ETV Bharat / state

মায়াপুর, নবদ্বীপ ঢেলে সাজানো হচ্ছে, রথযাত্রার অনুষ্ঠানে বললেন মমতা - Nabadwip

ঢেলে সাজানো হচ্ছে গোটা নবদ্বীপ এবং মায়াপুরকে । মায়াপুরে রাজ্য সরকারের দেওয়া 700 একর জমিতে তৈরি হচ্ছে ISCKON টাউনশিপ । আজ কলকাতার ISCKON-এর রথযাত্রার অনুষ্ঠানে যোগ দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।

মমতা
author img

By

Published : Jul 4, 2019, 10:12 PM IST

Updated : Jul 4, 2019, 11:22 PM IST

কলকাতা, 4 জুলাই : মায়াপুরে রাজ্য সরকারের দেওয়া 700 একর জমিতে তৈরি হচ্ছে ISCKON টাউনশিপ । ঢেলে সাজানো হচ্ছে গোটা নবদ্বীপ এবং মায়াপুরকে । আজ কলকাতার ISCKON-এর রথযাত্রার অনুষ্ঠানে যোগ দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।

প্রতিবছরের মতো এবারও নিয়ম মেনে ISCKON-এর রথযাত্রা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মমতা ব্যানার্জি । তাঁর সঙ্গে আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহান, অভিনেতা সোহম সহ অন্যান্য বিশিষ্টজনরা । নিয়মানুযায়ী প্রথমে মমতা ব্যানার্জি জগন্নাথদেব, শুভদ্রা, বলরামের উদ্দেশ্যে আরতি করেন । এরপরে রথের দড়িতে টান দিয়ে রথযাত্রার শুভ সূচনা করেন ।

মমতা ব্যানার্জি বলেন, " আজ আমি খুশি । মায়াপুরে ISCKON-এর বড় মন্দির তৈরি হয়েছে । ISCKON টাউন বা তীর্থক্ষেত্র গড়ে উঠছে 700 একর জমিতে । সেখানে হেলিপ্যাড, গেস্ট হাউস, তীর্থক্ষেত্র, ট্যুরিজম ডেভেলপমেন্ট সবকিছুই হচ্ছে । মায়াপুর এবং নবদ্বীপ ঢেলে সাজানো হচ্ছে । আজ প্রতিনিধি পাঠিয়েছি । যত তাড়াতাড়ি মায়াপুরের তীর্থক্ষেত্র তৈরি হয়ে যায় সাধারণ মানুষদের পক্ষে ভালো।"

ভিডিয়োয় শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

উল্লেখ্য, মায়াপুরে প্রকল্পটি করছে ISCKON । এই প্রকল্প গড়তে ISCKON-কে সাহায্য করছে জিন্দাল শিল্পগোষ্ঠী । তবে প্রকল্পটি গড়ার ক্ষেত্রে জমির অনুমোদন পেতে সমস্যা হচ্ছিল । তবে পরবর্তীতে সেই সমস্যা মিটে যায় । গতবছরের ১২ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মায়াপুরে ইসকন মন্দির পরিদর্শন করেন। তারপর প্রকল্পে অনুমোদন দেন । প্রকল্পের ব্যয়বরাদ্দ ৩০০০ কোটি টাকা ।

আজ রথযাত্রা শুরুর সময় মমতা "জয় হিন্দ" এবং "জয় বাংলা" স্লোগান দেন। তিনি বলেন, " ধর্ম মানে সভ্যতা । ধর্ম মানে সংস্কৃতি । ধর্ম মানে সর্বজনীন । ধর্ম মানে বিশ্বজনীন । পৃথিবীর মানুষ ভালোবেসে যে ধর্ম গ্রহণ করে সেটাই আসল ধর্ম । সেই ধর্মের জয় হোক। শুভবুদ্ধির জয় হোক । মানবতার জয় হোক । সভ্যতার জয় হোক। ঐক্যের জয় হোক । সম্প্রীতির জয় হোক । জয় জগন্নাথ । জয় হিন্দ । জয় বাংলা।"

উল্লেখ্য, আজ রথযাত্রায় অভিনেত্রী নুসরাত জাহানও সম্প্রীতির বার্তা দেন । তিনি বলেন, "আমরা সমস্ত উৎসব একসঙ্গে পালন করে থাকি । আমরা সব সময় বিশ্বাস করি বাংলা হল সম্প্রীতি এবং শান্তির প্রতীক । "

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়তে কটাক্ষ করে মুকুল রায় বলেন, "সরকারি পয়সা খরচ করে মুখ্যমন্ত্রী ISKCON, মাহেশের রথযাত্রা উদ্বোধন করছেন । ওঁর তো হেলিকপ্টার রয়েছে । নিজের টাকাও খরচ হবে না, দলের টাকাও খরচ হবে না । তাই উনি ISKCON-ও যাচ্ছেন, মাহেশেও যাচ্ছেন ।"

এদিকে, আজ গিরিশপার্কের রামমন্দির থেকে শিল্পী সংসদের রথে রশিতে টান দেন মুকুল রায় । উপস্থিত ছিলেন BJP-র সহ সম্পাদক(সংগঠন) অরবিন্দ মেনন । সরকারি টাকায় মুখ্যমন্ত্রী ISKCON, মাহেশের রথযাত্রায় যোগ দিচ্ছেন । এই অভিযোগ তোলেন মুকুল রায় ।

বামেদের অভিযোগ, তৃণমূল এবং BJP দু'পক্ষই রথযাত্রা নিয়ে রাজনীতির খেলায় মেতেছে । এর উত্তরে মুকুল রায় বলেন, "রথযাত্রা একটা পরম্পরা । রথযাত্রা উপলক্ষ্যে গোটা দেশের মানুষ মেতে ওঠেন । এটা বামেদের কৃষ্টিও নয়, সংস্কৃতিও নয় ।" রাজ্যের নাম পরিবর্তন ইশু নিয়ে তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার কী ভাবছে আমি জানি না । তবে ভারতীয় জনতা পার্টি রাজ্যের নাম পরিবর্তন পছন্দ করে না । কারণ, পশ্চিমবঙ্গ নামের সঙ্গে একটা ইতিহাস ও ঐতিহ্য জড়িয়ে রয়েছে ।"

কলকাতা, 4 জুলাই : মায়াপুরে রাজ্য সরকারের দেওয়া 700 একর জমিতে তৈরি হচ্ছে ISCKON টাউনশিপ । ঢেলে সাজানো হচ্ছে গোটা নবদ্বীপ এবং মায়াপুরকে । আজ কলকাতার ISCKON-এর রথযাত্রার অনুষ্ঠানে যোগ দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।

প্রতিবছরের মতো এবারও নিয়ম মেনে ISCKON-এর রথযাত্রা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মমতা ব্যানার্জি । তাঁর সঙ্গে আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহান, অভিনেতা সোহম সহ অন্যান্য বিশিষ্টজনরা । নিয়মানুযায়ী প্রথমে মমতা ব্যানার্জি জগন্নাথদেব, শুভদ্রা, বলরামের উদ্দেশ্যে আরতি করেন । এরপরে রথের দড়িতে টান দিয়ে রথযাত্রার শুভ সূচনা করেন ।

মমতা ব্যানার্জি বলেন, " আজ আমি খুশি । মায়াপুরে ISCKON-এর বড় মন্দির তৈরি হয়েছে । ISCKON টাউন বা তীর্থক্ষেত্র গড়ে উঠছে 700 একর জমিতে । সেখানে হেলিপ্যাড, গেস্ট হাউস, তীর্থক্ষেত্র, ট্যুরিজম ডেভেলপমেন্ট সবকিছুই হচ্ছে । মায়াপুর এবং নবদ্বীপ ঢেলে সাজানো হচ্ছে । আজ প্রতিনিধি পাঠিয়েছি । যত তাড়াতাড়ি মায়াপুরের তীর্থক্ষেত্র তৈরি হয়ে যায় সাধারণ মানুষদের পক্ষে ভালো।"

ভিডিয়োয় শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

উল্লেখ্য, মায়াপুরে প্রকল্পটি করছে ISCKON । এই প্রকল্প গড়তে ISCKON-কে সাহায্য করছে জিন্দাল শিল্পগোষ্ঠী । তবে প্রকল্পটি গড়ার ক্ষেত্রে জমির অনুমোদন পেতে সমস্যা হচ্ছিল । তবে পরবর্তীতে সেই সমস্যা মিটে যায় । গতবছরের ১২ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মায়াপুরে ইসকন মন্দির পরিদর্শন করেন। তারপর প্রকল্পে অনুমোদন দেন । প্রকল্পের ব্যয়বরাদ্দ ৩০০০ কোটি টাকা ।

আজ রথযাত্রা শুরুর সময় মমতা "জয় হিন্দ" এবং "জয় বাংলা" স্লোগান দেন। তিনি বলেন, " ধর্ম মানে সভ্যতা । ধর্ম মানে সংস্কৃতি । ধর্ম মানে সর্বজনীন । ধর্ম মানে বিশ্বজনীন । পৃথিবীর মানুষ ভালোবেসে যে ধর্ম গ্রহণ করে সেটাই আসল ধর্ম । সেই ধর্মের জয় হোক। শুভবুদ্ধির জয় হোক । মানবতার জয় হোক । সভ্যতার জয় হোক। ঐক্যের জয় হোক । সম্প্রীতির জয় হোক । জয় জগন্নাথ । জয় হিন্দ । জয় বাংলা।"

উল্লেখ্য, আজ রথযাত্রায় অভিনেত্রী নুসরাত জাহানও সম্প্রীতির বার্তা দেন । তিনি বলেন, "আমরা সমস্ত উৎসব একসঙ্গে পালন করে থাকি । আমরা সব সময় বিশ্বাস করি বাংলা হল সম্প্রীতি এবং শান্তির প্রতীক । "

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়তে কটাক্ষ করে মুকুল রায় বলেন, "সরকারি পয়সা খরচ করে মুখ্যমন্ত্রী ISKCON, মাহেশের রথযাত্রা উদ্বোধন করছেন । ওঁর তো হেলিকপ্টার রয়েছে । নিজের টাকাও খরচ হবে না, দলের টাকাও খরচ হবে না । তাই উনি ISKCON-ও যাচ্ছেন, মাহেশেও যাচ্ছেন ।"

এদিকে, আজ গিরিশপার্কের রামমন্দির থেকে শিল্পী সংসদের রথে রশিতে টান দেন মুকুল রায় । উপস্থিত ছিলেন BJP-র সহ সম্পাদক(সংগঠন) অরবিন্দ মেনন । সরকারি টাকায় মুখ্যমন্ত্রী ISKCON, মাহেশের রথযাত্রায় যোগ দিচ্ছেন । এই অভিযোগ তোলেন মুকুল রায় ।

বামেদের অভিযোগ, তৃণমূল এবং BJP দু'পক্ষই রথযাত্রা নিয়ে রাজনীতির খেলায় মেতেছে । এর উত্তরে মুকুল রায় বলেন, "রথযাত্রা একটা পরম্পরা । রথযাত্রা উপলক্ষ্যে গোটা দেশের মানুষ মেতে ওঠেন । এটা বামেদের কৃষ্টিও নয়, সংস্কৃতিও নয় ।" রাজ্যের নাম পরিবর্তন ইশু নিয়ে তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার কী ভাবছে আমি জানি না । তবে ভারতীয় জনতা পার্টি রাজ্যের নাম পরিবর্তন পছন্দ করে না । কারণ, পশ্চিমবঙ্গ নামের সঙ্গে একটা ইতিহাস ও ঐতিহ্য জড়িয়ে রয়েছে ।"

Intro:
রাজ‍্যের দেওয়া ৭০০ একর জমির ওপরে মায়াপুরে গড়ে উঠছে ইসকন টাউন : মমতা

কলকাতা, ৪ জুলাই : রাজ্য সরকারের দেওয়া ৭০০ একর জমির ওপরে মায়াপুরে গড়ে উঠেছে ইসকন টাউন । ঢেলে সাজানো হচ্ছে গোটা নবদ্বীপ এবং মায়াপুরকে । আজ কলকাতার ইসকনের রথ যাত্রার শুভ সূচনা অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Body:

প্রতিবছরের মতো এবারও নিয়ম মেনে ইসকনের রথ যাত্রার সূচনা করতে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে আজ ইসকনের রথযাত্রার প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী নুসরাত জাহান। স্বামী নিখিল জৈনকে সঙ্গে নিয়েই এসেছিলেন তিনি। উপস্থিত ছিলেন অভিনেতা সোহম সহ বিশিষ্টজনেরা। মুখ্যমন্ত্রী প্রথমেই জগন্নাথদেব, সুভদ্রা, বলরামের উদ্দেশ্যে আরতি করেন। এরপর একে একে নিয়ম রক্ষা করেন মুখ্যমন্ত্রী এবং নুসরাত। নারকেল ফাটান ও আগত সাধারণ মানুষের উদ্দেশ্যে শান্তির জল ছেটান তাঁরা। এরপরে রথের দড়িতে টান দিয়ে শুভ সূচনা করলেন রথ যাত্রার। মুখ্যমন্ত্রী বলেন, 'আমি ইসকনের রথ যাত্রায় প্রতি বছর আসি। উনারা আমাকে ডাকেন। আমি কৃতজ্ঞ। জগৎ পিতা জয় জগন্নাথ আপনাদের ভালো রাখুন। আজ আমি খুশি ইসকনের মায়াপুরের বড় মন্দির তৈরি হয়েছে জমি অনেকদিন ধরে পড়েছিল রাজ্য সরকার না দিলে তা হতো না। ইসকন টাউন বা তীর্থ ক্ষেত্র গড়ে উঠেছে ৭০০ একর জমিতে। হেলিপ্যাড, গেস্ট হাউস, তীর্থক্ষেত্র, ট্যুরিজম ডেভেলপমেন্ট সবকিছুই হচ্ছে এখানে। মায়াপুর এবং নবদ্বীপ ঢেলে সাজানো হচ্ছে। আজ প্রতিনিধি পাঠিয়েছি। যত তাড়াতাড়ি মায়াপুরের তীর্থ ক্ষেত্র তৈরি হয়ে যায় সাধারণ মানুষদের পক্ষে ভালো।' আজ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ধর্ম সম্পর্কে আরও একবার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রথ যাত্রার সূচনা লগ্নেও 'জয় হিন্দ' 'জয় বাংলা' স্লোগান তুলেন তিনি। মমতা বললেন, 'ধর্মীয় মানবিকতা । ধর্ম মানে সভ্যতা । ধর্ম মানে সংস্কৃতি। ধর্ম মানে সর্বজনীন। ধর্ম মানে বিশ্বজনীন। পৃথিবীর মানুষকে ভালোবেসে যে ধর্ম গ্রহণ করে সেটাই আসল ধর্ম। সেই ধর্মের জয় হোক। শুভবুদ্ধির জয় হোক । মানবতার জয় হোক। সভ্যতার জয় হোক। ঐক্যের জয় হোক। সম্প্রীতির জয় হোক। জয় জগন্নাথ। জয় হিন্দ । জয় বাংলা।' অন্যদিকে, অভিনেত্রী নুসরাত জাহানও সম্প্রীতির বার্তা দিলেন। তিনি বলেন, 'আমরা সমস্ত উৎসব এক সঙ্গে পালন করে থাকি। আমরা সব সময় বিশ্বাস করি বাংলা হলো সম্প্রীতি এবং শান্তির প্রতীক। আগামী দিনেও যেন আমরা এভাবে জাতি ভেদাভেদ না মেনে ঈশ্বরের পথে ওপর ওয়ালার পথে, আল্লার পথে সবাই যেন একসঙ্গে এগিয়ে চলি' ।Conclusion:
Last Updated : Jul 4, 2019, 11:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.