ETV Bharat / state

SSKM-এ কুকুরের ডায়ালিসিসের চেষ্টা : নির্মল মাজি সহ 3 ডাক্তারের নিন্দা MCI-র - এসএসকেএম

2015 সালে SSKM হাসপাতালে পোষ্য কুকুরের ডায়ালিসিসের চেষ্টা করা হয়েছিল । সেই ঘটনায় বর্তমানে রাজ্যের মন্ত্রী নির্মল মাজি সহ তিন ডাক্তারের নিন্দা করল MCI ।

নির্মল মাজি
author img

By

Published : Oct 19, 2019, 5:48 PM IST

কলকাতা, 19 অক্টোবর : SSKM হাসপাতালে কুকুরের ডায়ালিসিসের চেষ্টা হয়েছিল । সেই ঘটনার জন্য মন্ত্রী নির্মল মাজির নিন্দা করল MCI (মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার)- এর এথিকস্ কমিটি ও বোর্ড অব গভর্নরস । এই ঘটনায় রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা প্রদীপকুমার মিত্র ও ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস-এর বর্তমান উপাচার্য রাজেন্দ্র পান্ডেরও নিন্দা করেছে MCI । ভবিষ্যতে তাঁদের এই জাতীয় কাজকর্ম থেকে বিরত থাকতে বলা হয়েছে ।

2015 সালে SSKM হাসপাতালে পোষ্য কুকুরের ডায়ালিসিসের চেষ্টা হয়েছিল । ঘটনাটি প্রকাশ্যে আসায় শেষ পর্যন্ত কুকুরের ডায়ালিসিস সম্ভব হয়নি । তবে, অভিযোগ ওঠে প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে নিজের কোনও এক আত্মীয়ার কুকুরের ডায়ালিসিসের জন্য SSKM-এ ব্যবস্থা করেছিলেন তৃণমূলের চিকিৎসক সংগঠনের নেতা তথা বিধায়ক নির্মল মাজি । অভিযোগ, তাঁকে সেই কাজে সাহায্য করেন SSKM হাসপাতাল তথা কলকাতার ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল অ্যান্ড রিসার্চের (IPGMER) তৎকালীন ডিরেক্টর প্রদীপকুমার মিত্র । এই কাজে নির্মলা মাজির আর এক সহকারী ডাক্তার রাজেন্দ্র পান্ডে ছিলেন নেফ্রোলজি বিভাগের প্রধান । বর্তমানেও তিনি এই বিভাগের প্রধান ।

SSKM হাসপাতালের এই ঘটনাকে কেন্দ্র করে MCI-তে অভিযোগ জানিয়েছিলেন অনাবাসী ভারতীয় ডাক্তার কুণাল সাহা । তাঁর অভিযোগের ভিত্তিতে চলতি বছরের 14 অক্টোবর MCI-এর এথিকস কমিটি ও বোর্ড অব গভর্নরস চূড়ান্ত রায় দেয় । সেখানে নির্মল মাজি, প্রদীপকুমার মিত্র ও রাজেন্দ্র পান্ডের নিন্দা করে MCI । এই বিষয়ে জানতে চাওয়া হলে রাজেন্দ্র পাণ্ডে বলেন, "অর্ডারের কপি না দেখে কিছু বলতে পারব না ।" একই মন্তব্য করেন সম্প্রতি অবসর নেওয়া ডাক্তার প্রদীপকুমার মিত্র ।
মন্ত্রী তথা ডাক্তার নির্মল মাজির কাছে এবিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, "কলকাতা হাইকোর্ট ক্লিনচিট দিয়েছে । জুডিশিয়ারিকে বিব্রত করার অধিকার MCI-এর নেই ।"

মামলাকারী অনাবাসী ডাক্তার কুণাল সাহা বলেন, "যদিও SSKM হাসপাতালে পোষ্য কুকুরের ডায়ালিসিসের চেষ্টার ঘটনায় অভিযুক্ত তিন ডাক্তারের কর্মকাণ্ডকে নিন্দনীয় বলেছে MCI । তবু হাস্যকর এই ফাইনাল অর্ডার । MCI বলেছে, "ভবিষ্যতে এরকম চেষ্টা থেকে তিন ডাক্তারকে বিরত থাকতে বলা বলা হয়েছে ।" কিন্তু এই তিনজন ডাক্তারের জন্য বিশেষ কোনও শাস্তির ব্যবস্থা করেনি MCI । সাধারণ মানুষের কাছে এর জেরে ভুল বার্তা যাবে । আমরা এই অর্ডারের বিরুদ্ধে আদালতে যাওয়ার পরিকল্পনা করছি ।"

কলকাতা, 19 অক্টোবর : SSKM হাসপাতালে কুকুরের ডায়ালিসিসের চেষ্টা হয়েছিল । সেই ঘটনার জন্য মন্ত্রী নির্মল মাজির নিন্দা করল MCI (মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার)- এর এথিকস্ কমিটি ও বোর্ড অব গভর্নরস । এই ঘটনায় রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা প্রদীপকুমার মিত্র ও ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস-এর বর্তমান উপাচার্য রাজেন্দ্র পান্ডেরও নিন্দা করেছে MCI । ভবিষ্যতে তাঁদের এই জাতীয় কাজকর্ম থেকে বিরত থাকতে বলা হয়েছে ।

2015 সালে SSKM হাসপাতালে পোষ্য কুকুরের ডায়ালিসিসের চেষ্টা হয়েছিল । ঘটনাটি প্রকাশ্যে আসায় শেষ পর্যন্ত কুকুরের ডায়ালিসিস সম্ভব হয়নি । তবে, অভিযোগ ওঠে প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে নিজের কোনও এক আত্মীয়ার কুকুরের ডায়ালিসিসের জন্য SSKM-এ ব্যবস্থা করেছিলেন তৃণমূলের চিকিৎসক সংগঠনের নেতা তথা বিধায়ক নির্মল মাজি । অভিযোগ, তাঁকে সেই কাজে সাহায্য করেন SSKM হাসপাতাল তথা কলকাতার ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল অ্যান্ড রিসার্চের (IPGMER) তৎকালীন ডিরেক্টর প্রদীপকুমার মিত্র । এই কাজে নির্মলা মাজির আর এক সহকারী ডাক্তার রাজেন্দ্র পান্ডে ছিলেন নেফ্রোলজি বিভাগের প্রধান । বর্তমানেও তিনি এই বিভাগের প্রধান ।

SSKM হাসপাতালের এই ঘটনাকে কেন্দ্র করে MCI-তে অভিযোগ জানিয়েছিলেন অনাবাসী ভারতীয় ডাক্তার কুণাল সাহা । তাঁর অভিযোগের ভিত্তিতে চলতি বছরের 14 অক্টোবর MCI-এর এথিকস কমিটি ও বোর্ড অব গভর্নরস চূড়ান্ত রায় দেয় । সেখানে নির্মল মাজি, প্রদীপকুমার মিত্র ও রাজেন্দ্র পান্ডের নিন্দা করে MCI । এই বিষয়ে জানতে চাওয়া হলে রাজেন্দ্র পাণ্ডে বলেন, "অর্ডারের কপি না দেখে কিছু বলতে পারব না ।" একই মন্তব্য করেন সম্প্রতি অবসর নেওয়া ডাক্তার প্রদীপকুমার মিত্র ।
মন্ত্রী তথা ডাক্তার নির্মল মাজির কাছে এবিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, "কলকাতা হাইকোর্ট ক্লিনচিট দিয়েছে । জুডিশিয়ারিকে বিব্রত করার অধিকার MCI-এর নেই ।"

মামলাকারী অনাবাসী ডাক্তার কুণাল সাহা বলেন, "যদিও SSKM হাসপাতালে পোষ্য কুকুরের ডায়ালিসিসের চেষ্টার ঘটনায় অভিযুক্ত তিন ডাক্তারের কর্মকাণ্ডকে নিন্দনীয় বলেছে MCI । তবু হাস্যকর এই ফাইনাল অর্ডার । MCI বলেছে, "ভবিষ্যতে এরকম চেষ্টা থেকে তিন ডাক্তারকে বিরত থাকতে বলা বলা হয়েছে ।" কিন্তু এই তিনজন ডাক্তারের জন্য বিশেষ কোনও শাস্তির ব্যবস্থা করেনি MCI । সাধারণ মানুষের কাছে এর জেরে ভুল বার্তা যাবে । আমরা এই অর্ডারের বিরুদ্ধে আদালতে যাওয়ার পরিকল্পনা করছি ।"

Intro:কলকাতা, ১৯ অক্টোবর: SSKM হাসপাতালে পোষ্য এক কুকুরের জন্য ডায়ালিসিসের চেষ্টা হয়েছিল। এই ঘটনায় বর্তমানে রাজ্যের মন্ত্রী নির্মল মাজি সহ তিন ডাক্তারকে "নিন্দা" জানাল MCI (মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া)-র এথিকস কমিটি এবং বোর্ড অব গভর্নরস। একই সঙ্গে, এই তিনজনকে ভবিষ্যতে এই জাতীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকার কথাও বলা হয়েছে। অন্য দুই ডাক্তারের একজন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা প্রদীপকুমার মিত্র এবং, অন্যজন বর্তমানে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস-এর উপাচার্য রাজেন্দ্র পাণ্ডে।
Body:পোষ্য এক কুকুরের জন্য ডায়ালিসিসের চেষ্টা SSKM হাসপাতালে হয়েছিল ২০১৫-য়। বিষয়টি প্রকাশ্যে আসায় শেষ পর্যন্ত কুকুরের ডায়ালিসিস করানো সম্ভব হয়নি। অভিযোগ উঠেছিল, প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে ডাক্তার নির্মল মাজির নির্দেশে পোষ্য ওই কুকুরের ডায়ালিসিস করানোর জন্য পরিকল্পনা নেওয়া হয়েছিল। ডাক্তার প্রদীপকুমার মিত্র তখন SSKM হাসপাতাল তথা ইনস্টিটিউট অব পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ (IPGMER), কলকাতার ডিরেক্টর ছিলেন। ডাক্তার রাজেন্দ্র পাণ্ডে ছিলেন নেফ্রোলজি বিভাগের প্রধান। এখনও এই বিভাগের প্রধান তিনি। SSKM হাসপাতালে এই ঘটনাকে কেন্দ্র করে MCI-তে অভিযোগ জানিয়েছিলেন অনাবাসী ভারতীয় ডাক্তার কুণাল সাহা। এই অভিযোগের ভিত্তিতে গত ১৪ অক্টোবর MCI-এর এথিকস কমিটি এবং বোর্ড অব গভর্নরস ফাইনাল অর্ডার দিয়েছে।Conclusion:এই বিষয়ে জানতে চাওয়া হলে ডাক্তার রাজেন্দ্র পাণ্ডে বলেন, "অর্ডারের কপি না দেখে কিছু বলতে পারব না।" ডাক্তার প্রদীপকুমার মিত্র সম্প্রতি সরকারি চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেছেন। MCI-এর অর্ডারের কপি না দেখে তিনিও কিছু বলতে চাননি। তবে, মন্ত্রী, ডাক্তার নির্মল মাজি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল-এরও প্রেসিডেন্ট
কাছে এই অর্ডারের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, "কলকাতা হাইকোর্ট ক্লিনচিট দিয়েছে। জুডিশিয়ারিকে বিব্রত করার অধিকার MCI-এর নেই।" ডাক্তার কুণাল সাহা বলেছেন, "যদিও, SSKM হাসপাতালে পোষ্য এক কুকুরের ডায়ালিসিসের চেষ্টায ঘটনায় এই তিন ডাক্তারের কর্মকাণ্ডকে "Condemnable" বলেছে MCI। হাস্যকর এই ফাইনাল অর্ডারে এই তিন ডাক্তারের জন্য MCI বলেছে "refrain from attempting such procedure in future"। তবে, এই তিনজন ডাক্তারের জন্য অর্থপূর্ণ কোনও শাস্তির ব্যবস্থা করেনি MCI। সাধারণ মানুষের কাছে এর ভুল বার্তা যাবে। আমরা এই শকিং অর্ডারের বিরুদ্ধে আদালতে যাওয়ার পরিকল্পনা করছি।"

_______
পিডিএফ:
wb_kol_01a_pg_dog_dialysis_mci_pdf_7203421
MCI-এর নির্দেশের পিডিএফ
_______

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.