ETV Bharat / state

পুলিশি হেফাজতে ধৃতকে ইলেকট্রিক শক দিয়ে মারার অভিযোগ, উত্তপ্ত সিঁথি থানা - Sinthi Police Station

ঘুষের টাকা দিতে না পারায় ধৃতকে ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল সিঁথি থানার পুলিশের বিরুদ্ধে ৷ বছর দুই আগেও ওই ব্যক্তিকে থানা থেকে ছাড়ানোর জন্য পঞ্চাশ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে ৷

Sinthi Police Station
ফাইল ছবি
author img

By

Published : Feb 10, 2020, 8:30 PM IST

Updated : Feb 10, 2020, 11:50 PM IST

কলকাতা, 10 ফেব্রুয়ারি : ধৃত এক ব্যক্তিকে ইলেকট্রিক শক দিয়ে মারার অভিযোগ উঠল সিঁথি থানার পুলিশের বিরুদ্ধে ৷ চুরির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছিল থানায় । মৃত ওই ব্যক্তির নাম রাজকুমার সাউ (53) ৷ বাড়ি চিৎপুর থানার আর এম রোড এলাকায় ৷ অভিযোগ, ঘুষের টাকা দিতে না পারায় ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলা হয় তাঁকে । পরে ধৃতকে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁর । ঘটনার জেরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে সিঁথি থানা ।

মৃতের ছেলে অমিত সাউ পুরো ঘটনার জন্য দায়ি করেছেন পুলিশকে ৷ অমিত জানিয়েছেন, তাঁদের পুরোনো কাগজ, লোহা ও অন্যান্য জিনিস কেনাবেচার ব্যবসা ৷ তাঁর অভিযোগ, "পুলিশ বাবাকে ইচ্ছাকৃতভাবে তুলে নিয়ে এসেছে ৷ বাবাকে ছাড়ানোর জন্য 1 লাখ 20 হাজার টাকা চেয়েছিল পুলিশ ৷ কিন্তু সেই টাকা দিতে না পারায় পুলিশ বাবাকে মেরে ফেলেছে ৷"

সিঁথি থানায় পুলিশি হেফাজতে মৃত্যুর অভিযোগে উত্তপ্ত থানা এলাকা

অভিযোগ উঠছে, এর আগেও 2018 সালে পুলিশ রাজকুমারকে একইভাবে তুলে নিয়ে এসেছিল ৷ তখনও রাজকুমার সাউকে 50 হাজার বিনিময়ে ছেড়েছিল পুলিশ ৷ এবারও সিঁথি এলাকার পাঁচতলার এক বাড়ি থেকে চার বস্তা পুরোনো জিনিস চুরির মিথ্যা অভিযোগ তাঁকে আটক করে পুলিশ ৷

পুলিশি জুলুমের অভিযোগ অবশ্য অস্বীকার করেছে পুলিশ ৷ সিঁথি থানার তরফে জানানো হয়েছে, "চুরির অভিযোগে বেলা সাড়ে 11 টা নাগাদ থানায় নিয়ে আসা হয় ওই ব্যক্তিকে ৷ এরপর সন্ধে 6 টা নাগাদ সে অসুস্থ বোধ করলে তাকে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তার মৃত্যু হয় ৷"

কলকাতা, 10 ফেব্রুয়ারি : ধৃত এক ব্যক্তিকে ইলেকট্রিক শক দিয়ে মারার অভিযোগ উঠল সিঁথি থানার পুলিশের বিরুদ্ধে ৷ চুরির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছিল থানায় । মৃত ওই ব্যক্তির নাম রাজকুমার সাউ (53) ৷ বাড়ি চিৎপুর থানার আর এম রোড এলাকায় ৷ অভিযোগ, ঘুষের টাকা দিতে না পারায় ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলা হয় তাঁকে । পরে ধৃতকে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁর । ঘটনার জেরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে সিঁথি থানা ।

মৃতের ছেলে অমিত সাউ পুরো ঘটনার জন্য দায়ি করেছেন পুলিশকে ৷ অমিত জানিয়েছেন, তাঁদের পুরোনো কাগজ, লোহা ও অন্যান্য জিনিস কেনাবেচার ব্যবসা ৷ তাঁর অভিযোগ, "পুলিশ বাবাকে ইচ্ছাকৃতভাবে তুলে নিয়ে এসেছে ৷ বাবাকে ছাড়ানোর জন্য 1 লাখ 20 হাজার টাকা চেয়েছিল পুলিশ ৷ কিন্তু সেই টাকা দিতে না পারায় পুলিশ বাবাকে মেরে ফেলেছে ৷"

সিঁথি থানায় পুলিশি হেফাজতে মৃত্যুর অভিযোগে উত্তপ্ত থানা এলাকা

অভিযোগ উঠছে, এর আগেও 2018 সালে পুলিশ রাজকুমারকে একইভাবে তুলে নিয়ে এসেছিল ৷ তখনও রাজকুমার সাউকে 50 হাজার বিনিময়ে ছেড়েছিল পুলিশ ৷ এবারও সিঁথি এলাকার পাঁচতলার এক বাড়ি থেকে চার বস্তা পুরোনো জিনিস চুরির মিথ্যা অভিযোগ তাঁকে আটক করে পুলিশ ৷

পুলিশি জুলুমের অভিযোগ অবশ্য অস্বীকার করেছে পুলিশ ৷ সিঁথি থানার তরফে জানানো হয়েছে, "চুরির অভিযোগে বেলা সাড়ে 11 টা নাগাদ থানায় নিয়ে আসা হয় ওই ব্যক্তিকে ৷ এরপর সন্ধে 6 টা নাগাদ সে অসুস্থ বোধ করলে তাকে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তার মৃত্যু হয় ৷"

Intro:কলকাতা, 10- ফেব্রুয়ারি: চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছিল থানায়। অভিযোগ তাকে ব্যাপক মা্যধর করা হয়। তার জেরে আরজিকরে মৃত্যু হয়েছে অভিযুক্তের। ঘটনার জেরে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি সিঁথি থানায়।


Body:বিস্তারিত আসছে


Conclusion:
Last Updated : Feb 10, 2020, 11:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.