ETV Bharat / state

প্রতি বছর কেন বাঁধ ভাঙছে, সেচ দফতরের কাজে ক্ষুব্ধ মমতা

author img

By

Published : Jun 2, 2021, 4:14 PM IST

Updated : Jun 2, 2021, 4:49 PM IST

দিঘা, মন্দারমণি লন্ডভন্ড হয়েছে যশের তাণ্ডবে ৷ এই অবস্থায় বুধবার সেচ দফতরের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৈঠকে তিনি একরাশ ক্ষোভ উগরে দেন বিভিন্ন দফতরের বিরুদ্ধে ৷ তিনি বলেন, "দফতরগুলি দায়িত্বজ্ঞানহীনতায় ভুগছেন ৷"

সেচ দফতরকে এক হাত মমতার
সেচ দফতরকে এক হাত মমতার

কলকাতা, 2 জুন : সেচ দফতরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রতিবছর বাঁধ নির্মাণ হচ্ছে, অথচ তা প্রতিবছরই কেন ভেঙে যাচ্ছে ৷ এবিষয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ৷ এছাড়াও দিঘার সৌন্দর্যায়নের জন্য একাধিক পরিকল্পনা করার কথা বলেন তিনি ৷

ঘূর্ণিঝড় যশের তাণ্ডব এবং ভরা কোটাল ৷ জোড়া ধাক্কায় কার্যত বানভাসি হয়েছিল দক্ষিণবঙ্গের একাধিক জেলা ৷ এক সপ্তাহ কেটে গেলেও এখনও বানভাসি গোসাবা, সন্দেশখালি হিঙ্গলগঞ্জের অনেক গ্রাম ৷ দিঘা, মন্দারমণি লন্ডভন্ড হয়েছে যশের তাণ্ডবে ৷ এই অবস্থায় বুধবার সেচ দফতরের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৈঠকে তিনি একরাশ ক্ষোভ উগরে দেন বিভিন্ন দফতরের বিরুদ্ধে ৷ তিনি বলেন, "দফতরগুলি দায়িত্বজ্ঞানহীনতায় ভুগছেন ৷" এরপর বিভিন্ন জায়গায় বাঁধ নির্মাণের পক্ষে তিনি বলেন, এর আগে আমফানে অনেক গাছ উপড়ে গিয়েছে ৷ উপড়ে যাওয়া গাছের হিসাব কোথায়? সেই গাছ দিয়ে বাঁধ সারানো যেত ৷ বাঁধ ছাড়াও বিভিন্ন জায়গায় ম্যানগ্রোভ গাছ লাগানোর পরামর্শ দেন তিনি ৷ দুই পরগনা, মেদিনীপুরে 5 কোটি ম্যানগ্রোভ বসানোর কথা বলেন ৷ তিনি বলেন, " কনক্রিটের বাঁধ ছাড়াও বিভিন্ন জায়গায় ম্যানগ্রোভ গাছ লাগাতে হবে ৷ তাতে খরচও কমবে ৷ এক্ষেত্রে গাছ পরিবেশ বিভাগ দেবে ৷ এতে শুধুমাত্র শ্রমিকের টাকা লাগবে ৷ "

এরপর সেচ দফতরের কাছে মুখ্যমন্ত্রী বলেন, প্রতিবছর বাঁধ তৈরি হচ্ছে ৷ প্রতিবছরই ঝড় আসছে ৷ চোখ রাঙিয়ে চলে যাচ্ছে ৷ এতে কোটি কোটি টাকা জলে চলে যাচ্ছে ৷ এই বিষয়ে তিন দিনের মধ্যে সেচ দফতরগুলির থেকে আলাদা করে রিপোর্ট চান মুখ্যমন্ত্রী ৷ এরপর তিনি বিশেষ দল গঠনের পরামর্শ দেন ৷ যে দলে নদী বিশেষজ্ঞরাও থাকবেন ৷ 10 বছর ভাঙবে না এমন বাঁধ তৈরি করতে হবে, বলেন মমতা ৷ এবং 10 বছর অন্তর এই বাঁধের মনিটারিং করতে হবে ৷ বর্ষার আগেই পরিস্থিতি ঠিক করার নির্দেশ দেন তিনি ৷

আরও পড়ুন : রাজভবনে শুভেন্দু, ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ

বাঙালির স্বপ্নের দিঘা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যশে ৷ ভেঙে গিয়েছে হকারদের দোকান ৷ দিঘার সৌন্দর্যায়ন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ বসার বেঞ্চ ভেঙে গিয়েছে ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে মন্দারমণির একাধিক হোটেল ৷ এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় হকারদের দোকানগুলির পুনর্গঠনের কথা বলেন ৷ পরামর্শ দেন দিঘার সমুদ্র তট মজবুত করার ৷ একইসঙ্গে দিঘার সৌন্দর্যায়নে থাকা সংস্থাগুলিকে কাঠগড়ায় তোলেন মুখ্যমন্ত্রী ৷ সৌন্দর্যায়ন নষ্টের জন্য তাদের বিরুদ্ধে তদন্তের কথা বলেন তিনি ৷ একইসঙ্গে দিঘার পুরানো রূপ ফেরাতে 100 দিনের কাজে লোক লাগানোর কথাও বলেন তিনি ৷ সেচ দফতরের প্রধান সচিব প্রভাত মিশ্র দিঘার বিষয়ে আলাদা করে পরিকল্পনা করবেন বলে জানান মমতা ৷ প্রয়োজনে মুখ্যসচিব নষ্ট হয়ে যাওয়া দোকানগুলির পুনরুদ্ধারের বিষয়টি দেখবেন বলে জানান ৷

কলকাতা, 2 জুন : সেচ দফতরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রতিবছর বাঁধ নির্মাণ হচ্ছে, অথচ তা প্রতিবছরই কেন ভেঙে যাচ্ছে ৷ এবিষয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ৷ এছাড়াও দিঘার সৌন্দর্যায়নের জন্য একাধিক পরিকল্পনা করার কথা বলেন তিনি ৷

ঘূর্ণিঝড় যশের তাণ্ডব এবং ভরা কোটাল ৷ জোড়া ধাক্কায় কার্যত বানভাসি হয়েছিল দক্ষিণবঙ্গের একাধিক জেলা ৷ এক সপ্তাহ কেটে গেলেও এখনও বানভাসি গোসাবা, সন্দেশখালি হিঙ্গলগঞ্জের অনেক গ্রাম ৷ দিঘা, মন্দারমণি লন্ডভন্ড হয়েছে যশের তাণ্ডবে ৷ এই অবস্থায় বুধবার সেচ দফতরের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৈঠকে তিনি একরাশ ক্ষোভ উগরে দেন বিভিন্ন দফতরের বিরুদ্ধে ৷ তিনি বলেন, "দফতরগুলি দায়িত্বজ্ঞানহীনতায় ভুগছেন ৷" এরপর বিভিন্ন জায়গায় বাঁধ নির্মাণের পক্ষে তিনি বলেন, এর আগে আমফানে অনেক গাছ উপড়ে গিয়েছে ৷ উপড়ে যাওয়া গাছের হিসাব কোথায়? সেই গাছ দিয়ে বাঁধ সারানো যেত ৷ বাঁধ ছাড়াও বিভিন্ন জায়গায় ম্যানগ্রোভ গাছ লাগানোর পরামর্শ দেন তিনি ৷ দুই পরগনা, মেদিনীপুরে 5 কোটি ম্যানগ্রোভ বসানোর কথা বলেন ৷ তিনি বলেন, " কনক্রিটের বাঁধ ছাড়াও বিভিন্ন জায়গায় ম্যানগ্রোভ গাছ লাগাতে হবে ৷ তাতে খরচও কমবে ৷ এক্ষেত্রে গাছ পরিবেশ বিভাগ দেবে ৷ এতে শুধুমাত্র শ্রমিকের টাকা লাগবে ৷ "

এরপর সেচ দফতরের কাছে মুখ্যমন্ত্রী বলেন, প্রতিবছর বাঁধ তৈরি হচ্ছে ৷ প্রতিবছরই ঝড় আসছে ৷ চোখ রাঙিয়ে চলে যাচ্ছে ৷ এতে কোটি কোটি টাকা জলে চলে যাচ্ছে ৷ এই বিষয়ে তিন দিনের মধ্যে সেচ দফতরগুলির থেকে আলাদা করে রিপোর্ট চান মুখ্যমন্ত্রী ৷ এরপর তিনি বিশেষ দল গঠনের পরামর্শ দেন ৷ যে দলে নদী বিশেষজ্ঞরাও থাকবেন ৷ 10 বছর ভাঙবে না এমন বাঁধ তৈরি করতে হবে, বলেন মমতা ৷ এবং 10 বছর অন্তর এই বাঁধের মনিটারিং করতে হবে ৷ বর্ষার আগেই পরিস্থিতি ঠিক করার নির্দেশ দেন তিনি ৷

আরও পড়ুন : রাজভবনে শুভেন্দু, ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ

বাঙালির স্বপ্নের দিঘা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যশে ৷ ভেঙে গিয়েছে হকারদের দোকান ৷ দিঘার সৌন্দর্যায়ন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ বসার বেঞ্চ ভেঙে গিয়েছে ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে মন্দারমণির একাধিক হোটেল ৷ এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় হকারদের দোকানগুলির পুনর্গঠনের কথা বলেন ৷ পরামর্শ দেন দিঘার সমুদ্র তট মজবুত করার ৷ একইসঙ্গে দিঘার সৌন্দর্যায়নে থাকা সংস্থাগুলিকে কাঠগড়ায় তোলেন মুখ্যমন্ত্রী ৷ সৌন্দর্যায়ন নষ্টের জন্য তাদের বিরুদ্ধে তদন্তের কথা বলেন তিনি ৷ একইসঙ্গে দিঘার পুরানো রূপ ফেরাতে 100 দিনের কাজে লোক লাগানোর কথাও বলেন তিনি ৷ সেচ দফতরের প্রধান সচিব প্রভাত মিশ্র দিঘার বিষয়ে আলাদা করে পরিকল্পনা করবেন বলে জানান মমতা ৷ প্রয়োজনে মুখ্যসচিব নষ্ট হয়ে যাওয়া দোকানগুলির পুনরুদ্ধারের বিষয়টি দেখবেন বলে জানান ৷

Last Updated : Jun 2, 2021, 4:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.