কলকাতা, 31 ডিসেম্বর: পিছিয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাসাগর মেলার সফরসূচি ৷ প্রাথমিকভাবে 3 জানুয়ারি এবারের গঙ্গাসাগর মেলায় তাঁর যাওয়ার কথা থাকলেও দিনক্ষণ পিছিয়ে সেটা হয়েছে আগামী 7 জানুয়ারি ৷ এই প্রথমবার গঙ্গাসাগর মেলা চলাকালীন সেখানে হাজির থাকছেন মমতা ৷ গত শুক্রবার রুটিন চেক-আপের সময় প্রয়োজন বুঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে অস্ত্রোপচার করতে বাধ্য হয়েছিলেন চিকিৎসকেরা ৷ আর অস্ত্রোপচারের পর স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীকে দিনকয়েকের বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা ৷ আর সে কারণেই শেষ মুহূর্তে গঙ্গাসাগরের সফরসূচিতে এই পরিবর্তন ৷
আগে ঠিক ছিল মেলার প্রস্তুতি দেখতে গঙ্গাসাগর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেইমতো সব প্রস্তুতিও সারা হয়ে গিয়েছিল ৷ আগামী 3 জানুয়ারি সকালে গঙ্গাসাগরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। ডুমুরজলা স্টেডিয়াম থেকে তিনি হেলিকপ্টারে পৌঁছতেন সাগরদ্বীপ। সেখানে 5 জানুয়ারি পর্যন্ত থাকার কথা ছিল রাজ্যের প্রশাসনিক প্রধানের। এমনকী 5 জানুয়ারি জয়নগরে একটি প্রশাসনিক বৈঠকেও যোগ দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর ৷ সেখান থেকেই কলকাতায় ফেরার কথা ছিল তাঁর।
কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে 7 জানুয়ারি অর্থাৎ, আগামী রবিবার গঙ্গাসাগর যাচ্ছেন মমতা, ফিরছেন 9 জানুয়ারি। অন্যদিকে 8 জানুয়ারি শুরু এবারের গঙ্গাসাগর মেলা। সবমিলিয়ে প্রথমবারের জন্য মেলা চলাকালীন গঙ্গাসাগরে থাকছেন মুখ্যমন্ত্রী মমতা ৷ মেলা উপলক্ষে নবান্নের সভাঘরে ইতিমধ্যেই সভা সেরেছেন বাংলার মুখ্যমন্ত্রী। মেলার যাবতীয় প্রস্তুতি থেকে শুরু করে সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা শুনে সবধরনের ব্যবস্থা করেছেন তিনি। কিন্তু সবকিছু ছাপিয়ে এবার মেলা চলাকালীন মুখ্যমন্ত্রীর সেখানে উপস্থিত থাকাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এমনিতেই গঙ্গাসাগর মেলা চলাকালীন প্রচুর মানুষের ভিড় হয় সাগরদ্বীপে। সাধারণ মানুষের যাতে অসুবিধা না-হয় সেই জন্যই প্রস্তুতি পর্বে তিনি প্রত্যেকবছর গঙ্গাসাগর যান। তবে এবার পরিবর্তিত পরিস্থিতিতে মেলা চলাকালীন সাগরে উপস্থিত হাজার-হাজার পুন্যার্থীর উদ্দেশে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, তাও অত্যন্ত অর্থবহ। গঙ্গাসাগর মেলাকে সামনে রেখে লোকসভা নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রী জনসংযোগ সারেন কি না, সেটাও দেখার।
আরও পড়ুন: