ETV Bharat / state

প্রতিবেশীর সঙ্গে বিবাদের জের, যুবকের ঘুষিতে মৃত্যু হল ব্যক্তির - ঘুষিতে মৃত্যু

Man Dies After Being Punched by Neighbor's Youth: দুই প্রতিবেশীর বিবাদের জেরে মৃত্যু হল এক ব্যক্তির ৷ দক্ষিণ বন্দর থানা এলাকার কার্ল মার্ক্স সরণির ঘটনা অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ৷ শুক্রবার রাতে ব্যক্তির বুকে অভিযুক্ত ঘুষি মারেন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 6, 2024, 10:04 PM IST

কলকাতা, 6 জানুয়ারি: প্রতিবেশী যুবকের ঘুষিতে মৃত্যু হল এক ব্যক্তির ৷ অভিযোগ প্রায় 6 মাস আগে লুকিয়ে মৃত রামশঙ্কর তিওয়ারির স্ত্রীর ভিডিয়ো তুলেছিলেন অভিযুক্ত অভিষেক সিংহ এবং সেটি উদ্দেশ্য প্রণোদিতভাবে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিলেন ৷ সেই নিয়ে দীর্ঘদিন দুই পরিবারের মধ্যে ঝামেলা চলছিল ৷ সম্প্রতি সেই ঝামেলা চরম আকার নেয় ৷ অভিযোগ সেই ইস্যুতে শুক্রবার রাতে রামশঙ্করের বুকে ঘুষি মারেন অভিযুক্ত ৷ বুকে ব্যথ্যা ওঠায় আজ সকালে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷ ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক ৷

কলকাতা পুলিশের ডিসি (বন্দর) জাফার আজমল কিদুয়াই বলেন, "ঘটনাটি ঘটেছে দক্ষিণ বন্দর থানা এলাকার কার্ল মার্ক্স সরণিতে ৷ আমরা গোটা ঘটনার তদন্ত করছি ৷ তদন্তে নেমে ঘটনাস্থলে গিয়ে পুলিশ স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারে যে, রামশঙ্করের বুকে ঘুষি মারে প্রতিবেশী এক যুবক ৷ তবে, ঘটনার পর থেকেই অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে ৷"

পুলিশ সূত্রে খবর, রামশঙ্করের স্ত্রী বাড়ির বাইরে জামাকাপড় মেলছিলেন ৷ সেই সময় প্রতিবেশী বশিষ্ঠ সিংহের বড় ছেলে অভিযুক্ত অভিষেক সিংহ প্রায় ছ’মাস আগে লুকিয়ে মহিলার ভিডিয়ো তোলেন ৷ পরে সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় ৷ মৃতের ছেলে অনুভব তিওয়ারি পুলিশকে জানিয়েছেন, এক পরিচিতের কাছে সেই ভিডিয়োটি পৌঁছয় ৷ তিনিই রামশঙ্কর এবং তাঁর পরিবারকে বিষয়টি জানান ৷ সন্দেহ হওয়ায় বশিষ্ঠ সিংহের বাড়িতে সেটি যাচাই করতে যান রামশঙ্কর ৷ তখনই দুই পরিবারের মধ্যে অশান্তি শুরু হয় ৷ সেই সময় পুলিশও এসেছিল ৷ কিন্তু, রামশঙ্কর বা তাঁর স্ত্রী এ নিয়ে কোনও অভিযোগ দায়ের করেননি ৷

কিন্তু, দুই প্রতিবেশীর মধ্যে অশান্তি চলছিলই ৷ অনুভব তিওয়ারি পুলিশকে অভিযোগে জানিয়েছেন, শুক্রবার রাতে রাস্তায় অভিষেক তাঁর বাবার বুকে ঘুষি মারেন ৷ যার জেরে রাতে তাঁর বুকে ব্যাথা শুরু হয় ৷ তৎক্ষণাত স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় রামশঙ্করকে ৷ কিন্তু, সেখানে চিকিৎসা না পেয়ে, এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ তবে, হাসপাতালের চিকিৎসক রামশঙ্করকে মৃত ঘোষণা করেন ৷ পুলিশ মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে ৷ অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে ৷

আরও পড়ুন:

  1. পরকীয়া সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের
  2. দ্বিতীয় বিয়ের পর প্রথম স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ জওয়ানের বিরুদ্ধে
  3. পরকীয়া ফাঁস হয়ে যাওয়ায় পরিবারের তিন সদস্য়কে খুনের ষড়যন্ত্র, দু’মাস পর ধৃত বধূ

কলকাতা, 6 জানুয়ারি: প্রতিবেশী যুবকের ঘুষিতে মৃত্যু হল এক ব্যক্তির ৷ অভিযোগ প্রায় 6 মাস আগে লুকিয়ে মৃত রামশঙ্কর তিওয়ারির স্ত্রীর ভিডিয়ো তুলেছিলেন অভিযুক্ত অভিষেক সিংহ এবং সেটি উদ্দেশ্য প্রণোদিতভাবে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিলেন ৷ সেই নিয়ে দীর্ঘদিন দুই পরিবারের মধ্যে ঝামেলা চলছিল ৷ সম্প্রতি সেই ঝামেলা চরম আকার নেয় ৷ অভিযোগ সেই ইস্যুতে শুক্রবার রাতে রামশঙ্করের বুকে ঘুষি মারেন অভিযুক্ত ৷ বুকে ব্যথ্যা ওঠায় আজ সকালে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷ ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক ৷

কলকাতা পুলিশের ডিসি (বন্দর) জাফার আজমল কিদুয়াই বলেন, "ঘটনাটি ঘটেছে দক্ষিণ বন্দর থানা এলাকার কার্ল মার্ক্স সরণিতে ৷ আমরা গোটা ঘটনার তদন্ত করছি ৷ তদন্তে নেমে ঘটনাস্থলে গিয়ে পুলিশ স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারে যে, রামশঙ্করের বুকে ঘুষি মারে প্রতিবেশী এক যুবক ৷ তবে, ঘটনার পর থেকেই অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে ৷"

পুলিশ সূত্রে খবর, রামশঙ্করের স্ত্রী বাড়ির বাইরে জামাকাপড় মেলছিলেন ৷ সেই সময় প্রতিবেশী বশিষ্ঠ সিংহের বড় ছেলে অভিযুক্ত অভিষেক সিংহ প্রায় ছ’মাস আগে লুকিয়ে মহিলার ভিডিয়ো তোলেন ৷ পরে সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় ৷ মৃতের ছেলে অনুভব তিওয়ারি পুলিশকে জানিয়েছেন, এক পরিচিতের কাছে সেই ভিডিয়োটি পৌঁছয় ৷ তিনিই রামশঙ্কর এবং তাঁর পরিবারকে বিষয়টি জানান ৷ সন্দেহ হওয়ায় বশিষ্ঠ সিংহের বাড়িতে সেটি যাচাই করতে যান রামশঙ্কর ৷ তখনই দুই পরিবারের মধ্যে অশান্তি শুরু হয় ৷ সেই সময় পুলিশও এসেছিল ৷ কিন্তু, রামশঙ্কর বা তাঁর স্ত্রী এ নিয়ে কোনও অভিযোগ দায়ের করেননি ৷

কিন্তু, দুই প্রতিবেশীর মধ্যে অশান্তি চলছিলই ৷ অনুভব তিওয়ারি পুলিশকে অভিযোগে জানিয়েছেন, শুক্রবার রাতে রাস্তায় অভিষেক তাঁর বাবার বুকে ঘুষি মারেন ৷ যার জেরে রাতে তাঁর বুকে ব্যাথা শুরু হয় ৷ তৎক্ষণাত স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় রামশঙ্করকে ৷ কিন্তু, সেখানে চিকিৎসা না পেয়ে, এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ তবে, হাসপাতালের চিকিৎসক রামশঙ্করকে মৃত ঘোষণা করেন ৷ পুলিশ মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে ৷ অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে ৷

আরও পড়ুন:

  1. পরকীয়া সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের
  2. দ্বিতীয় বিয়ের পর প্রথম স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ জওয়ানের বিরুদ্ধে
  3. পরকীয়া ফাঁস হয়ে যাওয়ায় পরিবারের তিন সদস্য়কে খুনের ষড়যন্ত্র, দু’মাস পর ধৃত বধূ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.