ETV Bharat / state

Mamata Banerjee: বিমানবন্দরে দুর্গামূর্তি সাজিয়ে বিদেশ সফরে গেলেন মুখ্যমন্ত্রী - দুর্গামূর্তি সাজিয়ে বিদেশ সফরে গেলেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee at Biswa Bangla Stall in Kolkata Airport: মঙ্গলবার দুবাই ও স্পেন সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিমান ধরার আগে কিছুক্ষণ বিশ্ববাংলা বিপণীতে যান তিনি ৷ সেখানে ঘুরে দেখেন সবকিছু ৷ পাশাপাশি একটি দুর্গামূর্তি সাজিয়ে বিমান ধরেন তিনি ৷

Mamata Banerjee
Mamata Banerjee
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 4:16 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর: পাঁচ বছর পর আবার বিদেশ সফরে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রথমে স্পেন ও পরে দুবাই যাওয়ার কথা রয়েছে তাঁর । মঙ্গলবার এই সফরের আগে বিমানবন্দরে মা দুর্গার কপালে লাল টিপ ও ঠোঁট রঙালেন মুখ্যমন্ত্রী । আঁকলেন চোখও ।

Mamata Banerjee
কলকাতা বিমানবন্দরের বিশ্ববাংলা বিপণীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এ দিন কলকাতা বিমান বন্দরে পৌঁছেই সেখানে থাকা বিশ্ববাংলা বিপণীতে পৌঁছে যান মমতা । এই বিশ্ব বাংলা বিপণী আসলে রাজ্য সকারি প্রতিষ্ঠান । এই বিপণী খোলার সিদ্ধান্ত নিয়েছিলেন মমতাই । তাই এ দিন দেশ ছাড়ার আগে হাতে কিছু বাড়তি সময় থাকায় এই বিপণী ঘুরে দেখলেন তিনি । এ দিন বিশ্ববাংলা বিপণীতে বেশ কিছুটা সময় কাটালেন মমতা । শুধু তাই নয়, এই স্বল্প সময়ের সুযোগেও তাঁর শিল্পীসত্তার বিচ্ছুরণ দেখা গেল ।

Mamata Banerjee
কলকাতা বিমানবন্দরের বিশ্ববাংলা বিপণীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এমনিতে বাংলার মুখ্যমন্ত্রীকে বিভিন্ন সময় বিভিন্ন শিল্পকর্মের সঙ্গে যুক্ত থাকতে দেখা যায় । তিনি ছবি আঁকেন । কবিতা-গান লেখেন, গানে সুর করেন । এ দিন সামান্য সময়ের অবসরে দুর্গামূর্তির মুখ রাঙিয়ে তুললেন মুখ্যমন্ত্রী ।

প্রসঙ্গত, দীর্ঘ সময়ের ব্যবধানে আজ স্পেন গেলেন মুখ্যমন্ত্রী । তাঁর সঙ্গে এই বিদেশ সফরে গিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । এছাড়া গিয়েছেন বণিক মহলের সদস্যরা, একাধিক ক্লাবের সদস্যরা । গিয়েছেন বইমেলার উদ্যোক্তারাও । বাণিজ্য সম্মেলনের আগে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে প্রশাসনিক মহল থেকে দাবি করা হচ্ছে ।

Mamata Banerjee
কলকাতা বিমানবন্দরের বিশ্ববাংলা বিপণীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আর সেই গুরুত্বপূর্ণ সফরে যাওয়ার আগেই দুর্গা মূর্তি রাঙিয়ে দিয়েই বিদেশে গেলেন মমতা । এ দিন এই বিপণীতে পাশাপাশি বিশ্ববাংলার স্টলও ঘুরে দেখেন তিনি । দেখেন বিভিন্ন ধরনের শাড়ি, সৌখিন আসবাব পত্র । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টলে রাখা একটি শঙ্খ হাতে তুলে নিয়ে তা বাজানও ।

আরও পড়ুন: দুবাইগামী বিমানে যান্ত্রিক ত্রুটি, মুখ্যমন্ত্রীর বিদেশযাত্রার শুরুতেই বিপত্তি

কলকাতা, 12 সেপ্টেম্বর: পাঁচ বছর পর আবার বিদেশ সফরে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রথমে স্পেন ও পরে দুবাই যাওয়ার কথা রয়েছে তাঁর । মঙ্গলবার এই সফরের আগে বিমানবন্দরে মা দুর্গার কপালে লাল টিপ ও ঠোঁট রঙালেন মুখ্যমন্ত্রী । আঁকলেন চোখও ।

Mamata Banerjee
কলকাতা বিমানবন্দরের বিশ্ববাংলা বিপণীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এ দিন কলকাতা বিমান বন্দরে পৌঁছেই সেখানে থাকা বিশ্ববাংলা বিপণীতে পৌঁছে যান মমতা । এই বিশ্ব বাংলা বিপণী আসলে রাজ্য সকারি প্রতিষ্ঠান । এই বিপণী খোলার সিদ্ধান্ত নিয়েছিলেন মমতাই । তাই এ দিন দেশ ছাড়ার আগে হাতে কিছু বাড়তি সময় থাকায় এই বিপণী ঘুরে দেখলেন তিনি । এ দিন বিশ্ববাংলা বিপণীতে বেশ কিছুটা সময় কাটালেন মমতা । শুধু তাই নয়, এই স্বল্প সময়ের সুযোগেও তাঁর শিল্পীসত্তার বিচ্ছুরণ দেখা গেল ।

Mamata Banerjee
কলকাতা বিমানবন্দরের বিশ্ববাংলা বিপণীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এমনিতে বাংলার মুখ্যমন্ত্রীকে বিভিন্ন সময় বিভিন্ন শিল্পকর্মের সঙ্গে যুক্ত থাকতে দেখা যায় । তিনি ছবি আঁকেন । কবিতা-গান লেখেন, গানে সুর করেন । এ দিন সামান্য সময়ের অবসরে দুর্গামূর্তির মুখ রাঙিয়ে তুললেন মুখ্যমন্ত্রী ।

প্রসঙ্গত, দীর্ঘ সময়ের ব্যবধানে আজ স্পেন গেলেন মুখ্যমন্ত্রী । তাঁর সঙ্গে এই বিদেশ সফরে গিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । এছাড়া গিয়েছেন বণিক মহলের সদস্যরা, একাধিক ক্লাবের সদস্যরা । গিয়েছেন বইমেলার উদ্যোক্তারাও । বাণিজ্য সম্মেলনের আগে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে প্রশাসনিক মহল থেকে দাবি করা হচ্ছে ।

Mamata Banerjee
কলকাতা বিমানবন্দরের বিশ্ববাংলা বিপণীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আর সেই গুরুত্বপূর্ণ সফরে যাওয়ার আগেই দুর্গা মূর্তি রাঙিয়ে দিয়েই বিদেশে গেলেন মমতা । এ দিন এই বিপণীতে পাশাপাশি বিশ্ববাংলার স্টলও ঘুরে দেখেন তিনি । দেখেন বিভিন্ন ধরনের শাড়ি, সৌখিন আসবাব পত্র । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টলে রাখা একটি শঙ্খ হাতে তুলে নিয়ে তা বাজানও ।

আরও পড়ুন: দুবাইগামী বিমানে যান্ত্রিক ত্রুটি, মুখ্যমন্ত্রীর বিদেশযাত্রার শুরুতেই বিপত্তি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.