কলকাতা, 4 জুলাই : মায়াপুরে রাজ্য সরকারের দেওয়া 700 একর জমিতে তৈরি হচ্ছে ISCKON টাউনশিপ । ঢেলে সাজানো হচ্ছে গোটা নবদ্বীপ এবং মায়াপুরকে । আজ কলকাতার ISCKON-এর রথযাত্রার অনুষ্ঠানে যোগ দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।
প্রতিবছরের মতো এবারও নিয়ম মেনে ISCKON-এর রথযাত্রা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মমতা ব্যানার্জি । তাঁর সঙ্গে আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহান, অভিনেতা সোহম সহ অন্যান্য বিশিষ্টজনরা । নিয়মানুযায়ী প্রথমে মমতা ব্যানার্জি জগন্নাথদেব, শুভদ্রা, বলরামের উদ্দেশ্যে আরতি করেন । এরপরে রথের দড়িতে টান দিয়ে রথযাত্রার শুভ সূচনা করেন ।
মমতা ব্যানার্জি বলেন, " আজ আমি খুশি । মায়াপুরে ISCKON-এর বড় মন্দির তৈরি হয়েছে । ISCKON টাউন বা তীর্থক্ষেত্র গড়ে উঠছে 700 একর জমিতে । সেখানে হেলিপ্যাড, গেস্ট হাউস, তীর্থক্ষেত্র, ট্যুরিজম ডেভেলপমেন্ট সবকিছুই হচ্ছে । মায়াপুর এবং নবদ্বীপ ঢেলে সাজানো হচ্ছে । আজ প্রতিনিধি পাঠিয়েছি । যত তাড়াতাড়ি মায়াপুরের তীর্থক্ষেত্র তৈরি হয়ে যায় সাধারণ মানুষদের পক্ষে ভালো।"
উল্লেখ্য, মায়াপুরে প্রকল্পটি করছে ISCKON । এই প্রকল্প গড়তে ISCKON-কে সাহায্য করছে জিন্দাল শিল্পগোষ্ঠী । তবে প্রকল্পটি গড়ার ক্ষেত্রে জমির অনুমোদন পেতে সমস্যা হচ্ছিল । তবে পরবর্তীতে সেই সমস্যা মিটে যায় । গতবছরের ১২ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মায়াপুরে ইসকন মন্দির পরিদর্শন করেন। তারপর প্রকল্পে অনুমোদন দেন । প্রকল্পের ব্যয়বরাদ্দ ৩০০০ কোটি টাকা ।
আজ রথযাত্রা শুরুর সময় মমতা "জয় হিন্দ" এবং "জয় বাংলা" স্লোগান দেন। তিনি বলেন, " ধর্ম মানে সভ্যতা । ধর্ম মানে সংস্কৃতি । ধর্ম মানে সর্বজনীন । ধর্ম মানে বিশ্বজনীন । পৃথিবীর মানুষ ভালোবেসে যে ধর্ম গ্রহণ করে সেটাই আসল ধর্ম । সেই ধর্মের জয় হোক। শুভবুদ্ধির জয় হোক । মানবতার জয় হোক । সভ্যতার জয় হোক। ঐক্যের জয় হোক । সম্প্রীতির জয় হোক । জয় জগন্নাথ । জয় হিন্দ । জয় বাংলা।"
উল্লেখ্য, আজ রথযাত্রায় অভিনেত্রী নুসরাত জাহানও সম্প্রীতির বার্তা দেন । তিনি বলেন, "আমরা সমস্ত উৎসব একসঙ্গে পালন করে থাকি । আমরা সব সময় বিশ্বাস করি বাংলা হল সম্প্রীতি এবং শান্তির প্রতীক । "
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়তে কটাক্ষ করে মুকুল রায় বলেন, "সরকারি পয়সা খরচ করে মুখ্যমন্ত্রী ISKCON, মাহেশের রথযাত্রা উদ্বোধন করছেন । ওঁর তো হেলিকপ্টার রয়েছে । নিজের টাকাও খরচ হবে না, দলের টাকাও খরচ হবে না । তাই উনি ISKCON-ও যাচ্ছেন, মাহেশেও যাচ্ছেন ।"
এদিকে, আজ গিরিশপার্কের রামমন্দির থেকে শিল্পী সংসদের রথে রশিতে টান দেন মুকুল রায় । উপস্থিত ছিলেন BJP-র সহ সম্পাদক(সংগঠন) অরবিন্দ মেনন । সরকারি টাকায় মুখ্যমন্ত্রী ISKCON, মাহেশের রথযাত্রায় যোগ দিচ্ছেন । এই অভিযোগ তোলেন মুকুল রায় ।
বামেদের অভিযোগ, তৃণমূল এবং BJP দু'পক্ষই রথযাত্রা নিয়ে রাজনীতির খেলায় মেতেছে । এর উত্তরে মুকুল রায় বলেন, "রথযাত্রা একটা পরম্পরা । রথযাত্রা উপলক্ষ্যে গোটা দেশের মানুষ মেতে ওঠেন । এটা বামেদের কৃষ্টিও নয়, সংস্কৃতিও নয় ।" রাজ্যের নাম পরিবর্তন ইশু নিয়ে তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার কী ভাবছে আমি জানি না । তবে ভারতীয় জনতা পার্টি রাজ্যের নাম পরিবর্তন পছন্দ করে না । কারণ, পশ্চিমবঙ্গ নামের সঙ্গে একটা ইতিহাস ও ঐতিহ্য জড়িয়ে রয়েছে ।"