কলকাতা, 30 জুলাই : কয়েকদিন আগেই জল সংরক্ষণ নিয়ে সচেতনতা বাড়াতে পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । করেছিলেন পদযাত্রা ৷ এবার সবুজ বাঁচাতে পথে নামছেন তিনি ৷ বৃহস্পতিবার বিকেলে বিড়লা প্ল্যানেটরিয়াম থেকে নজরুল মঞ্চ পর্যন্ত পদযাত্রায় সামিল হবেন তিনি ৷ থাকবেন বিশিষ্ট ব্যক্তিরা ।
জল সংরক্ষণ নিয়ে সচেতনতা বাড়াতে জোড়াসাঁকো থেকে গান্ধিমূর্তির পাদদেশ পর্যন্ত পদযাত্রা করেছিলেন মুখ্যমন্ত্রী । স্লোগান ছিল, "সেভ ওয়াটার ও সেভ লাইফ" । মিছিলে ছিলেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সহ অনেকেই । স্কুলের পড়ুয়ারাও অংশ নিয়েছিল সেই পদযাত্রায় ৷ এবার সবুজ বাঁচাতে পদযাত্রা করবেন তিনি ৷
লোকসভা নির্বাচনের পর সরগরম রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ৷ উত্তপ্ত হয়েছে ভাটপাড়া-কাঁকিনাড়ার মতো একাধিক এলাকা ৷ একে অপরকে দোষারোপ করেছে তৃণমূল-BJP দু'পক্ষই ৷ এই অবস্থায় শহরে আরও একটি অরাজনৈতিক মিছিল করতে চলেছেন মুখ্যমন্ত্রী ৷ এর পিছনেও পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের মস্তিষ্ক কাজ করছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷