ETV Bharat / state

Murder : স্ত্রী-মেয়েকে কুপিয়ে পুলিশে ফোন ব্যক্তির

author img

By

Published : Oct 30, 2021, 10:27 PM IST

Updated : Oct 30, 2021, 10:44 PM IST

জানা গিয়েছে, লকডাউনের পর থেকে কাজ ছিল না অরবিন্দ বাজাজের ৷ এই নিয়ে বাড়িতে নিত্যদিনের স্ত্রীর সঙ্গে অশান্তি হত ।

Murder
স্ত্রী-মেয়েকে কুপিয়ে পুলিশে ফোন ব্যক্তির

কলকাতা, 30 অক্টোবর : কাজ নেই। তাই বাড়িতে লেগে থাকত অশান্তি ৷ এই নিত্য অশান্তি থেকে পরিত্রাণ পেতে স্ত্রীকে কুপিয়ে খুন করল এক ব্যক্তি। অভিযোগ, স্ত্রীকে খুনের পর নিজের মেয়েকেও কুপিয়ে খুনের চেষ্টা করে ওই ব্যক্তি৷ শনিবার রাতে ঘটনাটি ঘটেছে রবীন্দ্র সরোবর থানা এলাকার মনোহর পুকুর রোডে। ওই ব্য়ক্তির নাম অরবিন্দ বাজাজ ৷ এই ঘটনা ঘটানোর পর নিজেই পুলিশে ফোন করে এই কীর্তির কথা জানায় ওই ব্যক্তি ৷

লকডাউনের পর থেকে কাজ ছিল না অরবিন্দ বাজাজের ৷ এই নিয়ে বাড়িতে নিত্যদিনের স্ত্রীর সঙ্গে অশান্তি হত । এর জেরেই এই কাণ্ড বলে অনুমান পুলিশের ৷ মৃত মহিলার নাম প্রিয়ঙ্কা বাজাজ। পুলিশ সূত্রে খবর, 100 নম্বরে ফোন করে পরে নিজেই গোটা ঘটনার কথা জানায় ওই ব্যক্তি৷ ঘটনাস্থল যান রবীন্দ্র সরোবর থানার পুলিশ ও কলকাতা পুলিশের গোয়েন্দারা। ওই ব্য়ক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 302 ও 307 ধারায় মামলা রুজু করেছে পুলিশ ।

আরও পড়ুন : Local Train : চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা, শেষ মুহূর্তে চলছে কামরা স্যানিটাইজেশনের কাজ

ওই ব্য়ক্তি নিজের নাবালিকা মেয়েকেও কুপিয়ে খুনের চেষ্টা করে৷ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

কলকাতা, 30 অক্টোবর : কাজ নেই। তাই বাড়িতে লেগে থাকত অশান্তি ৷ এই নিত্য অশান্তি থেকে পরিত্রাণ পেতে স্ত্রীকে কুপিয়ে খুন করল এক ব্যক্তি। অভিযোগ, স্ত্রীকে খুনের পর নিজের মেয়েকেও কুপিয়ে খুনের চেষ্টা করে ওই ব্যক্তি৷ শনিবার রাতে ঘটনাটি ঘটেছে রবীন্দ্র সরোবর থানা এলাকার মনোহর পুকুর রোডে। ওই ব্য়ক্তির নাম অরবিন্দ বাজাজ ৷ এই ঘটনা ঘটানোর পর নিজেই পুলিশে ফোন করে এই কীর্তির কথা জানায় ওই ব্যক্তি ৷

লকডাউনের পর থেকে কাজ ছিল না অরবিন্দ বাজাজের ৷ এই নিয়ে বাড়িতে নিত্যদিনের স্ত্রীর সঙ্গে অশান্তি হত । এর জেরেই এই কাণ্ড বলে অনুমান পুলিশের ৷ মৃত মহিলার নাম প্রিয়ঙ্কা বাজাজ। পুলিশ সূত্রে খবর, 100 নম্বরে ফোন করে পরে নিজেই গোটা ঘটনার কথা জানায় ওই ব্যক্তি৷ ঘটনাস্থল যান রবীন্দ্র সরোবর থানার পুলিশ ও কলকাতা পুলিশের গোয়েন্দারা। ওই ব্য়ক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 302 ও 307 ধারায় মামলা রুজু করেছে পুলিশ ।

আরও পড়ুন : Local Train : চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা, শেষ মুহূর্তে চলছে কামরা স্যানিটাইজেশনের কাজ

ওই ব্য়ক্তি নিজের নাবালিকা মেয়েকেও কুপিয়ে খুনের চেষ্টা করে৷ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

Last Updated : Oct 30, 2021, 10:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.