ধরে আমাদের দেশ কী করে আরও উন্নতি করতে পারে সেদিকেই আমাদের বিশেষ নজর রয়েছে।"

undefined

কলকাতা, ৩ মার্চ : ইয়ং ইন্ডিয়ার ফ্যাশন শো-এ ব়্যাম্প মাতালেন তাদেরই সদস্যরা। গতকাল শহরের একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হয় ইয়ং ইন্ডিয়ার ফ্যাশন শো। চারজন ফ্যাশন ডিজ়াইনার এই ফ্যাশন শো-এ অংশ নেন।

কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ়(CII)-এর একটি অংশ হল ইয়ং ইন্ডিয়া। গতকাল তাদের বার্ষিক অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আয়োজন করা হয় এই ফ্যাশন শো-র। কলকাতার ডিজ়াইনার অর্জুন সিং ও ইশা থিরানি এবং দিল্লির কামালি মেহেতা, বৈভব সিং-র তৈরি ডিজ়াইনার পোশাক পরে ব়্যাম্প মাতান ইয়ং ইন্ডিয়ার সদস্যরা। এই অনুষ্ঠানেই ২০১৮-১৯ এর চেয়ারপার্সন পদ থেকে বিদায় নেন হর্ষ খেমকা। নতুন চেয়ারপার্সন হিসেবে ভার নেন রজত সারায়োগি।

ইয়ং ইন্ডিয়ার চেয়ারপার্সন হর্ষ খেমকা বলেন, "দেশের ও দশের উন্নতির জন্য নতুন প্রজন্মের প্রয়োজন আছে। এই ধারণাকে মাথায় রেখেই ইয়ং ইন্ডিয়ার সৃষ্টি। আর সেইমতো আমরা কাজও করে চলেছি। ভবিষ্যতেও আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে দেশের উন্নতির জন্য হাতে হাত মিলিয়ে কাজ করে যাব। ইতিমধ্যেই আমরা গ্রামের কিছু স্কুলকে উন্নত করার জন্য বেশকিছু কাজ করেছি। তাছাড়া, সারা বছর বিভিন্ন সামাজিক কাজকর্মের মাধ্যমে দুস্থ মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতের জন্যও রয়েছে একগুচ্ছ প্রকল্প। নতুন প্রজন্মের হাত ধরে আমাদের দেশ কী করে আরও উন্নতি করতে পারে সেদিকেই আমাদের বিশেষ নজর রয়েছে।"

undefined
Wb_kol_8001_03march_harsh_khemka_fashion_show_copy_papri কলকাতা, ০২ মার্চ: কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ বা সি আই আই এর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল ওয়াই আই বা ইয়ং ইন্ডিয়া। ইয়ং ইন্ডিয়ার -র পক্ষ থেকে শহরের একটি পাঁচতারা হোটেলে শনিবার অনুষ্ঠিত হল একটি ফ্যাশন শো। শনিবার তাদের বার্ষিকী অনুষ্ঠানে ২০১৮ -২০১৯ এর চেয়ারপারসন পদ থেকে বিদায় নিলেন হর্ষ ক্ষেমকা। নতুন চেয়ারপারসন হিসেবে ভার নিলেন রজত সারাওগী। এই ফ্যাশন শোতে অংশগ্রহণ করেছিলেন ইয়ং ইন্ডিয়া সমস্ত কর্মী ও সদস্যরা। এমনকি ডিজাইনারদের জামা কাপড় পড়ে রম্পে হাঁটলেন তারাই। ইয়ং ইন্ডিয়ার অ্যানুয়াল অধিবেশনের অঙ্গ হিসাবে এই ফাশন শো শো টি হয়। মোট চারজন ফ্যাশন ডিজাইনার এই শোতে অংশগ্রহণ করেন। প্রাক্তন ওয়াই আই এর চেয়ারপারসন হর্ষ খেমকা বলেন, "দেশের ও দশের উন্নতি জন্য নতুন প্রজন্মের মানুষদের প্রয়োজন অনস্বীকার্য। এই ধারণাকে মাথায় রেখে ইয়ং ইন্ডিয়া ইন্ডিয়া সৃষ্টি এবং আমরা কাজ করে চলেছি এবং ভবিষ্যতে আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে মাধ্যমে দেশের উন্নতির জন্য হতে হাত মিলিয়ে এগিয়ে যাব। ইতিমধ্যেই আমরা গ্রামের দিকের স্কুলগুলোকে উন্নত করার জন্য বেশকিছু কাজ করেছি। সারা বছরর ব্যাপী বিভিন্ন সামাজিক কাজ কর্মের মাধ্যমে দুস্থ মানুষের কাছে পৌঁছে যাবার চেষ্টা করে চলেছি। ভবিষ্যতে জন্য রয়েছে একগুচ্ছ প্রকল্প। নতুন প্রজন্মর হাত ধরে আমাদের দেশ কি করে আরও উন্নতি করতে পারে সেই বিষয় রয়েছে আমাদের বিশেষ নজর।"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.