কলকাতা, 1 অক্টোবর: দুবছর পর কলকাতা সেজে উঠেছে তার চেনা সাজে । ফের পুজোয় জমজমাট রাস্তাঘাট । মহালয়া থেকে মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল । তবে সেখানে দাঁড়িয়েও মাথায় রাখতে হয়েছে ডেঙ্গির (Dengue) মতো মারণ রোগকে ।
তবে এবার স্বাস্থ্যের কথা মাথায় রেখেই বেসরকারি ল্যাবের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে একটি ক্যাম্পের (Dengue Test at Mandap) । যেখানে সাধারণ মানুষ ঠাকুর দেখার পাশাপাশি তাদের শরীরের বিভিন্ন পরীক্ষাও করাতে পারবে । এছাড়াও যদি কেউ ডেঙ্গি টেস্ট করাতে চান সেক্ষেত্রেও সুবিধা রয়েছে ।
দক্ষিণ কলকাতার বেশ কিছু পুজো মণ্ডপ যেমন ম্যাডক্স স্কোয়ার, যোধপুর পার্ক, পূর্বলোক সংহিতি পুজো মণ্ডপগুলিতে ঠাকুর দেখার সময় কেউ অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসা প্রদানের ব্যবস্থা রেখেছে বেসরকারি এই সংস্থা । পঞ্চমী থেকে নবমী পর্যন্ত আমজনতা এই ক্যাম্প থেকে চিকিৎসা পাবেন । এছাড়া যদি কোন ব্যক্তি জ্বরে ভোগেন তখন তার ডেঙ্গি টেস্ট করানোর দরকার হলে, তাও করা যাবে ৷ এমনকী এখান থেকে ডবল অ্যান্টিজেনের মাধ্যমে ডেঙ্গি টেস্ট করাতে পারবে দর্শনার্থীরা (Medical camp for visitors at Durga Puja Mandap in Kolka) ।
আরও পড়ুন: পুজোর আগে বাড়ছে ডেঙ্গি আতঙ্ক, হাওড়ায় মৃত আরও 1
এছাড়াও প্রত্যেক দিন এই ক্যাম্পে থাকছেন বিভিন্ন অভিজ্ঞ চিকিৎসকরা । তাদের পরামর্শ নিয়ে ঠাকুর দেখা ও শরীরের প্রতি নজর দেওয়াও সম্ভব হবে । এই সংস্থার অন্যতম সদস্য স্নেহেন্দু কোনার বলেন," দুবছর পর মানুষ আনন্দ উৎসবে বেড়িয়েছে । তাদের স্বার্থের কথা ভেবে এই সিদ্ধান্ত । এছাড়াও বয়স্ক মানুষদের কথা ভেবে হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়েছে এই ক্যাম্পে । আর বিভিন্ন চিকিৎসক থাকছেন তাদের চিকিৎসা পেতে পারে আমজনতা ।"