কলকাতা, 13 জুন : জুনিয়ার ডাক্তারদের আন্দোলনের জেরে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা কার্যত শিকেয় উঠেছে । বিষয়টি নিয়ে আজ ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পোস্টের মাধ্যমে তিনি দাবি করেছেন, তাঁর প্রশাসন NRS-র ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রথম থেকেই সক্রিয় ছিল । একই সঙ্গে তিনি সিনিয়র ডাক্তার এবং মেডিকেল কলেজের অধ্যাপকদের চিকিৎসা পরিষেবা চালু রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন ।
পোস্টে মমতা লিখেছেন, NRS-এ জুনিয়র ডাক্তাররা মার খাওয়ার পরই ঘটনাটি শুনে সেখানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মাকে পাঠান । অতিরিক্ত মুখ্যসচিবকেও পাঠানো হয়েছে । তাঁরা সেখানে গিয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেন ও আন্দোলন তুলে নেওয়ার অনুরোধ করেন । ইতিমধ্যে ওই ঘটনায় পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে । এছাড়া, জখম জুনিয়র ডাক্তারের চিকিৎসার সমস্ত দায়িত্ব রাজ্য সরকার নিয়েছে । NRS-এ ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর যে অভিযোগ উঠেছে, সেই ঘটনারও তদন্ত শুরু করেছে প্রশাসন । গোটা পরিস্থিতি বিচার করে রাজ্য প্রশাসনের তরফে যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হয়েছে ।
এই সংক্রান্ত খবর : রাজ্যপালের সঙ্গে দেখা করে জুনিয়র ডাক্তারদের দাবিপত্র পেশ
কিন্তু, তা সত্ত্বেও কয়েকটি রাজনৈতিক দলের ইন্ধনে আন্দোলন চালিয়ে পরিস্থিতি ঘোরালো করার চেষ্টা চলছে । আজ দুপুরে আমি যখন SSKM হাসপাতালে যাই, তখন দেখি সেখানে একদিকে চিকিৎসা না পেয়ে রোগী ও তাঁদের পরিজনরা কান্নাকাটি করছেন, অন্যদিকে হাসপাতালের সাইলেন্স জো়নে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন স্লোগান দিচ্ছে । গোটা বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের তরফে ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে । আমাদের মনে রাখতে হবে, স্বাস্থ্য পরিষেবা সর্বদা সাধারণ মানুষের জন্য সমর্পিত । তাই আমি আবেদন করছি, সাধারণ মানুষের কথা ভেবে স্বাস্থ্য পরিষেবা দ্রুত স্বাভাবিক করা হোক ।
এই সংক্রান্ত খবর : "প্লিজ়, রোগীদের দেখুন", ডাক্তারদের চিঠি মুখ্যমন্ত্রীর
এই সংক্রান্ত খবর : NRS-এ ফের উত্তেজনা, বহিরাগতদের হাসপাতালে ঢুকতে বাধা