ETV Bharat / state

এবার সবুজ বাঁচাতে পথে মমতা

জল সংরক্ষণের পর এবার সবুজ বাঁচাতে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার বিকেলে বিড়লা প্ল্যানেটরিয়াম থেকে নজরুল মঞ্চ পর্যন্ত এই পদযাত্রা হবে ৷

author img

By

Published : Jul 30, 2019, 12:31 PM IST

ফাইল ফোটো

কলকাতা, 30 জুলাই : কয়েকদিন আগেই জল সংরক্ষণ নিয়ে সচেতনতা বাড়াতে পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । করেছিলেন পদযাত্রা ৷ এবার সবুজ বাঁচাতে পথে নামছেন তিনি ৷ বৃহস্পতিবার বিকেলে বিড়লা প্ল্যানেটরিয়াম থেকে নজরুল মঞ্চ পর্যন্ত পদযাত্রায় সামিল হবেন তিনি ৷ থাকবেন বিশিষ্ট ব্যক্তিরা ।

জল সংরক্ষণ নিয়ে সচেতনতা বাড়াতে জোড়াসাঁকো থেকে গান্ধিমূর্তির পাদদেশ পর্যন্ত পদযাত্রা করেছিলেন মুখ্যমন্ত্রী । স্লোগান ছিল, "সেভ ওয়াটার ও সেভ লাইফ" । মিছিলে ছিলেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সহ অনেকেই । স্কুলের পড়ুয়ারাও অংশ নিয়েছিল সেই পদযাত্রায় ৷ এবার সবুজ বাঁচাতে পদযাত্রা করবেন তিনি ৷

লোকসভা নির্বাচনের পর সরগরম রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ৷ উত্তপ্ত হয়েছে ভাটপাড়া-কাঁকিনাড়ার মতো একাধিক এলাকা ৷ একে অপরকে দোষারোপ করেছে তৃণমূল-BJP দু'পক্ষই ৷ এই অবস্থায় শহরে আরও একটি অরাজনৈতিক মিছিল করতে চলেছেন মুখ্যমন্ত্রী ৷ এর পিছনেও পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের মস্তিষ্ক কাজ করছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷

কলকাতা, 30 জুলাই : কয়েকদিন আগেই জল সংরক্ষণ নিয়ে সচেতনতা বাড়াতে পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । করেছিলেন পদযাত্রা ৷ এবার সবুজ বাঁচাতে পথে নামছেন তিনি ৷ বৃহস্পতিবার বিকেলে বিড়লা প্ল্যানেটরিয়াম থেকে নজরুল মঞ্চ পর্যন্ত পদযাত্রায় সামিল হবেন তিনি ৷ থাকবেন বিশিষ্ট ব্যক্তিরা ।

জল সংরক্ষণ নিয়ে সচেতনতা বাড়াতে জোড়াসাঁকো থেকে গান্ধিমূর্তির পাদদেশ পর্যন্ত পদযাত্রা করেছিলেন মুখ্যমন্ত্রী । স্লোগান ছিল, "সেভ ওয়াটার ও সেভ লাইফ" । মিছিলে ছিলেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সহ অনেকেই । স্কুলের পড়ুয়ারাও অংশ নিয়েছিল সেই পদযাত্রায় ৷ এবার সবুজ বাঁচাতে পদযাত্রা করবেন তিনি ৷

লোকসভা নির্বাচনের পর সরগরম রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ৷ উত্তপ্ত হয়েছে ভাটপাড়া-কাঁকিনাড়ার মতো একাধিক এলাকা ৷ একে অপরকে দোষারোপ করেছে তৃণমূল-BJP দু'পক্ষই ৷ এই অবস্থায় শহরে আরও একটি অরাজনৈতিক মিছিল করতে চলেছেন মুখ্যমন্ত্রী ৷ এর পিছনেও পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের মস্তিষ্ক কাজ করছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷

Intro:কলকাতা, ৩০ জুলাই : আবারও একটি অরাজনৈতিক মিছিল সংগঠিত করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এবারে সবুজ বাচাতে পথে নামবেন তিনি । বৃহস্পতিবার বিকেলে বিড়লা প্লানেটরিয়াম থেকে নজরুল মঞ্চ পর্যন্ত পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী । বিশেষ এই মিছিলে পা মেলাবেন সবুজ আন্দোলনের সঙ্গে যুক্ত সমাজের বিশিষ্ট মানুষেরা।


Body:কিছদিন আগে জল সংরক্ষণের বার্তা দিতে পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সমাজের সর্বস্তরের বিশিষ্ট মানুষ এবং বিভিন্ন স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা সেই মিছিলে অংশ নিয়েছিলেন । মাত্র অল্প সময়ের ব‍্যবধানে আরও একটি অরাজনৈতিক, সমাজ সচতনতামূলক পদযাত্রা করতে চলেছেন মমতা । এবারে সবূজ বাচাতে বৃহস্পতিবার বিকেলে বিড়লা প্লানেটরিয়াম থেকে নজরুল মঞ্চ পর্যন্ত হাটার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জানা গেছে, এবারেও বিশিষ্ট জনেরা পা মেলাবেন। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের পর থেকে রাজ‍্যে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি । এমতাবস্থায় পর পর দুটো সমাজ সচতনতামূলক অরাজনৈতিক মিছিল মমতার । যা খুবই তাৎপর্যপূর্ণ। যদিও রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, আগে কখনও মমতার এমন উদ‍্যোগ দেখা যায়নি । পলিটিক্যাল স্ট্রাটেজিস্ট প্রশান্ত কিশোরের পরামর্শ মতোই এ সব হচ্ছে ।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.