কলকাতা, 10 জুলাই : আজ সন্ধ্যায় অনুব্রত মণ্ডলকে SSKM হাসপাতালে দেখতে গেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ অনুব্রতের ফিস্টুলায় অস্ত্রোপচার করা হয়েছে । এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর ।
ফিস্টুলা সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন অনুব্রত । শুক্রবার থেকে তিনি SSKM-এ ভরতি । সেদিনই তাঁর ফিস্টুলায় অস্ত্রোপচারের কথা ভেবেছিলেন চিকিৎসকরা । কিন্তু রক্তে শর্করার মাত্রা বেশি থাকায় তা সম্ভব হয়নি । এরপর আজ তাঁর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন মেডিকেল বোর্ডের সদস্যরা।
হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচার সফল হয়েছে । অনুব্রত এখন ভালো আছেন । তবে কবে তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে সেই বিষয়ে কিছু জানা যায়নি । আজ সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ অনুব্রতকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী । সঙ্গে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম । অনুব্রতর চিকিৎসা এবং শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের কাছে খোঁজ খবর নেন মমতা । মিনিট সাতেক মতো হাসপাতালে ছিলেন তিনি । গতবছরের অগাস্ট মাসেও এই হাসপাতালে অনুব্রত মণ্ডলের চিকিৎসা হয়েছিল ।