ETV Bharat / state

Mamata Banerjee: মন জিততে আগামী সপ্তাহে উদ্বাস্তুদের জমির পাট্টা বিলি মমতার

author img

By

Published : Nov 20, 2022, 10:03 PM IST

আগামী বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে নদিয়ার 200টি উদ্বাস্তু পরিবারের হাতে জমির পাট্টা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

ETV Bharat
mamata banerjee

কলকাতা, 20 নভেম্বর: গুজরাত বিধানসভা নির্বাচনের আগে উদ্বাস্তুদের নাগরিকত্ব দান নিয়ে ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই দাবি করে এসেছেন, যাঁরা এদেশে রয়েছেন, ভোট দেন তাঁরা সকলেই দেশের নাগরিক ৷ তাই নতুন করে তাঁদের নাগরিকত্ব প্রদানের কিছু নেই ৷ নাগরিকত্ব প্রদান নিয়ে রাজনৈতিক এই দড়ি টানাটানির মধ্যেই উদ্বাস্তুদের জন্য গুরুত্বপূর্ণ উপহার দিতে চলেছে রাজ্য সরকার (Mamata Banerjee to give land patta to refugees of Nadia) ।

আগামী বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে 200টি উদ্বাস্তু পরিবারের হাতে জমির পাট্টা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। একদিকে, গেরুয়া শিবির যখন নাগরিকত্ব ইস্যুকে সামনে এনে ছিন্নমূল উদ্বাস্তুদের মন জিততে চাইছে, ঠিক তখন ঘাসফুল শিবির উদ্বাস্তুদের নাগরিক হওয়ার প্রমাণপত্র হিসাবে জমির পাট্টা তুলে দিচ্ছে । কারণ তৃণমূল কংগ্রেসের ঘোষিত নীতি, যে সমস্ত নাগরিক দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যে বসবাস করছেন, যাঁরা ভোট দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীকে নির্বাচিত করেন তাঁরা সকলেই ভারতের নাগরিক । কাজেই বলা যায় এই পাট্টা প্রদানের মাধ্যমে এরাজ্যের উদ্বাস্তুদেরও নাগরিকত্ব প্রমাণের অধিকার দিচ্ছে রাজ্য সরকার ।

আরও পড়ুন: গুজরাতে কংগ্রেসের কোনও মূল্য নেই, তাই 'রাহুল বাবা' আসছেন না ! কটাক্ষ শাহের

এর পাশপাশি, ওই অনুষ্ঠান থেকেই দীর্ঘদিন ধরে বিভিন্ন কলোনিতে বসবাস করা পরিবারগুলির হাতে তাঁদের বসতবাড়ির জমির পাট্টাও তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় । নবান্ন সূত্রে জানা গিয়েছে, এবারে যে পরিবারগুলির হাতে জমির পাট্টা তুলে দেওয়া হবে তার সবটাই নদিয়া জেলার । আর এতেই সংশ্লিষ্ট মহল একটা বড় রাজনৈতিক পদক্ষেপ দেখতে পাচ্ছে । কারণ বিজেপির তোলা নাগরিকত্ব ইস্যুর সব থেকে বেশি প্রভাব কোথাও যদি পড়ে তা হল উদ্বাস্তু অধ্যুষিত নদিয়া এবং উত্তর 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় । মূলত সেখানে দীর্ঘদিন ধরে বসবাস করা উদ্বাস্তুদের হাতে জমির পাট্টা তুলে দিয়ে তাঁদের দীর্ঘদিনের নাগরিকত্বদানের দাবিতে সিলমোহর দিচ্ছে রাজ্য সরকার ।

রাজ্যের যে সব জেলায় পূর্ববঙ্গ থেকে আগত মানুষের সংখ্যা ও কলোনির সংখ্যা বেশি তার মধ্যে রয়েছে নদিয়া জেলা । এই জেলাতে 2017 সালের আগে পর্যন্ত সরকারি ভাবে চিহ্নিত মোট উদ্বাস্তু কলোনি ছিল 118টি । 2017 সালে সার্ভেতে আরও 78টি চিহ্নিত হয়েছে । এই নতুন 78টি কলোনির বাসিন্দাদের হাতেই এবার জমির পাট্টা তুলে দিতে চলেছেন মুখ্যমন্ত্রী । প্রসঙ্গত, রাজ্যের শাসক দলের তরফ থেকে এই পাট্টা প্রদান প্রসঙ্গে জানানো হয়েছে, এটি একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া । ইতিমধ্যেই তৃণমূল জমানায় এই জেলার 37 হাজার 663টি পরিবারের হাতে পাট্টা তুলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার । ওই তালিকায় আরও 200টি পরিবার যুক্ত হতে চলেছে আগামী 23 নভেম্বর (land patta for refugees of Nadia)।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই 200টি পরিবারের মধ্যে একটা বড় অংশই আবার মতুয়া । এই মতুয়া সম্প্রদায়ের মানুষেরা দীর্ঘদিন ধরেই নাগরিকত্ব প্রদানের দাবি জানিয়ে আসছেন । বিজেপি তাঁদের নাগরিকত্ব প্রদানের আশ্বাস দিয়ে উনিশের লোকসভা ভোট ও একুশের বিধানসভা ভোটে বাজিমাত করেছিল । এবার মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বাস্তুদের হাতে জমির পাট্টা তুলে দিয়ে তাঁদের মন জিততে চাইছেন ।

কলকাতা, 20 নভেম্বর: গুজরাত বিধানসভা নির্বাচনের আগে উদ্বাস্তুদের নাগরিকত্ব দান নিয়ে ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই দাবি করে এসেছেন, যাঁরা এদেশে রয়েছেন, ভোট দেন তাঁরা সকলেই দেশের নাগরিক ৷ তাই নতুন করে তাঁদের নাগরিকত্ব প্রদানের কিছু নেই ৷ নাগরিকত্ব প্রদান নিয়ে রাজনৈতিক এই দড়ি টানাটানির মধ্যেই উদ্বাস্তুদের জন্য গুরুত্বপূর্ণ উপহার দিতে চলেছে রাজ্য সরকার (Mamata Banerjee to give land patta to refugees of Nadia) ।

আগামী বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে 200টি উদ্বাস্তু পরিবারের হাতে জমির পাট্টা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। একদিকে, গেরুয়া শিবির যখন নাগরিকত্ব ইস্যুকে সামনে এনে ছিন্নমূল উদ্বাস্তুদের মন জিততে চাইছে, ঠিক তখন ঘাসফুল শিবির উদ্বাস্তুদের নাগরিক হওয়ার প্রমাণপত্র হিসাবে জমির পাট্টা তুলে দিচ্ছে । কারণ তৃণমূল কংগ্রেসের ঘোষিত নীতি, যে সমস্ত নাগরিক দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যে বসবাস করছেন, যাঁরা ভোট দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীকে নির্বাচিত করেন তাঁরা সকলেই ভারতের নাগরিক । কাজেই বলা যায় এই পাট্টা প্রদানের মাধ্যমে এরাজ্যের উদ্বাস্তুদেরও নাগরিকত্ব প্রমাণের অধিকার দিচ্ছে রাজ্য সরকার ।

আরও পড়ুন: গুজরাতে কংগ্রেসের কোনও মূল্য নেই, তাই 'রাহুল বাবা' আসছেন না ! কটাক্ষ শাহের

এর পাশপাশি, ওই অনুষ্ঠান থেকেই দীর্ঘদিন ধরে বিভিন্ন কলোনিতে বসবাস করা পরিবারগুলির হাতে তাঁদের বসতবাড়ির জমির পাট্টাও তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় । নবান্ন সূত্রে জানা গিয়েছে, এবারে যে পরিবারগুলির হাতে জমির পাট্টা তুলে দেওয়া হবে তার সবটাই নদিয়া জেলার । আর এতেই সংশ্লিষ্ট মহল একটা বড় রাজনৈতিক পদক্ষেপ দেখতে পাচ্ছে । কারণ বিজেপির তোলা নাগরিকত্ব ইস্যুর সব থেকে বেশি প্রভাব কোথাও যদি পড়ে তা হল উদ্বাস্তু অধ্যুষিত নদিয়া এবং উত্তর 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় । মূলত সেখানে দীর্ঘদিন ধরে বসবাস করা উদ্বাস্তুদের হাতে জমির পাট্টা তুলে দিয়ে তাঁদের দীর্ঘদিনের নাগরিকত্বদানের দাবিতে সিলমোহর দিচ্ছে রাজ্য সরকার ।

রাজ্যের যে সব জেলায় পূর্ববঙ্গ থেকে আগত মানুষের সংখ্যা ও কলোনির সংখ্যা বেশি তার মধ্যে রয়েছে নদিয়া জেলা । এই জেলাতে 2017 সালের আগে পর্যন্ত সরকারি ভাবে চিহ্নিত মোট উদ্বাস্তু কলোনি ছিল 118টি । 2017 সালে সার্ভেতে আরও 78টি চিহ্নিত হয়েছে । এই নতুন 78টি কলোনির বাসিন্দাদের হাতেই এবার জমির পাট্টা তুলে দিতে চলেছেন মুখ্যমন্ত্রী । প্রসঙ্গত, রাজ্যের শাসক দলের তরফ থেকে এই পাট্টা প্রদান প্রসঙ্গে জানানো হয়েছে, এটি একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া । ইতিমধ্যেই তৃণমূল জমানায় এই জেলার 37 হাজার 663টি পরিবারের হাতে পাট্টা তুলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার । ওই তালিকায় আরও 200টি পরিবার যুক্ত হতে চলেছে আগামী 23 নভেম্বর (land patta for refugees of Nadia)।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই 200টি পরিবারের মধ্যে একটা বড় অংশই আবার মতুয়া । এই মতুয়া সম্প্রদায়ের মানুষেরা দীর্ঘদিন ধরেই নাগরিকত্ব প্রদানের দাবি জানিয়ে আসছেন । বিজেপি তাঁদের নাগরিকত্ব প্রদানের আশ্বাস দিয়ে উনিশের লোকসভা ভোট ও একুশের বিধানসভা ভোটে বাজিমাত করেছিল । এবার মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বাস্তুদের হাতে জমির পাট্টা তুলে দিয়ে তাঁদের মন জিততে চাইছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.