ETV Bharat / state

চালু টালা ট্যাঙ্কের জল পরিষেবা - tala tank

টালা ট্যাঙ্ক ও মহম্মদ আলি পার্ক পরিদর্শন করলেন মেয়র ফিরহাদ হাকিম । আজ থেকে চালু টালা ট্যাঙ্কের জল পরিষেবা । পাশাপাশি শীঘ্রই শুরু হবে মহম্মদ আলি পার্ক মেরামতির কাজ ।

টালা ট্যাঙ্ক ও মহম্মদ আলি পার্ক
author img

By

Published : Jun 19, 2019, 9:15 PM IST

কলকাতা, 19 জুন : আজ থেকে চালু হল টালা ট্যাঙ্কের একটি ব্লকের জল সরবরাহ । পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়রদের রিপোর্ট জমা পড়লেই শুরু হবে মহম্মদ আলি পার্কের রিজ়ার্ভয়ার মেরামতির কাজ । আজ এই দুটি জায়গা পরিদর্শন করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ।

পরিচর্যার অভাবে ভগ্ন দশায় পরিণত হয়েছিল 109 বছরের পুরোনো ঐতিহ্যবাহী টালা ট্যাঙ্ক । কয়েকমাস আগে টালা ট্যাঙ্কের একটি অংশ ভেঙে পড়ে । এরপর থেকেই শুরু হয় টালা ট্যাঙ্কের মেরামতির কাজ । বরাদ্দ করা হয় 80 কোটি টাকা । গত চারমাস ধরে মেরামতির কাজ চলছিল । আজ পরিদর্শনের পর মেয়র বলেন, টালা ট্যাঙ্কের চারটি ব্লকের মধ্যে একটি ব্লকের কাজ সম্পূর্ণ হয়ে গেছে । আজ সেই ব্লক থেকে জল সরবরাহ শুরু হয়ে গেছে । অন্য একটি ব্লকের কাজ অর্ধেক হয়েছে । এই ব্লকের কাজ শেষ হলে টালা ট্যাঙ্কের অন্য দুটি ব্লকের কাজ শুরু হবে । 2020 সালের ডিসেম্বর নাগাদ টালা ট্যাঙ্কের সংস্কারের কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে জানান ফিরহাদ । পাশাপাশি তিনি জানান, টালা ট্যাঙ্কের মেরামতির জন্য বিশেষ ধরনের রং ব্যবহার করা হচ্ছে । এই রঙের ঘনত্ব 450-এর বেশি । ফলে জলের কোনও ক্ষতি হয় না ।
অন্যদিকে মধ্য কলকাতার পানীয় জলের একমাত্র রিজ়ার্ভয়ার রয়েছে মহম্মদ আলি পার্কে । টালা ট্যাঙ্কের জল প্রথমে এই রিজ়ার্ভয়ারে আসে । তারপর সেখান থেকে তা উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে সরবরাহ করা হয় । প্রায় 100 বছর আগে ইংরেজরা এই রিজ়ার্ভয়ারটি নির্মাণ করেছিল । পরবর্তী সময়ে এই রিজ়ার্ভয়ারের উপরে কলকাতা পৌরনিগম সাধারণ মানুষের জন্য একটি পার্ক নির্মাণ করে । যার নাম দেওয়া হয় মহম্মদ আলি পার্ক । মাস তিনেক আগে এই রিজ়ার্ভয়ারের একটি অংশ ভেঙে যায় । কলকাতা পৌরনিগমের পানীয় জল সরবরাহের আধিকারিকরা মেরামতি করতে গিয়ে দেখেন রিজ়ার্ভয়ারের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে । এরপরই পার্কটি সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয় । রিজ়ার্ভয়ারটি মেরামতির জন্য একটি বোর্ড গঠন করে পৌরনিগম ।

আজ মহম্মদ আলি পার্ক পরিদর্শনের পর মেয়র বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়র বিভাগ এই রিজার্ভয়ারের একটি স্বাস্থ্য রিপোর্ট জমা দেবে আগামীকাল । সেই রিপোর্ট অনুযায়ী শুরু হবে মহম্মদ আলি পার্কের রিজ়ার্ভয়ার মেরামতির কাজ ।

কলকাতা, 19 জুন : আজ থেকে চালু হল টালা ট্যাঙ্কের একটি ব্লকের জল সরবরাহ । পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়রদের রিপোর্ট জমা পড়লেই শুরু হবে মহম্মদ আলি পার্কের রিজ়ার্ভয়ার মেরামতির কাজ । আজ এই দুটি জায়গা পরিদর্শন করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ।

পরিচর্যার অভাবে ভগ্ন দশায় পরিণত হয়েছিল 109 বছরের পুরোনো ঐতিহ্যবাহী টালা ট্যাঙ্ক । কয়েকমাস আগে টালা ট্যাঙ্কের একটি অংশ ভেঙে পড়ে । এরপর থেকেই শুরু হয় টালা ট্যাঙ্কের মেরামতির কাজ । বরাদ্দ করা হয় 80 কোটি টাকা । গত চারমাস ধরে মেরামতির কাজ চলছিল । আজ পরিদর্শনের পর মেয়র বলেন, টালা ট্যাঙ্কের চারটি ব্লকের মধ্যে একটি ব্লকের কাজ সম্পূর্ণ হয়ে গেছে । আজ সেই ব্লক থেকে জল সরবরাহ শুরু হয়ে গেছে । অন্য একটি ব্লকের কাজ অর্ধেক হয়েছে । এই ব্লকের কাজ শেষ হলে টালা ট্যাঙ্কের অন্য দুটি ব্লকের কাজ শুরু হবে । 2020 সালের ডিসেম্বর নাগাদ টালা ট্যাঙ্কের সংস্কারের কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে জানান ফিরহাদ । পাশাপাশি তিনি জানান, টালা ট্যাঙ্কের মেরামতির জন্য বিশেষ ধরনের রং ব্যবহার করা হচ্ছে । এই রঙের ঘনত্ব 450-এর বেশি । ফলে জলের কোনও ক্ষতি হয় না ।
অন্যদিকে মধ্য কলকাতার পানীয় জলের একমাত্র রিজ়ার্ভয়ার রয়েছে মহম্মদ আলি পার্কে । টালা ট্যাঙ্কের জল প্রথমে এই রিজ়ার্ভয়ারে আসে । তারপর সেখান থেকে তা উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে সরবরাহ করা হয় । প্রায় 100 বছর আগে ইংরেজরা এই রিজ়ার্ভয়ারটি নির্মাণ করেছিল । পরবর্তী সময়ে এই রিজ়ার্ভয়ারের উপরে কলকাতা পৌরনিগম সাধারণ মানুষের জন্য একটি পার্ক নির্মাণ করে । যার নাম দেওয়া হয় মহম্মদ আলি পার্ক । মাস তিনেক আগে এই রিজ়ার্ভয়ারের একটি অংশ ভেঙে যায় । কলকাতা পৌরনিগমের পানীয় জল সরবরাহের আধিকারিকরা মেরামতি করতে গিয়ে দেখেন রিজ়ার্ভয়ারের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে । এরপরই পার্কটি সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয় । রিজ়ার্ভয়ারটি মেরামতির জন্য একটি বোর্ড গঠন করে পৌরনিগম ।

আজ মহম্মদ আলি পার্ক পরিদর্শনের পর মেয়র বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়র বিভাগ এই রিজার্ভয়ারের একটি স্বাস্থ্য রিপোর্ট জমা দেবে আগামীকাল । সেই রিপোর্ট অনুযায়ী শুরু হবে মহম্মদ আলি পার্কের রিজ়ার্ভয়ার মেরামতির কাজ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.