ETV Bharat / state

আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা, প্রচার কর্মসূচিতে বদল মমতার - fani

রাজ্যে ফণীর প্রভাবে হতে পারে ঝড়-বৃষ্টি । তাই প্রচার কর্মসূচিতে কিছু বদল করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

ফাইল ফোটো
author img

By

Published : May 1, 2019, 2:25 AM IST

Updated : May 1, 2019, 6:28 AM IST

কলকাতা, 1 মে : ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে 3 ও 4 মে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সেই কথা মাথায় রেখে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার কর্মসূচিতে কিছু বদল করা হয়েছে ।

6 মে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে । তার আগে আগামীকাল ভাটপাড়া ও ব্যারাকপুরে সভা করার কথা ছিল তৃণমূল নেত্রীর । আর 3 মে ডেবরা ও চন্দ্রকোণায় সভা করার কথা ছিল । কিন্তু, আগামী দু'একদিন ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় 60 কিমি বেগে বইতে পারে ঝড় । ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে সতর্কতা জারি করা হয়েছে । তাই এই চারটি সভা নির্দিষ্ট দিনে হচ্ছে না। গতকাল একথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামীকাল যে সভা হওয়ার কথা ছিল তা কবে করা হবে তা এখনও জানানো হয়নি।

কলকাতা, 1 মে : ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে 3 ও 4 মে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সেই কথা মাথায় রেখে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার কর্মসূচিতে কিছু বদল করা হয়েছে ।

6 মে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে । তার আগে আগামীকাল ভাটপাড়া ও ব্যারাকপুরে সভা করার কথা ছিল তৃণমূল নেত্রীর । আর 3 মে ডেবরা ও চন্দ্রকোণায় সভা করার কথা ছিল । কিন্তু, আগামী দু'একদিন ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় 60 কিমি বেগে বইতে পারে ঝড় । ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে সতর্কতা জারি করা হয়েছে । তাই এই চারটি সভা নির্দিষ্ট দিনে হচ্ছে না। গতকাল একথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামীকাল যে সভা হওয়ার কথা ছিল তা কবে করা হবে তা এখনও জানানো হয়নি।

 যখন অটল বিহারী বাজপী প্রধান মন্ত্রী ছিলেন তখন শ্রীরামপুর লোকসভার মিষ্টি ও ধুতি নিয়ে যেতেন মমতা ব্যানার্জ্জী।মনমোহন জি যখন প্রধানমন্ত্রী ছিলেন তার জন্মদিনে ও অনুষ্ঠানে মমতা দি তাকেও সম্মান জানাতেন।মোদিকে যে কুর্তা ও মিষ্টি দিয়ে সমান জানিয়েছে মমতা ব্যানার্জ্জী সে প্রসঙ্গে কল্যাণ ব্যানার্জ্জী বলেন আসলে মোদি তো অযোগ্য লোক তাই সম্মান জানানো বা স্বীকৃতিটা জানছে সেটা বোঝে না।রাজনীতি রাজনীতির জায়গায় থাকে।মানুষের সঙ্গে মানুষ এর সম্পর্ক অন্য জায়গায়।সেই জায়গায় মমতার সৌজন্যতাটাই বড় হয়।আর আমি যদি কোনো বড় মানুষ কে ছোট করি তাহলে বড় মানুষ ছোট হয় না। প্রসঙ্গত অক্ষয় কুমারের সাথে স্বাক্ষাৎকারে মোদি বলেছেন,সেখ হাসিনা বছরে দু এক বার কুর্তা আর মিষ্টি পাঠান।আমি বাংলার মিষ্টি পছন্দ করি তা জানতে পেরে মমতা ব্যানার্জী তাকে দু এক বার মিষ্টি পাঠিয়েছেন।সেটা নিয়ে কল্যাণ ব্যানার্জ্জীর প্রতিক্রিয়া।
Last Updated : May 1, 2019, 6:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.