কলকাতা, 17 এপ্রিল : আজ দুপুরে মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করতে যান মেয়র পারিষদ রামপেয়ারে রাম ৷ কলকাতা পৌরনিগমে মেয়রের ঘরে প্রবেশের আগে থার্মাল গান দিয়ে তাঁর শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয় ৷ কিন্তু, স্ক্রিনিংয়ে তাঁর শরীরের তাপমাত্রা বেশি দেখায় ৷ সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা তাঁকে ঢুকতে বাধা দেন ৷ পরে কাউন্সিলর ক্লাব রুমে বসিয়ে রাখা হয় 79 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ রামপেয়ারে রামকে ৷
খবর দেওয়া হয় চিকিৎসকদের ৷ এরপরই PPE পোশাক পরে চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন ৷ ফের থার্মাল গান দিয়ে তাপমাত্রা মাপা হয় ৷ পাশাপাশি রক্তচাপ, শ্বাস-প্রশ্বাস-সহ একাধিক পরীক্ষা করা হয় ৷ চিকিৎসকরা জানান, প্রাথমিকভাবে কোরোনার উপসর্গ নেই মেয়র পারিষদের শরীরে ৷ তবে, মেয়রের সঙ্গে তাঁকে আর দেখা করতে দেওয়া হয়নি ৷ শারীরিক পরীক্ষার পর বাড়ি ফেরত পাঠিয়ে দেওয়া হয় ৷
রামপেয়ারে রাম বলেন, "পৌরনিগমে আসার পরই শরীরটা সামান্য অসুস্থ বোধ হচ্ছিল ৷ থার্মাল গানে তাপমাত্রা বেশি ধরা পড়ায় নিরাপত্তাকর্মীরা প্রবেশে বাধা দেন ৷ অবশ্য পরে চিকিৎসকরা পরীক্ষা করে কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন ৷"