সংক্রমণ বাড়ায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, জেলা প্রশাসনের সঙ্গে করবেন বৈঠক - Covid-19 pandemic
এই বৈঠক থেকে কোরোনা সংক্রমণের মোকাবিলার পরিকল্পনা তৈরি করতে পারেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে করা মুখ্যমন্ত্রীদের বৈঠকের নির্যাস নিয়ে জেলা প্রশাসনের বৈঠকে আলোচনা করতে পারেন ।
কলকাতা, 11 মে: কোরোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার জেলা প্রশাসনের সঙ্গে ফের বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিকেলে নবান্নে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হবে বিশেষ এই বৈঠক । বৈঠকে যোগ দেবেন রাজ্যের সব জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার এবং জেলা স্বাস্থ্য অধিকর্তারা ।
রাজ্যে লাগামহীনভাবে বেড়ে চলেছে কোরোনা সংক্রমণের সংখ্যা ৷ দু-একদিনের মধ্যে মাত্রাতিরিক্ত সংক্রামকের সংখ্যা বাড়ায় উদ্বিগ্ন রাজ্য প্রশাসন । বিশেষ করে কলকাতা সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা,হাওড়া, হুগলি জেলাতে সংক্রামকের সংখ্যা বেশি । এই জেলাগুলিতে বাড়ছে কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা । বিশেষ করে কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা জেলা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের কাছে । এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের সঙ্গে ফের এক প্রস্থ বৈঠক সেরে নিতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার বিকেলে জেলার সর্বস্তরের আধিকারিকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন তিনি ।
বিশেষ এই বৈঠক থেকে কোরোনা সংক্রমণের মোকাবিলার পরিকল্পনা তৈরি করতে পারেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে করা মুখ্যমন্ত্রীদের বৈঠকের নির্যাস নিয়ে জেলা প্রশাসনের বৈঠকে আলোচনা করতে পারেন । সবকিছু মিলিয়ে কোরোনা মোকাবিলায় মঙ্গলবারের বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ ।