কলকাতা, 23 এপ্রিল : পশ্চিমবঙ্গের কোরোনা পরিস্থিতিকে হাতিয়ার করে তৃণমূলের সমালোচনায় মুখর হয়েছে BJP । এই পরিস্থিতিতে নতুন কৌশল ঠিক করতে নির্বাচনী কৌশলী প্রশান্ত কিশোরকে রাজ্যে নিয়ে এলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
তৃণমূলের জনসংযোগ প্রচার "বাংলার গর্ব মমতা"-র পরামর্শদাতা প্রশান্ত কিশোর । কিন্তু লকডাউনের জেরে বর্তমানে সেই প্রচার ঝিমিয়ে পড়েছে । পাশাপাশি কোরোনা মোকাবিলায় রাজ্য সরকারের পদক্ষেপ নিয়ে ক্রমাগত সমালোচনা করে চলেছে BJP । এমনকী, লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রের তরফে প্রতিনিধিদলও পাঠানো হয়েছে । এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বার্তা পেয়ে দিল্লি থেকে কলকাতায় আসেন প্রশান্ত কিশোর । কার্গো বিমানে কলকাতায় পৌঁছেছেন । জানা গেছে, লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে আসা কেন্দ্রীয় দল ও প্রশান্ত কিশোর প্রায় একই সময়ে কলকাতায় এসেছে ।
তৃণমূল সূত্রে খবর, গতরাতেই মমতার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে নিজের দপ্তরে প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । আজ সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার আগে গতরাতে প্রশান্ত ও অভিষেক বৈঠক করেন বলে খবর ।
কোরোনা মোকাবিলায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে BJP-র তরফে যে সুর চড়ানো হচ্ছে তার বিরুদ্ধে কীভাবে সোশাল মিডিয়া ও সংবাদমাধ্যমগুলিতে প্রচার চালানো যায় সেই কৌশল নিয়ে আজ আলোচনা হবে মমতার সঙ্গে প্রশান্ত কিশোরের বৈঠকে । রাজনৈতিকমহলের মতে, রাজ্যে কোরোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে আসরে নেমে মানুষের মনে যে জায়গা তৈরি করেছিলেন মমতা, তাতে ছেদ করার চেষ্টা করছে BJP । আর তার জন্য BJP ক্রমাগত অভিযোগ করছে, পশ্চিমবঙ্গ সরকার পর্যাপ্ত সংখ্যক নমুনা পরীক্ষা করছে না । একইসঙ্গে কোরোনায় মৃত ও আক্রান্ত সংক্রান্ত তথ্য চেপে দিচ্ছেন ।
এই সবকিছুর মাঝে কোনওরকম আলোচনা ছাড়া কোরোনা পরিস্থিতি দেখতে কেন্দ্রীয় দল পাঠানো হলে কেন্দ্র-রাজ্য সংঘাত প্রকাশ্যে আসে । যদিও মঙ্গলবার কেন্দ্রীয় দলকে সবরকম সহযোগিতা করা হবে বলে রাজ্যের মুখ্যসচিবের তরফে জানানো হয় । ওয়াকিবহালমহলের মতে, BJP-র ক্রমাগত আক্রমণে নিজের ধৈর্য হারাচ্ছেন মমতা । অন্যদিকে, 2021-র বিধানসভা নির্বাচনের আর এক বছরও বাকি নেই । ফলে, এই অবস্থায় পরিস্থিতি যাতে তাঁর হাতের বাইরে না বেরোয় তাই তড়িঘড়ি প্রশান্ত কিশোরকে ডেকে পাঠান মমতা ।
2019-এর লোকসভায় যখন BJP গেরুয়া ঝড় তুলতে সক্ষম হয়, তখনও প্রশান্ত কিশোরকে ডেকে পাঠিয়েছিলেন মমতা । সংকট সামলাতে তাঁর কাছে সাহায্য চেয়ে পাঠিয়েছিলেন । এরপরই তিনটে কেন্দ্রের উপনির্বাচনে জয় লাভ করে তৃণমূল ।