কলকাতা, 6 জানুয়ারি: প্রতিবেশী যুবকের ঘুষিতে মৃত্যু হল এক ব্যক্তির ৷ অভিযোগ প্রায় 6 মাস আগে লুকিয়ে মৃত রামশঙ্কর তিওয়ারির স্ত্রীর ভিডিয়ো তুলেছিলেন অভিযুক্ত অভিষেক সিংহ এবং সেটি উদ্দেশ্য প্রণোদিতভাবে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিলেন ৷ সেই নিয়ে দীর্ঘদিন দুই পরিবারের মধ্যে ঝামেলা চলছিল ৷ সম্প্রতি সেই ঝামেলা চরম আকার নেয় ৷ অভিযোগ সেই ইস্যুতে শুক্রবার রাতে রামশঙ্করের বুকে ঘুষি মারেন অভিযুক্ত ৷ বুকে ব্যথ্যা ওঠায় আজ সকালে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷ ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক ৷
কলকাতা পুলিশের ডিসি (বন্দর) জাফার আজমল কিদুয়াই বলেন, "ঘটনাটি ঘটেছে দক্ষিণ বন্দর থানা এলাকার কার্ল মার্ক্স সরণিতে ৷ আমরা গোটা ঘটনার তদন্ত করছি ৷ তদন্তে নেমে ঘটনাস্থলে গিয়ে পুলিশ স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারে যে, রামশঙ্করের বুকে ঘুষি মারে প্রতিবেশী এক যুবক ৷ তবে, ঘটনার পর থেকেই অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে ৷"
পুলিশ সূত্রে খবর, রামশঙ্করের স্ত্রী বাড়ির বাইরে জামাকাপড় মেলছিলেন ৷ সেই সময় প্রতিবেশী বশিষ্ঠ সিংহের বড় ছেলে অভিযুক্ত অভিষেক সিংহ প্রায় ছ’মাস আগে লুকিয়ে মহিলার ভিডিয়ো তোলেন ৷ পরে সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় ৷ মৃতের ছেলে অনুভব তিওয়ারি পুলিশকে জানিয়েছেন, এক পরিচিতের কাছে সেই ভিডিয়োটি পৌঁছয় ৷ তিনিই রামশঙ্কর এবং তাঁর পরিবারকে বিষয়টি জানান ৷ সন্দেহ হওয়ায় বশিষ্ঠ সিংহের বাড়িতে সেটি যাচাই করতে যান রামশঙ্কর ৷ তখনই দুই পরিবারের মধ্যে অশান্তি শুরু হয় ৷ সেই সময় পুলিশও এসেছিল ৷ কিন্তু, রামশঙ্কর বা তাঁর স্ত্রী এ নিয়ে কোনও অভিযোগ দায়ের করেননি ৷
কিন্তু, দুই প্রতিবেশীর মধ্যে অশান্তি চলছিলই ৷ অনুভব তিওয়ারি পুলিশকে অভিযোগে জানিয়েছেন, শুক্রবার রাতে রাস্তায় অভিষেক তাঁর বাবার বুকে ঘুষি মারেন ৷ যার জেরে রাতে তাঁর বুকে ব্যাথা শুরু হয় ৷ তৎক্ষণাত স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় রামশঙ্করকে ৷ কিন্তু, সেখানে চিকিৎসা না পেয়ে, এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ তবে, হাসপাতালের চিকিৎসক রামশঙ্করকে মৃত ঘোষণা করেন ৷ পুলিশ মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে ৷ অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে ৷
আরও পড়ুন: